বি:দ্র: থ্রিজি নিয়ে কিছু অসাধু লোক অনেক ভ্রান্ত গুজোব ছড়াচ্ছে তাই সবসময় চোখ -কান খোলা রাখবেন।
টেলিটক এর পর অন্য অপারেটরেরা দ্রুত তাদের থ্রিজি সেবা চালু করতে যাচ্ছে। গত বুধবার গ্রামীনফোন 3G ট্যারিফ অনুমোদন পাওয়ার পর গতকাল বাংলালিংক এবং রবি তাদের থ্রিজি ট্যারিফের অনুমোদন পেয়েছে। এয়ারটেল তাদের থ্রিজি ট্যারিফের আবেদন করলেও এখন পর্যন্ত তা আছে অনুমোদনের অপেক্ষায়।
সকল অপারেটর এই অনুমোদন পেয়েছে এক বছরের জন্য। ঘোষিত গতিসীমার কমপক্ষে ৭০% সবসময় সবখানে নিশ্চিত করার জন্য বিটিআরসি-র পক্ষ থেকে অপারেটরদের আদেশ করা হয়েছে।
রবি আনতে যাচ্ছে ৫১২Kbps, ১Mbps, ২Mbps, ৪Mbps গতিসীমায় অনেকগুলো প্যাকেজ। তিন দিন থেকে শুরু করে ত্রিশ দিন মেয়াদের এই প্যাকেজ গুলো বাংলাদেশের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।
রবি - 3G ট্যারিফ (সম্ভাব্য)
৫১২Kbps পর্যন্ত
- ২০০MB @১০০ টাকা (৭ দিন)
- ৭৫MB @৫০ টাকা (৩ দিন)
- ৪০MB @৩০ টাকা (১ দিন)
১Mbps পর্যন্ত
- ৩.৫GB @১২৫০ টাকা (৩০ দিন)
- ১.৫GB @৫৫০ টাকা (৩০ দিন)
- ৭০০MB @৩০০ টাকা (৩০ দিন) ২Mbps পর্যন্ত
- ৫.৫GB @১৯০০ টাকা (৩০ দিন)
- ২GB @৮০০ টাকা (৩০ দিন)
- ৬৫০MB @২৫০ টাকা (১৫ দিন)
বাংলালিংক ১৬টি প্যাকেজ এর জন্য অনুমোদন পেয়েছে। তিন দিন থেকে শুরু করে ত্রিশ দিন মেয়াদের এই প্যাকেজগুলো ১Mbps পর্যন্ত গতির নিশ্চয়তা দেবে।
বাংলালিংক - 3G ট্যারিফ (সম্ভাব্য)
১Mbps পর্যন্ত
- ১০GB @২০০০ টাকা (৩০ দিন)
- ৫GB @১৩০০ টাকা (৩০ দিন)
- ৪GB @১১৫০ টাকা (৩০ দিন) - ৩GB @১০০০ টাকা (৩০ দিন)
- ২GB @৮৫০ টাকা (৩০ দিন)
- ১GB @৫০০ টাকা (৩০ দিন)
- ১৫০MB @১৫০ টাকা (১৫ দিন)
গ্রামীনফোন তিন ধরনের গতিসীমায় থ্রিজি সেবা দিতে যাচ্ছে। সর্বোচ্চ গ্রাহকসংখ্যার এই অপারেটরের অধিকাংশ প্যাকেজই ১Mbps গতিসীমার নীচে। ৫১২Kbps, ৮০০Kbps এবং ১Mbps গতিসীমায় তাদের থাকবে অনেকগুলো প্যাকেজ। ১GB ডেটার মূল্য - ৫১২Kbps গতিসীমায় ৪০০টাকা, ৮০০Kbps গতিসীমায় ৫০০ টাকা এবং ১Mbps গতিসীমায় তা ৬০০টাকা হতে পারে বলে অসমর্থিত সূত্রে জানা যায়।
উল্লেখ্য, সরকারী নির্দেশনায় ব্রডব্যান্ডের সীমা নির্ধারণ করা হয়েছে ন্যুনতম ১Mbps
আমার ফেন পেজে থেকে ঘুরে আসতে পারেন।
আমি Sadiya Arfin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৩জি আমাদের ৩য় প্রজন্মের গাধা বানাইলো