এবার 3G ট্যারিফ অনুমোদন পেল জিপি, রবি, বাংলালিক আপটু ৫১২Kbps-৪Mbps Speed (আপডেট নিউজ ভুল তথ্য থেকে দূরে থাকুন)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বি:দ্র: থ্রিজি নিয়ে কিছু অসাধু লোক অনেক ভ্রান্ত গুজোব ছড়াচ্ছে তাই সবসময় চোখ -কান খোলা রাখবেন।

টেলিটক এর পর অন্য অপারেটরেরা দ্রুত তাদের থ্রিজি সেবা চালু করতে যাচ্ছে। গত বুধবার গ্রামীনফোন 3G ট্যারিফ অনুমোদন পাওয়ার পর গতকাল বাংলালিংক এবং রবি তাদের থ্রিজি ট্যারিফের অনুমোদন পেয়েছে। এয়ারটেল তাদের থ্রিজি ট্যারিফের আবেদন করলেও এখন পর্যন্ত তা আছে অনুমোদনের অপেক্ষায়।

সকল অপারেটর এই অনুমোদন পেয়েছে এক বছরের জন্য। ঘোষিত গতিসীমার কমপক্ষে ৭০% সবসময় সবখানে নিশ্চিত করার জন্য বিটিআরসি-র পক্ষ থেকে অপারেটরদের আদেশ করা হয়েছে।

n1 3g grameenphone

রবি আনতে যাচ্ছে ৫১২Kbps, ১Mbps, ২Mbps, ৪Mbps গতিসীমায় অনেকগুলো প্যাকেজ। তিন দিন থেকে শুরু করে ত্রিশ দিন মেয়াদের এই প্যাকেজ গুলো বাংলাদেশের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।
রবি - 3G ট্যারিফ (সম্ভাব্য)
৫১২Kbps পর্যন্ত
- ২০০MB @১০০ টাকা (৭ দিন)
- ৭৫MB @৫০ টাকা (৩ দিন)
- ৪০MB @৩০ টাকা (১ দিন)

১Mbps পর্যন্ত
- ৩.৫GB @১২৫০ টাকা (৩০ দিন)
- ১.৫GB @৫৫০ টাকা (৩০ দিন)
- ৭০০MB @৩০০ টাকা (৩০ দিন) ২Mbps পর্যন্ত
- ৫.৫GB @১৯০০ টাকা (৩০ দিন)
- ২GB @৮০০ টাকা (৩০ দিন)
- ৬৫০MB @২৫০ টাকা (১৫ দিন)

বাংলালিংক ১৬টি প্যাকেজ এর জন্য অনুমোদন পেয়েছে। তিন দিন থেকে শুরু করে ত্রিশ দিন মেয়াদের এই প্যাকেজগুলো ১Mbps পর্যন্ত গতির নিশ্চয়তা দেবে।
বাংলালিংক - 3G ট্যারিফ (সম্ভাব্য)
১Mbps পর্যন্ত
- ১০GB @২০০০ টাকা (৩০ দিন)
- ৫GB @১৩০০ টাকা (৩০ দিন)
- ৪GB @১১৫০ টাকা (৩০ দিন) - ৩GB @১০০০ টাকা (৩০ দিন)
- ২GB @৮৫০ টাকা (৩০ দিন)
- ১GB @৫০০ টাকা (৩০ দিন)
- ১৫০MB @১৫০ টাকা (১৫ দিন)

গ্রামীনফোন তিন ধরনের গতিসীমায় থ্রিজি সেবা দিতে যাচ্ছে। সর্বোচ্চ গ্রাহকসংখ্যার এই অপারেটরের অধিকাংশ প্যাকেজই ১Mbps গতিসীমার নীচে। ৫১২Kbps, ৮০০Kbps এবং ১Mbps গতিসীমায় তাদের থাকবে অনেকগুলো প্যাকেজ। ১GB ডেটার মূল্য - ৫১২Kbps গতিসীমায় ৪০০টাকা, ৮০০Kbps গতিসীমায় ৫০০ টাকা এবং ১Mbps গতিসীমায় তা ৬০০টাকা হতে পারে বলে অসমর্থিত সূত্রে জানা যায়।

উল্লেখ্য, সরকারী নির্দেশনায় ব্রডব্যান্ডের সীমা নির্ধারণ করা হয়েছে ন্যুনতম ১Mbps

আমার ফেন পেজে থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি Sadiya Arfin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

৩জি আমাদের ৩য় প্রজন্মের গাধা বানাইলো

    Level 2

    @johirulBp: সেইরম গাধা

    Level 0

    @johirulBp: hacha kotha

Level 2

kothy paican ai news ta

    jabedje ভাই আমি এই নিউজটা মোবাইল মাইয়া ওয়েব সাইট থেকে পাইছি।কারণ সেখানে আমি একটা ৩জি মোবাইল চয়েস করতে গিয়েছিলাম একটা মোবাইল ও চয়েস হয়ে গেল সাথে নিউজ টা ও পেয়ে গেলাম এবং আপনাদের সাথে শেয়ার করে ফেল্লাম।

johirulBp @ ঠিকই বলেছেন ভাইয়া আমরা তো মেয়ে মানুষ আমরা তো কিছুই করতে পারবো না তাই ছেলেদের কে বলছি একটু ভালভাবে দাবি আদায় করে নিন।

Level 0

Sadiya Arfin @ আপনি এই কথাটা কেমনে কইলেন! আজকাল ছেলেরা যা করে না তা মে্য়েরা করে।ডিজিটাল মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই।

Level 0

কোন মোবাইল কোম্পানিই তাদের 3G প্যাকেজের দাম এখনো ঘোষনা করে নি | প্যাকেজ নিয়ে এখন পযন্ত যে সব খবর প্রকাশিত হয়েছে তা সবই স্পামিই

masum321 @ ভাইয়া আমিওতো তাই জানি আমি তাইতো লাল রং দিয়ে বুঝিয়ে দিয়েছি সম্ভাব্য।

এই টিউন ব্যান করা হোক । পুরাই মিথ্যা ও সাজানো ।

মোঃ আসাদউল্লাহ আসাদ@ ভাই আপনি চিন্তা-ভাবনা করে দেখেছেন তো ? আমি তো সম্ভাব্য বলেছি কারণ ভবিষ্যতে এটাই হতে পারে ।কারণ আমি কিছু গোপন তথ্যের ভিত্তিতে কথা গুলো শেয়ার করেছি। ধন্যবাদ ভাল থাকবেন।

আপনাকেও ধন্যবাদ ।
তবে সঠিক ভাবে না জেনে সাম্ভাব্য কোন কিছু টিউন করে শেয়ার না করাই ভাল ।

Level 0

তথ্যগুলি যদি সঠিক হয়, তাহলে 3G আমাদের কোনো কাজেই আসবেনা।

Level 0

foul 3g

Level 0

door!baje tune.

আমি আগেই কইছিলাম, ৩জি গাধা বানাইবো।

Level 0

hai re service, service provider der juta pita kora uchit, amar 3G lagbena kuttar bacchara 2G te e network thik kor.
UAE te kobe 3G theke 4G te gelo kaho e janena ar BD te 2G theke max 3.5G dilo tate e manusher jibba ber kore dicche ora. aikhane kuno speed divided kore mobile package hoyna. hoy GB hisabe ar amar shunar Banglai GBr hisab to ache e speed er hisabe o mobile er jonno package hoy.
kun duniyai achi?
aije je license dite taka ta nilo akhon bujhen taka ta kar chilo?

Level 0

এরা তো ত্রিজির নাম দিয়ে আমাদের গালে জুতার বারি দিতে চাচ্ছে।

এতদিন বাঁশ দিয়েছে, এখন দিচ্ছে তালগাছ !!
আমরা পাবলিক খেয়েই যাচ্ছি।

রক্ত চুইশা খাইতেছে হারামীরা। দেখার যেন কেউ নেই

I saw this link: What this http://postimage.org/