টেলিটকের পর দেশের শীর্ষস্থানীয় তিন মোবাইল অপারেটর কম্পানী গ্রামীন ফোন, বাংলালিঙ্ক, রবি থ্রী জি নিয়ে এসেছে । আজকে আপনাদের কে থ্রী জি ট্যারিফ এর মূল্য জানানোর জন্যই এই পোষ্ট নিয়ে আসলাম। এই পোষ্টে উল্লেখিত তিন কম্পানির থ্রী জি ট্যারিফ প্ল্যান দিবো।
থ্রিজি ট্যারিফ প্ল্যানে সব থেকে বেশি মূল্য নির্ধারণ করেছে দেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। ইন্টারনেটের গতি ও ডাটার পরিমাণের উপর ভিত্তি করে মাত্র একটি প্যাকেজ ৩টি অপারেটরই অফার করছে।
প্রথমেই জেনে নিই গ্রামীন ফোনের থ্রীজি ট্যারিফ প্ল্যানঃ
৫১২ কেবিপিএস স্পীড এর জন্যঃ
৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন
১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন
১গিগাবাইট -৪৫০টাকা- ৩০দিন
২ গিগাবাইট – ৬৫০ টাকা – ৩০ দিন
৪ গিগাবাইট -৯০০টাকা
৫ গিগাবাইট -৯৫০টাকা
৮০০ কেবিপিএস স্পীড এর জন্যঃ
১ গিগাবাইট – ৫০০ টাকা – ৩০ দিন
৫ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন
১ এমবিপিএস স্পীড এর জন্যঃ
১ গিগাবাইট – ৬০০ টাকা – ১৫ দিন
২ গিগাবাইট – ৮৫০ টাকা – ৩০ দিন
৩ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন
৪ গিগাবাইট – ১২০০ টাকা – ৩০ দিন
৫ গিগাবাইট – ১৩০০ টাকা – ৩০ দিন
৬ গিগাবাইট – ১৪০০ টাকা – ৩০ দিন
রবির থ্রী জি ট্যারিফঃ
৫১২ কেবিপিএস স্পীড এর জন্যঃ
২০০ মেগাবাইট – ১০০ টাকা – ৭ দিন
১ এমবিপিএস স্পীড এর জন্যঃ
১.৫ গিগাবাইট ৩৫০ টাকা – ৩০ দিন
২ এমবিপিএস স্পীড এর জন্যঃ
২ গিগাবাইট – ৮০০ টাকা – ৩০ দিন
৪ এম বি পি এস স্পীড এর জন্যঃ
৫.৫ গিগাবাইট – ১১০০ টাকা – ৩০ দিন
বাংলা লিঙ্ক থ্রী জি ট্যারিফ প্ল্যানঃ
১ এম বি পি এস স্পীড এর জন্য ঃ
৫০ মেগাবাইট – ৫০ টাকা – ১৫ দিন
১৫০ মেগাবাইট – ১৫০ টাকা – ১৫ দিন
১.২৪ গিগাবাইট ৫০০ টাকা – ৩০ দিন
২..৪৮ গিগাবাইট ৮৫০ টাকা – ৩০ দিন
৩.৭৮ গিগাবাইট ১০০০ টাকা – ৩০ দিন
৪.৯৬ গিগাবাইট ১১৫০ টাকা – ৩০ দিন
৫.১২ গিগাবাইট ১৩০০ টাকা – ৩০ দিন
১০.২৪ গিগাবাইট ২০০০ টাকা – ৩০ দিন
আজ ফেসবুকের বিভিন্ন পেজ গ্রুপে উল্টা পাল্টা ট্যারিফ প্ল্যান দেখলাম, কি উদ্দেশ্যে এই বিভ্রান্তিমুলক তথ্য ছড়াচ্ছে তা আমার বোধগম্য নয়। উল্টা পাল্টা তথ্য দেখে মারাত্নক অসুস্থতার মধ্যেও এই পোষ্ট লিখলাম। এই সব উল্টা- পাল্টা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি, আপনার মনে খটকা লাগে এমন তথ্য দেখলেই সংশ্লিষ্ট কোম্পানি ওয়েব সাইটে ডু মারলে সঠিক তথ্য পাবেন । ধন্যবাদ , সবাই ভালো থাকবেন।
টিউনার : ব্লগার Mehedi44
সুডো টেকে প্রথম প্রাকাশিত।
আমি masudqm। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
terrif dekhe mejaj tai gorom hoye gelo……. ei company gula bangali jati ke r koto bash dibe ta allah e jane.
3g to 2g er chaite cheap howar kotha chilo……. but akhon mone hocche g er poriborte dam boshiye 3 diye multiply korche.