জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ তাদের ১৫ তম জন্মদিন পালন করছে। এ উপলক্ষে তারা দিয়েছে জন্মদিনের বিশেষ ডুডল। এই ডুডলে তারা একটি কেকের ছবি রেখেছে যেখানে ক্লিক করলে একটি চকলেটের প্যাকেট আসে এবং এই প্যাকেট থেকে কে কতটি চকলেট নিতে পারে তার একটা স্কোর আসছে আজকের ডুডলের পাশে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ এবং সার্জে ব্রিন একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন যার নাম তখন তারা দিয়েছিলেন “BackRub”। এটি ব্যক্তিগত ওয়েব পেজের জন্য তৈরী হয়েছিল। ১৯৯৭ সালে তারা নতুন কোম্পানি শুরুর উদ্যেগ নেয়। তখন এর নাম পরিবরর্তন করে নতুন নাম রাখে “Google” এই নামটি এসেছিল googol শব্দ থেকে।
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল ইনকরপোরেশন প্রতিষ্ঠার আবেদন করে। এর তিন দিন পর ৭ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠিত হয়। আর গুগল ডটকম ডোমেইনটি নিবন্ধিত হয় একই বছরের ১৫ সেপ্টেম্বর। কিন্তু গুগল কর্তৃপক্ষ ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বরই গুগলের জন্মদিন পালন করে আসছে। এবার তারা পালন করছে গুগলের ১৫ তম জন্মদিন।
তবে প্রতিষ্ঠার পর শুধু সার্চ ইঞ্জিনেই থেমে থাকেনি গুগল, সার্চের পাশাপাশি জিমেইল, এডসেন্স, গুগল আর্থ সহ আরো বেশ কিছু অনলাইন ভিত্তিক সেবা দিয়ে জয় করে মানুষের মন। আর এভাবেই এখন অনলাইন দুনিয়াকে শাষন করে যাচ্ছে গুগল। গুগলের ১৫ তম জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন মামা!
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আচ্ছা এটা কি? http://www.googleplex.com/