শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেটের গতি বাড়ল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আজ বেশ কয়েকদিন পর আবার টিউন করছি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা সবাই শুনেছেন। সেখানে ইন্টারনেটের গতি চার গুণ বাড়ানো হয়েছে। এই ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীনিবাসও তারহীন ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপাচার্য মো. সালেহ উদ্দিন ওয়াই-ফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন। এ সময় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ ইয়াসমীন হকসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট এর গতি ৮ এমবিপিএস হল যা আগে ছিল ২ এমবিপিএস। সূত্র মতে, আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ই প্রথমে ফাইবার অপটিক কেবেলর সঙ্গে যুক্ত হয়। এর পর থেকে ক্যাম্পাসের সর্বত্র ওয়াই-ফাই নেটওয়ার্কিংয়ের প্রক্রিয়া শুরু হয়। আর এসব সুবিধার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির দিক থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার জন্য কবে যে এ রকম উন্মুক্ত হবে?

সবার কাছ থেকে কমেন্ট আশা করছি।

Level 0

আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যাইতে মন চায় 🙂

    চলে যান না কেউ তো আর ধরে রাখে নি। বেধেও রাখেনি।

ভালো খবর , বেশ কিছুদিন আগেই ব্যান্ডউইডথ বাড়ানো হবে এমন খবর শুনেছিলাম । কিন্তু আফসোস আমাদের ( মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ) স্পীড আর বাড়ে না , বরং দিনকে দিন কমে 🙁

তথ্যপ্রযুক্তির প্রায় সব কিছুই প্রথম হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। ওপেন সোর্স বুট ক্যাম্প, গনিত ওলিম্পিয়াড, ফাইবার অপটিক ব্যাকবোন, ওয়াই-ফাই নেট স্থাপন, এস-এম-এস ভিত্তিক ভর্তি, ২ এমবিপিএস ইন্টারনেট লাইন ইত্যাদি সবকিছুরই পথপ্রদশক এই বিশ্ববিদ্যালয়। ৮ এমবিপিএস লাইন আরো মাসখানিক আগেই এসেছে, উদ্ভোধন হল পরশু।

আমরা থাকাকালে রাতে ল্যাব এ থাকতাম, আর কাজ এর পাশাপাশি মুভি নামাতাম ২০০-২৫০ কিলোবাইট/সেকেন্ড এ। তখন ২ এমবিপিএস লাইন ছিল, দুই ঘন্টায় মুভি নেমে যেতো । সেদিন এক জুনিয়র ফোনে বললো, ভাইয়া, সফটওয়ার/অপারেটিং সিস্টেম/মুভি সরকিছুর আর্কাইভ করতেছি, আপনের কিছু লাগলে কইয়েন। আমি বললাম স্পিড কেমন?

জুনিয়র বলল, ভাইয়া, এখন আমরা মুভি নামাতে দিয়ে ক্যন্টিন থেকে খাওয়া-দাওয়া সেরে এসে সেই মুভি দেখতে বসে যাই।

Level 0

15KB/s kobe je 512kbps এ জাব চিন্তা করছি ……………8mbps ……………সপ্ন দেখতে সুরু করলাম

তা ভাই ছাত্ররা গড়ে কত করা পেল দয়া করে বলবেন

Level 0

যেটুই হোকনা কেন, আশার খবর তো বটে। ধন্যবাদ।

ভাইজান, আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্র। এখন তো জটিল স্পিড। সেদিন মুভি ডাউনলোড করছি ৪৫০-৫০০/কেবিপিএস গড়ে।আর রাতের বেলা তো সেইরকম স্পিড।আগে বাসায় গ্রামীন ফোনের P2 প্যাকেজ ব্যবহার করতাম।এখন সারাদিন – রাত ল্যাব এই থাকি।

সবাইকে ধন্যবাদ কমেন্টের জন্য। আমার নেট স্পিড খুব কম যদিও ব্রডব্রান্ড । তাই এই সাইটে ঢুকতে একটু সমস্যা হচ্ছে।

ডিজিটাল এর হাওয়া লেগেছে 😉

ভাইজান, আমি তো ব্যাগ নিয়া রওয়ানা হইয়া গেছি!!! শাহজালাল এ দারোয়ানের চাকরী হইলেও নিয়া নিমু। কন্ডিশন একটাই সারাদিন ইন্টারনেট দিয়া রাখতে হইব। 🙂 🙂 🙂