হ্যা হেডারের কথাটা সত্য এবং ঐ ওয়েবসাইটটা আমিই তৈরী করেছি। তাহলে আসুন দেখি কি কি আছে ঐ ওয়েবসাইটে-
তবে সর্বপ্রথম যেকথাটা বলতে চাই তা হল ঐখানে সফটওয়ার, গেম, মুভি সবকিছুই পাবেন ফুল ভার্সন।
ঐখানে আপনি পাবেন সফটওয়ার (ফুল ভার্সন অথবা ক্রেক সহ)
পাবেন মুভি, যা ভিবিন্ন ওয়েবসাইটের ডাউনলোড লিংক দেওয়া থাকবে যেমনঃ মেগাআপলোড, রেপিডশেয়ার, মিডিয়াফায়ার আরও অন্নান
সবচেয়ে বড় কথা হল ঐখানে আপনি যে গেমগুলো পাবেন সবগুলোই হল ফুল ভার্সন, আমরা সাধারনত যে গেমগুলো ডাউনলোড করি তা কিছুদিন পর মেয়াদ শেষ হয়ে যায় এবং আর খেলা যায় না অথবা ইন্টারনেট থেকে কিনে খেলে থাকি কিন্তু ঐখানে সব কিছুই পাবেন ফ্রি।
আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই,এর মধ্যে কোন কোন লিঙ্ক এ রিজিউম সাপোর্ট করবে?লিখে দিলে ভাল হয়।