সফল উদ্যোক্তা হবার সুযোগ এবার আপনার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ই-কমার্স এ হাতেখড়ি হয় “চাকরি খুঁজব না দেব” এ গ্রুপ থেকে। প্রথমে বিভিন্ন ইকমার্স সাইটগুলোতে প্রোডাক্ট দিতাম, তাদের সাথে থেকে মার্কেট বুঝলাম সমস্যাগুলোও অনুধাবন করতে শিখলাম। এরপর গত বছরের ডিসেম্বরে শুরু করলাম নিজের সাইট আপনজোন ডটকম(www.aponzone.com)। এরপর চলতে থাকে পথ চলা।কখনও পেয়েছি অনেক সাফল্য আবার কখনও হতাশ ও হয়েছি। গ্রুপে বিভিন্ন বড় ভাইয়াদের পরামর্শমূলক পোস্ট গুলো যেন আমার একেকটা সিড়ি।

ওয়েব সাইটের মার্কেটিং এর জন্য ঘুরে বেড়িয়েছি ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন শহর। অংশগ্রহন করেছি বিভিন্ন মেলায় তবে সব চেয়ে খুশি হয়েছিলাম যখন প্রায় ৬০টি স্টলকে পিছনে ফেলে ঢাকার Digital Innovative Fair-2013 এর সেরা স্টল নির্বাচিত হয় আপনজোন ডটকম। সেদিন তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব এন আই খান স্যার আমার সাথে অনেক কথা বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন। এখন প্রতিদিনই ১০-১২ টি অর্ডার পাচ্ছি, যা পর্যায়ক্রমে বাড়ছে।

এখন চিন্তা করছি ব্যবসা সম্প্রসারনের, চাই আমার সাথে আরো অনেককে সঙ্গে নিতে। সবকিছু চিন্তা করে দুইধরনের সাহায্যকারী চাইঃ

জব(full time job): ২জন সাহায্যকারী চাই, কাজ হবে আমাদের ওয়েবসাইট থেকে বিক্রিত পণ্য সমুহ ক্রেতার কাছে পৌছে দেয়া ও প্রোডাক্ট সেলস করা (পদ্ধতি আমরা শিখিয়ে দেব)
সুযোগ সুবিধাঃ ১) তাদের ফিক্সড পারিশ্রমিক দিওয়া হবে ৪,০০০(চার হাজার টাকা)
২) প্রোডাক্ট সেলস এর উপর ভালো কমিশন থাকবে
৩) অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষ্যে (students will get facilities )

উদ্যোক্তা/সেলস্ পার্টনার আবশ্যকঃ ২০-২৫ জন উদ্যোক্তা/সেলস্ পার্টনার চাই যারা কমিশনের ভিত্তিতে আমাদের হয়ে কাজ করবে। এক্ষেত্রে নিজের অফিসে বা ঘরে বসেই আমাদের সাথে কাজ করতে পারবেন। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে। এটা অনেকটা বাহিরের দেশের এফিলিয়েট মার্কেটিং এর মতই। আগ্রহীদের সিভিসহ পাসপোর্ট সাইজের ছবি [email protected] এই ঠিকানায় মেইল করতে হবে। প্রার্থীদেরকে বাছাইয়ের পর চূড়ান্ত নিয়োগ দেয়া হবে। সিভিসহ ছবি পাঠাতে হবে ২০ই সেপ্টেম্বরের মধ্যে। full time job এর ক্ষেত্রে যতদ্রুত সম্ভব আবেদন করুন।

বা এই ফর্মটি পূরন করতে পারেনঃ https://docs.google.com/forms/d/1efNWP0a2FJBTNNDDI34aRo3QXvvjXdwEOq-fJqhMZdw/viewform

সরাসরি যোগাযোগ এর ঠিকানাঃ জি- ৯০, গ্রাউন্ড ফ্লোর, সুভাস্তু নজর ভ্যালী, প্রগতি সরণী, শাহজাদপুর, বাড্ডা, গুলশান। ফোনঃ ০১৭৯০০২৫৫২৫
আমাদের সাইটটি ঘুরে আসতে পারেনঃ http://www.aponzone.com

Level 0

আমি asif ahnaf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

partner @ FRENZ ASIA CO.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস