রকেট ইন্টারনেট তাদের যাত্রা শুরু করে ১৯৯৯ সালে alando.de ওয়েবসাইটের মাধ্যমে যা মাত্র তিন মাস পরে ৪৩ মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে বহুল জনপ্রিয় মার্কিন কোম্পানি eBay কিনে নেয়। তিন জার্মান ভাই (যারা জনপ্রিয়ভাবে 'স্যামওয়ার ব্রাদারস' নামে পরিচিত) মিলে রকেট ইন্টারনেট কোম্পানি গড়ে তোলে যা পুরো পৃথিবীতে বর্তমানে ৭৫টি ইন্টারনেট বিসনেস মডেল অপারেট করছে এবং সম্প্রতি একটি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিনত হয়েছে। রকেট ইন্টারনেটের বর্তমান টার্গেট হচ্ছে ইমার্জিং মার্কেট যেমন আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া ইত্যাদি দেশে ইউরোপ, আমেরিকার সফল ইন্টারনেট বিসনেস মডেলগুলো সাপ্লাই করা। ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত দেশে রকেট ইন্টারনেট অনেক আগেই প্রবেশ করেছে। অগাস্ট ২০১৩ থেকে বাংলাদেশে চালু হলো রকেট ইন্টারনেটের প্রথম উদ্যোগ Lamudi Bangladesh
Lamudi Bangladesh কি?
Lamudi তৈরী করা হয়েছে বাংলাদেশের রিয়েল এস্টেট বা প্রপার্টি বিসনেসে বিপ্লব নিয়ে আসার জন্য। Lamudi কাজ করছে বাংলাদেশের সকল সেরা প্রপার্টি এজেন্টদের একত্রিত করার জন্য যারা তাদের প্রপার্টি Lamudi মার্কেটপ্লেসের মাধ্যমে ক্রেতাদের কাছে তুলে ধরবে। এতে করে ধরুন আপনি বাংলাদেশের কোথাও বাড়ি, প্লট বা ফ্ল্যাট কিনতে বা ভাড়া নিতে চাচ্ছেন। এই মার্কেটপ্লেসে আসলে আপনি আপনার পছন্দের জায়গায় পছন্দের প্রপার্টিটি অতি সহজেই খুঁজে বের করতে পারবেন। সার্চ করতে পারবেন জায়গার পরিমান, বেড, বাথরুম, শহর, সুযোগ সুবিধা ইত্যাদি অনুসারে। খুঁজে পাবেন বাংলাদেশের টপ প্রপার্টি এজেন্টদের প্রোফাইল। ভবিষ্যতে প্রপার্টি সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী, প্রপার্টি লোন এবং ইন্সুরেন্সের খবর ইত্যাদিও জানতে পারবেন। বাংলাদেশের দুটি বড় প্রপার্টি ডেভেলপার BTI এবং Green Delta ইতিমধ্যে Lamudi Bangladesh এর সাথে কাজ শুরু করে দিয়েছে।
lamudi.com.bd রকেট ইন্টারনেটের ইন্টারন্যাশনাল প্রপার্টি মার্কেটপ্লেসের একটা অংশ যা আফ্রিকা, সাউথ আমেরিকা এবং এশিয়ায় চালু করা হয়েছে। ইন্টারন্যাশনাল গাড়ির মার্কেটপ্লেস Carmudi.com.bd বাংলাদেশে অফিশিয়ালি চালু হবার কথা আছে ২ সপ্তাহের মধ্যে। বাংলাদেশে এই ভেঞ্চারটি সফল হলে ইনভেস্টমেন্ট আরো বাড়বে এবং অনন্য কোম্পানি তৈরী হবার সম্ভাবনা তৈরী হবে এবং ডিজিটাল বাংলাদেশ আরো মজবুত হবে।
সুত্র - রকেট ইন্টারনেট বার্লিন হেডকোয়ার্টার (www.rocket-internet.de)
আমি jahidhaque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Internet Giant abar bari ghorer babsao kore? ajaira baal marka post 😛