এইটা আমার দ্বিতীয় পোষ্ট সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভাল কিছু উপহার দিতে পারি।
যারা গণিত ভালবাসেন তাদেরকে নিশ্চয় নতুন করে কিছু বলা লাগবে না গণিত অলিম্পিয়ার্ড সম্পর্কে । আর কথা না বাড়িযে কাজের কথায় আসি।
সারা বিশ্বের গণিতপ্রেমীদের জন্য ইন্টারনেটে জ্ঞানমেনিয়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (জিআইএমও) নামের একটি গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। জিআইএমও প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে শিক্ষাভিত্তিক জ্ঞানওয়েব ডটকম নামের একটি ওয়েবসাইট। প্রতিযোগিতায়
১,ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ১ নং লেভেল
২,নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ২ নং লেভেল
৩,একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর ৩ নং লেভেল এবং
৪,স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থীরা ৪ নং লেভেল
অংশ নিতে পারবেন। প্রতিটি লেভেলের শিক্ষার্থীদের ৬০টি সমস্যা সমাধান করতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করতে হবে http://www.gyanwave.com/gyanmania.html ঠিকানার ওয়েবসাইটে। সবার জন্য উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনা মূল্যে ইন্টারনেটে আন্তর্জাতিক এ অলিম্পিয়াডে অংশ নেওয়া যাবে। নিবন্ধনের শেষ তারিখ ১০ মে।
অলিম্পিয়াডে বিজয়ী
প্রথম পুরস্কার জনপ্রিয় গেমস এক্স বক্স ৩৬০,
দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ এবং
তৃতীয় পুরস্কার সনির পিএসপি।
এ ছাড়া সেরা ১০ জন শিক্ষার্থী পাবেন গান শোনার যন্ত্র অ্যাপলের আইপড শ্যাপল। পাশাপাশি সেরা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী অনলাইনে অংশগ্রহণের সনদপত্র পাবেন। ১৫ মে দিনব্যাপী ইন্টারনেটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
তো বন্ধুরা আর দেরি কেন? এখনই নিবন্ধন করে ফেল। আজ আর নয় হয়তো কাল আবার কিছু লিখতে চেষ্টা করব।
আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com
ভাল খবর ও ভাল টিউন এধরণের শিক্ষামুলক আরো ভাল টিউন চাই।