সম্প্রতি বিবিসি অনলাইনের খবরে প্রকাশিত হয় ভিনগ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনদের নিয়ে একটি খবর বর্তমান সময়ের অন্যতম শীর্ষস্থানীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব গবেষক স্টিফেন হকিং সম্প্রতি মন্তব্য করেছেন, ‘মহাবিশ্বে আন্তঃমহাজাগতিক প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে বটে। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা পৃথিবীর জন্য উল্টো ফল দিতে পারে।
এলিয়েনের অস্তিত্ব থাকার প্রায় ষোলো আনা সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই যুগের সবার সেরা জ্যোতির্পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। তবে তিনি এও বলেছেন, মানুষের উচিত হবে তাদের যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করা।
বৃটিশ বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, হকিং মানুষদের এলিয়েন বিষয়ে সাবধান থাকার কথা বলেছেন। স্বনামধন্য এই বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন, তারা যদি বুদ্ধি ও প্রযুক্তি ব্যবহারে মানুষের চেয়ে উন্নত হয়, তাহলে আমাদের অবস্থা কঠিন হয়ে উঠবে। এলিয়েনরা পৃথিবী নামের গ্রহে প্রাণের অস্তিত্বের খোঁজ পেলে নির্ঘাত পৃথিবীতে চলে আসবে। তারপর যদি বুঝতে পারে, পৃথিবী প্রযুক্তিগতভাবে তাদের চেয়ে অনুন্নত, তখন তাদের দস্যুপনার শিকার হবে মানুষ। আর তাতে মানুষের জন্য নেমে আসবে অনিবার্য বিপর্যয়। বিপর্যয়ের ধরনটা তিনি উদাহরণ সহযোগেই দেখিয়ে দিয়েছেন। তার মতে, কলম্বাস আমেরিকা আবিস্কারের পর তা যেমন আদিবাসী আমেরিকানদের জন্য কোনো সুফল বয়ে আনেনি। ইউরোপীয়দের আজকের অপরিমেয় সম্পদের বেশিরভাগই তো লুটের মাল; আফ্রিকা, এশিয়া ও আমেরিকার মানুষদের ঠকিয়ে, অত্যাচার করে আহরণ করা। তেমনি এলিয়েনরা পৃথিবীতে এলে তা আমাদের জন্যও হুমকির কারণ হবে। এলিয়েনরা পৃথিবীর সম্পদ লুটে নিয়েও যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই বিজ্ঞানী।
বিবিসি অনলাইনের খবরে আরো জানা গেছে, মহাজাগতিক প্রাণীর খোঁজে গবেষকরা অনেক চেষ্টাই করছেন। সম্প্রতি নাসার পাঠানো বিভিন্ন মহাকাশযান থেকে শুরু করে অতীতে পাঠানো অনেক মহাকাশযানেই পৃথিবী বিষয়ক বিভিন্ন তথ্য পাঠানো হয়েছে এলিয়েনদের উদ্দেশ্যে। পাশাপাশি রেডিও ওয়েভ বার্তার মাধ্যমেও মহাকাশে এলিয়েনদের খোঁজ চলছে।
হকিং জানিয়েছেন, ‘আমার গাণিতিক যুক্তি এলিয়েন থাকার সম্ভাবনার কথাই বলে। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলাই মানুষের জন্য ভালো হবে’ কারণ বুদ্ধিমান প্রাণী হিসেবে তারা যে গ্রহেই যাবে তাতেই দখল ও প্রভুত্ব কায়েম করতে পারে’।
তিনি আরো জানিয়েছেন, ‘এলিয়েন দেখতে কেমন হবে সেটা বের করাই প্রকৃত চ্যালেঞ্জ, কারণ বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ছবিতে প্রচলিত চেহারার বাইরে যে কোনো আকারেরই তারা হতে পারে .....
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাবিল ভাই লিন্ক টা জদি দিতেন ভালো হত……