(⋋▂⋌) আজব খবর… বাংলাদেশের সিনেমাহলে এখন থেকে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ সকালে নিউজ'টা পড়ে অবাক হয়েছি... এখন থেকে নাকি বাংলাদেশের সিনেমা হলে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে !!!

প্রায় ৪ দশক যাবৎ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রক্ষাগৃহে ভারতীয় হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করে তৎকালীন বাংলাদেশ সরকার। মূলকথা ছিল দেশীয় চলচ্চিত্র বাঁচিয়ে রাখা৷ গতকাল শনিবার থেকে উঠে গেলো সেই নীতি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন, " আমরা চলচ্চিত্র শিল্পে বড় বাণিজ্যের ছোঁয়া লাগাতে হিন্দি ছবির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি"। হিন্দি সিনেমা এদেশের প্রক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনেক দিন ধরেই মুখিয়ে ছিল এই খাতের ব্যবসায়ীরা। তারা সরকারের অনুমতির অপেক্ষায় ছিল এতোদিন। অনুমতি পাওয়ার পর পরই ব্যবসায়ীগন তাদের প্রতিক্রিয়ার জানান খুব শীঘ্রই হিন্দি ছবি শুরু হবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

এদিনে বহু সিনেমা হল মালিকগন তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে চলচ্চিত্র ব্যবসায় মন্দা থাকার কারনে।  আমাদের দেশের সিনেমাহলগুলোকে বাঁচিয়ে রাখতে এর বিকল্প কিছু হয়তো ছিল না। বাংলাদেশে ২০০০ সালে মোট সিনেমা হল ছিল ১,৬০০ টি এবং তা ২০১০ এ গিয়ে ঠেকেছে ৬০০ তে !!! আর যারা এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের কথা হলো "শুধু বাংলা সিনেমা আর ইংরেজি ভাষার হালকা-পর্ন দেখিয়ে ব্যবসা তেমন একটা হচ্ছে না 😛 😛 " আর ভালো সিনেমা খুব কম হচ্ছে তাই মানুষ সিনেমা হল বিমুখ।

অন্যদিকে হিন্দি সিনেমা হলে প্রদর্শন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীরা৷ চিত্রনায়ক এবং নব গঠিত ‘হিন্দি ছবি প্রতিরোধ' কমিটির সমন্বয়ক মাসুম পারভেজ রুবেল এই প্রসঙ্গে বলেন, ‘‘ভারতীয় ছবি আমাদের চলচ্চিত্র শিল্প এবং সংস্কৃতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে৷ এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ২৫ হাজার মানুষ কর্মহীনও হবে৷'' তিনি আরো বলেন আমরা বাণিজ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য অনুরোধ করছি৷ নতুবা, শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করবো আমরা৷

তবে ছোট্ট একটা শর্ত জুড়ে দেয়া হয়েছে... হিন্দি ছবি কিংবা দক্ষিণ এশিয়ার যেকোন চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শনের ক্ষেত্রে প্রতিটি ছবির সঙ্গে যুক্ত করতে হবে ইংরেজি ‘সাব-টাইটেল'৷

পজেটিভ দিকগুলো হলো...

  • সিনেমা হলগুলো তো ভালো হিন্দি সিনেমা প্রদর্শনের ফলে দেশীয় চলচ্চিত্রে বেশী ভালো করার তাগিদ দেবে।
  • মানুষ বড় বিনোদনের সুযোগ পাবে।
  • সিনেমা হলগুলো লাভবান হবে ফলে দেশ লাভবান হবে।
  • দেশীয় বাজে সিনেমা নির্মান বন্ধ হবে কারন তখন ভালো সিনেমা রেখে খারাপের দিকে মানুষ ঝোকবে কম।

নেগেটিভ দিকগুলো ...

  • সরকারের ভালো তৈল এটা ভারতীয় সরকারকে দেয়া 😛
  • মানুষ দেশীয় সংস্কৃত ভুলে গিয়ে তখন তাদের ফলো করার চেষ্টা করবে।
  • আমাদের চলচ্চিত্র হুমকির মুখে পড়বে।
  • চলচ্চিত্র ব্যবসা থেকে আয়কৃত অর্থের বড় অংশ পাবে ভারত।

সরকারের উচিৎ যেন ভালো সিনেমাগুলো প্রদর্শিত হয়, যেন তা অবশ্যয় শিক্ষনীয় হয় এবং আমাদের সংস্কৃতির জন্য যেন ক্ষতিকর দিক বয়ে আনে। সাথে সিনেমা হলগুলো পরিবেশ ভালো করা উচিৎ, আপনি খেয়াল করলে দেখবেন এখনো দেশের অনেক সিনেমা হলগুলোতে ২০-৩০ বছর আগের সিস্টেম চালু আছে সেদিকে পরবর্তন আনা খুব প্রয়োজন।

আপনাদের মতামত জানাতে পারেন সরকারের এই সিব্ধান্তের।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বানিজ্য মন্ত্রী যদি দুই দিন পর বলে, “রেস্টুরেন্ট ব্যবসায় মন্দা চলছে। তাই আমরা ভারতের সহযোগীতায় ড্যান্স বার, মদের দোকান খুলার চিন্তা ভাবনা করছি!!! ” আমি আর ভাবতে পারছিনা।।।।। এভাবে যদি নিজের সংস্কুতি জলাঞ্জলি দিয়ে স্রেফ ব্যবসার জন্য ভাবতে হয় তাহলে আর ইয়াবা, ফেনসিডিল ব্যবসায়ীরা কি দোষ করল? তারাও তো ব্যবসায়ী ! তার উপর হিন্দি কালচার চালু হলে আগ্রাসনের ১৬ কলা পূর্ণ হবে।।। এটা বাস্তবায়ন হলে অদূর ভবিষ্যতে বাংলার উৎসবের পরিবর্তে ঘটা করে রাখি উৎসব সহ হিন্দি ছবিতে প্রদর্শিত উৎসব পালন করা হবে।।।

বুজতে পারছিনা সরকার কেন ভারতকে এত তেল দিচ্ছে,এমনিতেই ভিডিও আর ডিস টিভি ব্যাবসাটা প্রায় হিন্দি ছবির দখলে এবার ছিনেমা হলটাও গেল আমার মনে হয় নিজের সংস্কৃতি বলে আর কিছু থাকবেনা।আবার এমনটা না হয়ে যায় হিন্দিতে আমাদের কথা বলতে হয় আল্লাহ মালুম।

    এতো দিন এ যখন হিন্দি তে কেও কথা কয় নাই তাইলে ভবিস্য তে কেও বল্বেও না।অন্তরে যার বাংলা আসে তা কি কেও কেরে নিতে পারবে।বুযতাসিনা এইখানে সবাই রাজনিতি নিয়া মাথা ফাটাই তেসে কেন।এখান কার নামের সাথে কেমন বেমানান, আমরা আসলে বদলাব না যেখানেই যাই পর চরচা থিক এ করি। আরে নিজে ভাল ত জগত ভাল। হুদাই……

    DADU
    JIBONEA KONO DIN HINDI MOVIE DEKHESEN?
    BANGLA MOVIER THEKEA HINDI MOVIER SMOSKRITI ONEK VALO.
    TAI EKEA WELCOME JANAN.
    VUT VUT DHARONA BADH DIN.

    Level 0

    youtube এ bangla movie নামে সার্চ করে দেখে নিন বাংলাসিনেমার বর্তমান অবস্থা….

আমিও আপনার সাথে একমত । মন্ত্রীর এরুপ সিদ্ধান্তের ফলে অতীত ভবিষ্যতে আমাদের দেশের জণ্য খুব খারাপ ফল বয়ে আনবে । এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না । এরুপ জ্ঞানহীন সিদ্ধান্তের ফলে আমাদের চলচ্চিত্র বাঁচিয়ে রাখা সম্ভব হবে না ।

খুবই খারাপ সংবাদ যে ভারতীয় সিনেমা এখন আমাদের দেশের সিনেমা হল গুলোতে দেখানো হবে । পাগল ও নিজের ভাল বোঝে কিন্তু আমাদের দেশের মণ্তীরা দেশের জন্য কোনটা ভাল সেটা বোঝেনা । বন্ধ কর এই ভারতীয় আগ্রাসণ ……….আমরা আমাদের স্বকীয়তা নিয়েই বাচতে চাই.

Level 0

আমাদের জন্য খারাপ হলে ও তাদের জন্য ভাল কারণ খাওয়ার আরও একটা পথ বের হল……………

    Level 0

    আবার ও ১মত না হয়ে পারলাম না
    আর হে আপনার কথাটা খুলে বললে এরকম হয়
    ধান্দা খাওয়ায় মন্ত্রিরা ভালএ ওস্তাদ

যত যুক্তিই থাকুক এখানে আমি দ্বিমত পোষন করব ……. কারণ, ক্যামেরার পেছনে বসে কত তরুন স্বপ্ন দেখে, এই ব্যাপারে ফারুক কানের অভিজ্ঞতা নেই ……….. আমাদের ছেলেরা যত ভালো সিনেমাই বানাক সেটা পরিপূর্নতা পাবে না আর …… কারণ হিন্দী সিনেমার ভূত গ্রামে গ্রামে সাওয়ার হয়ে যাবে।

ধীক্কার

Level 0

হিন্দী সিনেমা গুলো বাংলাদেশী সিনেমা হলে প্রদর্শন করার ক্ষেত্রে কিছু নীতিমালা থাকা দরকার যেমন সপ্তাহে ১ট কিংবা ২টা ছবি প্রদর্শন করা যেটা পারে.

Level 0

ভাই,এটা স্বাভাবিক, করণ এই সরকার আম করব পরে অন্য সরকার আমকে জাম বানাবে।
জনগন কি করার আছে………..।

    আপনি আম রে জাম ভাবলেই ত আম জাম হবে না,আম আম ই থাকবে চিরকাল।সরকার আমাদের কি দিল দেখে লাভ নাই আমি নিজে আমার দেশের জন্য কি করলাম তা আমাকে ভাবতে হবে ঠিক আপ্নিও নিজে দেশের জন্য কি করলেন তা একবার ভাবুন, বুকে হাত দিয়ে বলেন ত আপনি কনোদিন দেশ ও দশের কনো ক্ষতি করেন নি।আম থাকুক গাছে আমি আপনি হুদাই চিন্তা করে আমের কন লাভ ক্ষতি করতে পারব না।পারলে দুইটা ভাল কাজ করেন যা আমাদের সবার কাজে লাগে। ভাই আমার কথা তিতা লাগতে পারে but নিম যেমন তিতা কিন্তু কাজের আমার কথা তেমন না হইলে কিছুটা কাজের।মাইন্ড কইরেন না প্লিজ। ভাল থাকবেন

Level 0

(বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন) দেশের ১৮ কোটি জনগন সব আমার মায়ের জামাই আর বোনের জামাই। আমি দেশকে, দেশের নিয়ম কানুন কে, যা ইচ্ছে তাই করবো।
তোদের কি ? বল, বল, বল,

Level 0

F.Khan akta DMC…………… actually IMC…. ore next a alakar KCKh banabe DB People.. Aisob Baje Kajer Protibad kora uchit.. Kothai amader farooki, Kazi hayat, Sjhakib … aro jara Cholochitrer sathe Sogslishto… Kick Out Hindi Movie..

desh pora digital vanaia charvo. Positive/Neageative aposonskrity aposonskrity aposonskrity….

all over the world showing indian movie on their cinema hall. why Bangladesh not.

    আপনার সাথে আমিও একমত

    ঠিক বলেছেন… বিশ্বের অনেক দেশে হিন্দি সিনেমা দেখানো হয়… কিন্তু আমাদের দেশের চলচ্চিত্রকে বাচাতে যে প্রথা চালু করেছিল… তা আজ কতটা সাথর্ক ❓

hasia love india…. bcz she gets lots of money for selection… (election), Pakistan could invest more to khaleda… so be cool till AL period.

প্রায় ৪ দশক যাবৎ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রক্ষাগৃহে ভারতীয় হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করে তৎকালীন বাংলাদেশ সরকার। মূলকথা ছিল দেশীয় চলচ্চিত্র বাঁচিয়ে রাখা৷… … এদিনে বহু সিনেমা হল মালিকগন তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে চলচ্চিত্র ব্যবসায় মন্দা থাকার কারনে। আমাদের দেশের সিনেমাহলগুলোকে বাঁচিয়ে রাখতে এর বিকল্প কিছু হয়তো ছিল না। বাংলাদেশে ২০০০ সালে মোট সিনেমা হল ছিল ১,৬০০ টি এবং তা ২০১০ এ গিয়ে ঠেকেছে ৬০০ তে !!!
—— ভারতীয় সিনেমা নিষিদ্ধ থাকাকালীন এই তো আমাদের দেশের চলচ্চিত্রের উন্নতির নমুনা!!!!!
তাহলে ভারতীয় সিনেমা প্রদর্শিত হলে অসুবিধাটা কোথায়? ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রদর্শন কি বন্ধ করা গেছে???

“প্রায় ৪ দশক যাবৎ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রক্ষাগৃহে ভারতীয় হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করে তৎকালীন বাংলাদেশ সরকার। মূলকথা ছিল দেশীয় চলচ্চিত্র বাঁচিয়ে রাখা৷… … এদিনে বহু সিনেমা হল মালিকগন তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে চলচ্চিত্র ব্যবসায় মন্দা থাকার কারনে। আমাদের দেশের সিনেমাহলগুলোকে বাঁচিয়ে রাখতে এর বিকল্প কিছু হয়তো ছিল না। বাংলাদেশে ২০০০ সালে মোট সিনেমা হল ছিল ১,৬০০ টি এবং তা ২০১০ এ গিয়ে ঠেকেছে ৬০০ তে !!!”

—— ভারতীয় সিনেমা নিষিদ্ধ থাকাকালীন এই তো আমাদের দেশের চলচ্চিত্রের উন্নতির নমুনা!!!!!
তাহলে ভারতীয় সিনেমা প্রদর্শিত হলে অসুবিধাটা কোথায়? ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রদর্শন কি বন্ধ করা গেছে??

Lots of Hindi channels on dish network also lots of Bangladeshi channels too. quality same. i watch Bangladeshi channel most of time.
so we can think after coming indian movie in BD. our film industry will become better day by day.

সালাম সবাই কে , ধুন্দা লাগসিলো আমারো।কিন্তু পরে ভাইবা দেখলাম ঠিক ই আসে।আমাদের চিত্রশিল্পি এবং এই শিল্পের সাথে যারা আছেন তারা ভাল পৃথিবির অন্নান সব দেশের সাথে পাল্লা দিতে জেগে উঠবে, অনেক দিন তো হল আর নয়,আমি মনে মনে কত দিন ছবি বানাইসি যা কিনা অস্কার পাওার মত BUT কস্টো হইলেও সত্যি ঘুম ভাংতেই সব সেশ ,এই খানে এত দিন আমি সবাইকে খুব বুদ্ধিমান ও বুদ্ধিমতি মনে করসিলাম but সব দেহি ভুয়া মাথায় কিসসু নাই,আজাইরা পাচাল পারতেসে মনে হইতে সে দেশের কত উন্নতি করসেন আপ্নারা । আরে ভাই ভালা হইতে পয়সা লাগে না নিজে ভাল থাকেন দেখবেন সব ভালা।আমাদের কোনো সরকার ই ভাল না। তারা আমাদের জন্য কন দিন কিচ্চছুই করে না যা করে তাহা শুধুই নিজেদের জন্নে।পারলে ভাল মানের ছবি বানাই দেহান। কিসু ভাইজান রে দেখলাম মডাড় রে কইসে এই ID টা ডিলিট করতে।কেন ভাইজানেরা আপনার কথা কওয়ার অধিকার তার নাই খারাপ ভাল যা কইব আওনি খারাপ কাম না করলেই ত হয় ।বাংলা তে একটা কথা আসে(-নিজের চরকায় তেল দাও-) মনে হয় বাংগালি শব গুলায়া খাইসে।জানি না আমার এই কথা গুলি কত খন থাকে, কে যে কয় মডু ভাই এরে বাইর করেন। আমাগ রুবেল ভাই সোহেল ভাই উজ্জল ভাই উনাগ আমার কথাডা পারলে পউছাইয়া দিয়েন।মোটা মোটা নাইকা নকল বাজ নায়ক দিয়া ছবি না বানাইয়া ভাল শিল্পি দিয়া বানায়। হা লাস্ট কথা বাংলাদেশ এর অভিনেতা ভাষা শুনলে খুব কস্ট হয় ।এরা নাকি সেই দেশে মানুস যারা নাকি প্রান দিসে ভাষার জন্ন।

    ভাইজান আপনি মনে হয় “জয়” নামের আইডি টা দেখেন নি দেখলে ID ডিলিট প্রসঙ্গটা তুললেন না… সে প্রতি পোষ্টে তার ব্লগের লিঙ্ক দেয়.. এটা সম্পূর্ন নীতি বিরোধী… প্রতি পোষ্টে শুধু তার লিঙ্ক ❗ ❗ সে যদি তার মতামত প্রকাশ করতো (সেটা ভাল/মন্দ যাই হোক) তবে সমস্যা ছিল না… তাই ID টা ডিলিট করার জন্য বলা হয়েছে… আশা করি এবার বুঝতে পেরেছেন প্রকৃত ঘটনা’টি কি ❓

এখানে যারা ইন্ডিয়ান ছবির বিরুদ্ধে গুনগান গাইলেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা হিন্দি, ইংরেজী ছবি দেখেননা শুধ বাংলা ছবি দেখেন? বা ছিনেমা হলে গিয়ে ছবি দেখেন? আমার বিশ্বাস কেউ পারবেননা। কারন সবাই বাসায় বসে ঐসব ছবিই গেলেন।কিন্তু গরিব সাধারন লোকদের বেলাই সব বিধি নিষেধ। এটা ঠিকনা, আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আর সব কিছুতেই রাজনীতি যোগ করা এটা আমাদের রক্তে মিশে গেছে এটাও পরিবর্তন করতে হবে।
ভাল মানের হিন্দি বা ইংরেজী ছবি যদি আমাদের হলগুলোতে প্রদর্শিত হয় তবে তাতে করে আমাদের দর্শক অনেক কিছু শিখতে পারবে, তারা হল মুখী হবে, হলগুলো টিকে থাকতে পারবে এবং আমাদের চলচিত্র শিল্প আরো আগ্রহী হবে ভালো ছবি নির্মানে।

ভাবুন এর সাথে রাজনীতি যোগ না করে দেশ কিভাবে এগিয়ে যাবে সেটা ভাবুন…………..

    মামুন ভাই……….. ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য 🙂

🙂 বাংলাদেশে এই মুহুর্তে যতোগুলি বিদেশি পণ্য বিক্রি হয় সেইসবের বিরুদ্ধে কেউ কিছু বলেন না কেন? ভারতের বিরোধিতা যারা করেন, তারাও চুপিসারে ভিসা নিয়ে পাড়ি দেন ভারতে, পরে দেশে ফিরে মুখরক্ষার খাতিরে কিছুটা বিরোধ প্রদর্শন করেন। চারপাশে এই চলছে। আমি বিশ্বাস করিনা অন্য কোনো দেশের কারনে বাংলাদেশের ক্ষতি হবে, ক্ষতি হলে সেটা নিজেদের দোষেই হবে। খারাপটা বাদ দিয়ে ভালোটা নিলে কখনোই ক্ষতি হবেনা। তাছাড়া, এমনিতেই তো সব স্টোরে ভারতীয় সিনেমার ডিভিডি বিক্রি হচ্ছে, দেশের জনগন বিপুল পরিমানে কিনে দেখছে। একথা তো অস্বীকার করা যাবেনা? টেকটিউনস ঘাঁটলেও এমন প্রচুর টিউন বেরিয়ে পড়বে যেখানে শ’য়ে শ’য়ে হিন্দী সিনেমার ডাউনলোডের সাইটের তালিকা আছে। সরকার এই ব্যান তুলে দিয়ে ডিভিডি ব্যবসায়ীদের লাভের ভাগ সিনেমাহল মালিকদেরকেও কিছুটা দিলো। দেশের মানুষ আগেও হিন্দি সিনেমা দেখছিলো, এখনও দেখবে। আপনাদের অনেকের জন্মের আগে থেকে এই ব্যান চলছে, আপনারাই বলুন, জীবনে একটিও হিন্দি সিনেমা দেখেননি আপনারা? তখন মাথা খারাপ হয়নি? আজকে ব্যান সরে যাওয়াতে মাথা খারাপ হচ্ছে নাকি?

আমার মতামত, এইসব ব্যান আরোপ করে বাংলাদেশের উন্নতি হবেনা, বরং অন্যদের থেকে সরে থাকতে হবে একলা। প্রচুর বিদেশি জিনিস আমাদের দেশে বিক্রি হয়, কতোজনকে ব্যান করা হবে? এইসব করতে গেলে দেখা যাবে যে একদিন আমরা একলা একঘরে করে ফেলেছি নিজেদেরকে। তারাও আমাদের পণ্যের উপরে ব্যান বসাবে। সেটা কি ভালো লাগবে আমাদের? আমাদেরকে উন্নতি করতে হবে আমাদের নিজেদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে, নিজেদের ক্ষমতায়। ব্যান বসিয়ে নিজেদেরকে প্রতিযোগিতা থেকে সরিয়ে ফেলা উচিত হবেনা। প্রতিযোগিতার বাজারে টিঁকে থাকতে জানতে হবে।

    Level 0

    সহমত….
    তবে খারাপ লাগে ভারতে বাংলাদেশের কোন স্যাটেলাইট চ্যানেল দেখানো হয় না ….
    আর প্রতি বছর বি.এস.এফ. প্রচুর সাধারন বাঙ্গালী হত্যা করে…..

    রিয়া আপু… আসলে এইসব বৈষম্য, আইনকানুন সৃষ্টি করে কোন লাভ নেই… বাংলাদেশের প্রক্ষেগৃহে সিনেমা প্রদর্শিত হলেও মানুষ হিন্দি সিনেমা দেখবে… প্রদর্শিত না হলেও মানুষ দেথবে… ❗ আর আমাদের দেশে ইন্ডিয়ান সিনেমা বন্ধের কারনের হয়তো সেখানে বাংলাদেশী টিভি চ্যানেল বন্ধ… কিন্তু বিপরীতে দেখুন আমাদের দেশে স্যাটেলাইট চ্যানেল চালু করলেই সব হিন্দি চ্যানেলের মেলা…. এসব আর কত ❓ হিন্দি চ্যানেল, ডিভিডি/সিডি যদি আমাদের দেশে চলতে পারে তবে সিনেমা হলে সিনেমা চললে.. খুব কি সমস্যা ❓ বর্তমানে আমাদের চলচ্চিত্র নিয়ে গর্ব করার আর কিছুই নেই নোংরামিতে একাকার… পৃথিবীর অন্যান্য দেশেও তো হিন্দি সিনেমা চলছে তাই বলে কি সেসব দেশের ফ্লিম ইন্ডাষ্টি লস হচ্ছে… আমি মনে করি ভাল ভারতীয় সিনেমা হলে প্রদর্শিত হলে… আমাদের চলচ্চিত্রেও ভালো করার তাগিদ দেবে… বর্তমানের তুলনায় দেশী সিনেমা অর্ধেক হোক তাতে সমস্যা নেই… কিন্তু যেন মান সম্মত হয় 🙂 শুধু ভারতীয় কেন ভাল ইংরেজী মুভিগুলোও হলে চলা প্রয়োজন… 🙂

    @sohel: আমি সত্যি খুব মিস করি, ভারতে যদি বাংলাদেশের চ্যানেল দেখাতো তাহলে খুব ভালো হতো। দেখার জন্য অনেক চাহিদা আছে, তবে কেন যে দেখায়না আমি বুঝিনা। আমি নিজেই কথা বলেছি অনেক কেবল্‌ অপেরেটারের সাথে। কিছুদিনের জন্য দিয়েছিলো, পরে আবার তুলে নিয়েছে, কারন বলেনি আমাকে।

Level 0

বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমা প্রদর্শিত হলে খুব একটা মন্দ হবে না । তবে একটা নিয়ম এর মদ্ধে থেকে ??????

Level 0

বাংলাদেশ ছবি বানায় (ইমপ্রেস টেলিফিল্ম ও কয়েকজন গুনি পরিচালক ছাড়া) রিকশাওয়ালাদের জন্য, আর ভারত ছবি বানায় ওয়ার্ল্ডের জন্য ,
ভারতের সামাজিক ছবিগুলো এখানে মুক্তি দিলে বাংলাদেশই লাভবান হবে, তবে খেয়াল রাখতে হবে মহেশ ভ্যাট এর মত পরিচালকের ছবি যেন মুক্তি না পায়

    @sohel: ভাই সারা বিশ্বের কমার্শিয়াল ছবির মুল থিমটা কিন্তু এক……এজন্যই গ্রিন ল্যান্টার্নে রায়ান রেনল্ডকে তার বন্ধু বলেছিল “dont they always get the girl” আর আমাদের দেশে হয় মূলত রোমান্টিক কমেডি জেনারের ছবি এগুলা হলিউড / বলিউড / টালিউড বা আমাদের ঢালিউড সবখানেই এক

এই লোকের আইডি টা ব্যান করা উচিত টেকটিউন কর্তৃপক্ষর।

আজব কথা নাই বার্তা নাই…. শুধু লিঙ্ক পেস্ট করা ❗ ❗ ❗ ❗

আমি বুঝলাম না টেকটেউনসে মডারেটরের কাজ টা কি? নতুন সাব-মডারেটর নির্বাচিত হলো তাদেরও কাজকর্মও চোখে পড়ছে না…
এতো উদাসীন হলে কি হবে ❓ ❓ ❓ যার যা খুশী তাই করে যাচ্ছে বলার কেউ নেই… টেকটিউনস কে আরো স্বক্রীয় হতে হবে… তার না হলে পরবর্তীতে ফাজলামোর আড্ডা খানায় পরিনত হবে টেকটিউনস্…

প্লিজ জগো উঠুন মডু’গন… তার কত ঘুমাবেন 😛 😉 😆

মডুরা কি নাকে তৈল দিয়া ঘুমাইতাছেন নাকি? ৭ × ২৪ ঘন্টা কোথায় গেল। আজকের রিসেন্ট কমেন্টস গুলো কি দেখছেন না? কি শুরু হলো টেকটিউন্সে?

সোহেল ভাই… মনে হয় বিরক্তিকর আইডি’টা আর নেই…. ইন্নালি… 😆
Thnx Modu 😀

” তার না হলে পরবর্তীতে ফাজলামোর আড্ডা খানায় পরিনত হবে টেকটিউনস”

ঠিক ঠিক

হুমমম সাম্য ঠিক ঠিক ……………….. 😉