জাতীয় দৈনিকে ব্লগার মেহেদী ভাইয়ের লেখা। কংগ্রাটস মেহেদী ভাই!!!!!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজকের দৈনিক সমকাল পত্রিকায় আমাদের জনপ্রিয় ব্লগার এসএম মেহেদী হাসান ভাইয়ের একটা সুন্দর লেখা ছাপা হয়েছে। লেখাটা ব্লগারদের সাথে শেয়ার করার জন্য কপি পেস্ট করলাম!!!!!!!!!!!! কংগ্রাটস মেহেদী ভাই (মেহেদী.কম.বিডি)

নিজের হোক একটা ব্লগ
এসএম মেহেদী হাসান
প্রযুক্তির এ যুগে কমিউনিটি ব্লগে লেখার পাশাপাশি খুলতে পারেন নিজস্ব একটা ব্লগসাইটও। বিনামূল্যে এবং ডোমেইন হোস্টিং কিনে উভয়ভাবেই ব্লগ তৈরি করা যায়। ব্লগ লেখার প্রথম পর্যায়ে হলে বিনামূল্যে তৈরি করে দেখতে পারেন নিজস্ব ব্লগ সাইট। ভালো মানের ব্লগ তৈরি করতে হলে নিজস্ব ডোমেইন এবং হোস্টিং থাকাই ভালো।

বিনা খরচায় নিজের ওয়েব : বিনামূল্যে যারা নিজস্ব ব্লগ খুলতে চান তাদের জন্য সবচেয়ে ভালো প্লাটফর্ম ব্লগার ডটকম। সাইটটি একেবারেই বিনামূল্যে নিজস্ব সাব-ডোমেইন এবং হোস্টিং প্রদান করে। ব্লগিং সেবাটি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের। তাই জিমেইলে অ্যাকাউন্ট থাকলেই নিজের নামে সহজেই ব্লগসাইট খোলা যায়। ব্লগ খোলার জন্য প্রথমে ব্লগার ডটকম [www.blogger.com] সাইটে গিয়ে ক্রিয়েট এ ব্লগে ক্লিক করতে হবে। নিবন্ধন ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। এরপর মেইল ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করা যাবে এবং ব্লগে লেখালেখি ও ছবি যুক্ত করা যাবে। এ সেবার আওতায় ব্লগ তৈরি করলে নিজের ব্লগের ঠিকানা হবে এ রকম : http://www.yourname.blogspot.com
ওয়ার্ডপ্রেস ব্লগিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। ব্লগিং প্লাটফর্ম তৈরির পাশাপাশি এ প্রতিষ্ঠানটি বিনামূল্যে ব্লগসাইট খোলার সুবিধা দিয়ে থাকে। এ সেবার অধীনে সাব-ডোমেইন এবং বিনামূল্যে হোস্টিং সেবা পাওয়া যায়। এজন্য প্রথমে ওয়ার্ডপ্রেস [www.wordpress.com] সাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কোনো রকম প্রোগ্রামিং কোড না জেনেও এখানে সহজেই বিনামূল্যের নিজস্ব ব্লগসাইট খোলা যায়। ওয়ার্ডপ্রেসে ব্লগ তৈরি করলে ব্লগের ঠিকানা হবে এ রকম : http://www.yourname.wordpress.com.
নিজস্ব ডোমেইন : চাইলে বিনামূল্যের সাব-ডোমেইন ব্যবহার না করে নিজস্ব ডোমেইনেই তৈরি করতে পারেন আপনার ব্লগসাইট। নিজের ডোমেইনে ব্লগ ঠিকানা হবে এ রকম http://www.yourname.com. আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ৫০০ থেকে ৮০০ টাকায় ডোমেইন বিক্রি করে থাকে। নিজ ডোমেইন নিয়ে প্রয়োজনে বিনামূল্যের হোস্টিং সেবা ব্যবহার করতে পারেন। যারা কোডিংয়ের ঝামেলায় জড়াতে না চান তারা ব্যবহার করতে পারেন ব্লগার ডটকমের হোস্টিং। নিজস্ব ডোমেইন এবং বিনামূল্যের হোস্টিংয়ে আপনি বছরে মাত্র ৫০০ থেকে ৮০০ টাকায় এক বছর ব্লগ চালাতে পারেন।
নিজ ডোমেইন এবং হোস্টিং : নিজ নামে ডোমেইন কিনে এবং নিজস্ব হোস্টিং ব্যবহার করেও তৈরি করা যায় ব্লগসাইট। ডোমেইন এবং হোস্টিং মিলিয়ে ব্যক্তিগত ব্লগের ক্ষেত্রে প্রতি বছর ১৫০০ থেকে ৫ হাজার টাকা খরচ হতে পারে। আমাদের দেশে বিডিওয়েবসলিউশন এবং হোস্টিংহেলপটোয়েন্টিফোরসহ বেশকিছু প্রতিষ্ঠান প্রফেশনাল ব্লগ ডেভেলপ করে থাকে। আর স্বল্প খরচে এখান থেকে নিজের পছন্দমতো ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। লিখতে পারেন ব্লগ।

 

http://www.samakal.com.bd/details.php?news=35&action=main&menu_type=&option=single&news_id=61241&pub_no=316&type=

Level 0

আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ কবির ভাই আপনাকে লেখাটা শেয়ার করার জন্য।
এবং ধন্যবাদ মেহেদী ভাইকে।

    আমাকে ধন্যবাদ দেয়ার কি আছে? বরং মেহেদী ভাইকে কংগ্রাচুলেট করুন….!!!!!

ধন্যবাদ আল-আমিন ভাই, সব আপনার অবদান । আমনার অনুপ্রেরনাতেই এই লিখা 🙂