ফেসবুক
তানজিমুল কবির রায়হান
আজকাল দিনের প্রায় সময় ফেসবুকে থাকি
অযথায় নষ্ট করি সময়,
এভাবেই নাকি সামাজিকতা রক্ষা করতে হয়!
আজকাল বাচ্চাগুলোর কাছে
স্মার্ট ফোন যেন খেলনা,
যাদের কিনা লেখা পড়ার বয়স
তারাই করছে সামাজিকতা রক্ষা।
ক্লাসের ভাল ছেলেটাও ক্লাসে বসে
স্ট্যাটাস দেয়, ক্লাস ভাল্লাগে না
অথছ কেউ কাউকে চেনে না,
কেউ কার খবর ও রাখে না।
কি দিন যেন এল
সবায় কেমন সামাজিক হয়ে গেল,
এভাবে যদি চলতে থাকে প্রযুক্তির দুর্ব্যবহার ,
প্রাকৃতিক বলে থাকবেনা কিছু ,
জয় হবে কৃত্রিমতার।
আমি Tanjimul Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর কবিতা !