নতুন কে হাই বলুন, পুরনো কে বায় বলুন (এডবি ফটোসপ ৫ এবং নর্টন এনটি ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি ২০১১)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

adobe

আজ কয়েক দিন ধরেই ভাবছি টিউনটি করব কিন্তু বেটা মোস্তফা জাব্বার এর জন্য করতে পারছিলাম না। নাম একবার পরেই দেখুন কি পেছ, লিখতেও কষ্ট হয়। পুরো ব্লগ সে একাই ব্লক করে আছে সাবার মাথাটা দিয়েছে খারাপ করে (আমাও)। তাই ঐগুলো পড়লাম আর আস্তে আস্তে এই টিউনটি রেডি করলাম। আসলেই ঐদিন মামুন ভাইয়ের টিউনে জানতে পারলাম যে এডবি ফটোসপ ৫ আসতেছে কিন্তু কবে আসবে কি খবর কিছুই জানতে পারলাম না। তার পর থেকেই আমার মাথাটা নষ্ট হয়েছে ঐ সফট এর জন্য তাই ডাউনলোড লিংক খুছছিলাম এবং পেয়েও গেলাম। লিংক পাওয়ার সাথে সাথে আমার সাইটে তা ছেড়ে দিলাম আপনাদের জন্য আর তাই দেরী না করে ডাউনলোড করে নিন এখনি।এখানে আপনি এডবি ফটোসপ ৫ এবং নর্টন এনটি ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি ২০১১ পাবেন(ট্রায়াল)
adobe2

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে
নতুনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য

এডবি ফটোশপ ৫ নকি সিএস ৫ হবে?
কারণ আমার জানা মতে এডবি ফটোশপ ৫ ২০০০ সালের আগে বের হয়েছে।

    আমি দুঃখিত ভাই, আসলে সিএস৫ হবে। খুব আনন্দের মাজে টিউনটি করেছি তো তাই।

আচ্ছা ভাইয়া একটা কাজ করো তুমিতো ফটোশপ সিএস ৫ ডাউনলোড করেছো দেখোতে এতে ইউনিকোড সাপোর্ট করে কিনা।অভ্র দিয়ে সরাসরি বাংলা লিখতে পারো কিনা।?আমাকে একটু জানাও তাড়াতাড়ি

    মামুন ভাই CS2 থেকেই তো Unicode Support করে। এখন CS4 এ Try করলাম। কাজ করতাছে……..

    না ফাসিক এগুলোতে ইউনিকোড সাপোর্ট করেনা ।তুমি কি বিজয় ব্যবহার করো??তাহলে হবে কারন ফটোশপ আসকি সাপোর্ট করে আর বিজয়ে আসকি সাপোর্ট আছে।

    @সাব মামুন, আসলে middle eastern এডিশন এ সিএস ২ থেকেই অভ্র কাজ করে।

    তাহলে আজকেই মক্কা মদিনা ভার্সন নামাইতে হয়

    জি ভাই সাপোর্ট করতেছে আমি এই মাত্র ইউস করলাম।

ভাই আপনারা কেউ আমাকে কি ADOBE PHOTOSHOP CS5 ডাউলোড করে কুরিয়ার পাঠিইয়ে দিতে পারবেন। পারলে আমি খুব খশি হব…………………………..।।
আমার মোবাইল নাম্বার ঃ ০১৭১০৯৯৯৬৭২ যে দিবে তাকে আমি খরছ দিয়ে দিব ( প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ)

    ২৪-০৪-২০১০ (আজ) ইন্টারনেট ব্যাবহার করার কারন আমার মোবাইল টা বন্ধ আছে। কাল থেকে অবসসই চালু থাকবে।

    ভাই কোনটা? পোর্টেবল নাকি ফুল ভার্সন?

Level 0

full version hole mana jeto