আজ কয়েক দিন ধরেই ভাবছি টিউনটি করব কিন্তু বেটা মোস্তফা জাব্বার এর জন্য করতে পারছিলাম না। নাম একবার পরেই দেখুন কি পেছ, লিখতেও কষ্ট হয়। পুরো ব্লগ সে একাই ব্লক করে আছে সাবার মাথাটা দিয়েছে খারাপ করে (আমাও)। তাই ঐগুলো পড়লাম আর আস্তে আস্তে এই টিউনটি রেডি করলাম। আসলেই ঐদিন মামুন ভাইয়ের টিউনে জানতে পারলাম যে এডবি ফটোসপ ৫ আসতেছে কিন্তু কবে আসবে কি খবর কিছুই জানতে পারলাম না। তার পর থেকেই আমার মাথাটা নষ্ট হয়েছে ঐ সফট এর জন্য তাই ডাউনলোড লিংক খুছছিলাম এবং পেয়েও গেলাম। লিংক পাওয়ার সাথে সাথে আমার সাইটে তা ছেড়ে দিলাম আপনাদের জন্য আর তাই দেরী না করে ডাউনলোড করে নিন এখনি।এখানে আপনি এডবি ফটোসপ ৫ এবং নর্টন এনটি ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি ২০১১ পাবেন(ট্রায়াল)
আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে
নতুনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য