ঈদুল ফিতরের দিন ১৩টি সুন্নত ( আসুন সবাই পালন করতে চেষ্টা করি )

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ঈদের চাঁদ দেখা গেছে, আগামীকাল শুক্রবার ঈদ।  সকলকে জানাই...  ঈদ মোবারক।

ঈদুল ফিতরের দিন ১৩টি সুন্নত ( আসুন সবাই পালন করতে চেষ্টা করি )
১। ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।
২। মেস্ওয়াক করা।
৩। গোসল করা।
৪। যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা।
৫। শরীয়ত-সম্মত সাজসজ্জা করা।
৬। খুশবু লাগানো।
৭। ঈদগাহ যাওয়ার পূর্বে কোন মিষ্টি-দ্রব্য খেয়ে নেওয়া।
৮। আগে আগে ঈদগাহে যাওয়
৯। ঈদগাহ যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির (ফেতরা) না দিয়ে থাকলে দিয়ে যাওয়া।
১০। ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া। বিনা ওযরে ঈদের নামায মসজিদে না পড়া।
১১। পায়ে হেঁটে ঈদগাহে যা
১২। যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে পড়তে পড়তে “আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, লা- ইলাহা ইল্লালাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
১৩। এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্ত করা।

আসুন ঈদের এই খুশি সবাই ভাগাভাগি করে নিই, ভেদাভেদ ভুলে যাই ।

(ঈদ নিয়ে আসুক আপনার জীবনে পরিবর্তনের ছোঁয়া )

প্রথম প্রকাশ এখানে
আজ এই পর্যন্ত

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাযাকাল্লাহ খায়ের ।

প্রতি ঈদেই সুন্নতগুলো পালন করি। আপনাকে ধন্যবাদ সাথে ঈদ মোবারক।

ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

ঈদ মোবারক

ঈদ মোবারক ভাই।