এইচ এস সি ও সমমানের পরীক্ষা-২০১৩ এর রেজাল্ট আগে আগে পেতে চান??

টিউন বিভাগ খবর
প্রকাশিত

২০১৩ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার (০৩ আগষ্ট,২০১৩) প্রকাশিত হবে। আমরা সবাই চাই আগে আগে ফল পেতে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেটের যে গতি প্রায়শ দেখা যায় রেজাল্টের দিন শিক্ষা বোডের ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। তাই আমরা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে পারি। আসুন আমরা এবার দেখি কিভাবে আগে আগে পরীক্ষার ফল পেতে পারি।

গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।

কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ

[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd

উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে [email protected] এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828

উল্লেখ্য,  http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php এখানে ক্লিক করে সারা দেশের সব প্রতিষ্ঠানের EIIN নাম্বার বিভাগ ভিত্তিক ডাউনলোড করা যাবে।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

প্রথমে http://mail.educationboard.gov.bd/web/ এই ঠিকানায় যান। তারপর Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন। উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা বের হবে। এরপর CTRL + S চেপে পাতাটি সেভ করুন অথবা Print রেজাল্ট এ ক্লিক করে প্রিন্ট করুন কিংবা Save as PDF করুন।

বিদ্রঃ কোন প্রতিষ্ঠান যদি তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তাহলে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন না। এই ট্রিকসটি শুধু সেইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজ করবে যাদের প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক তাদের পাসওয়ার্ড পরিবর্তন করেন নাই। তাই কেউ কেউ রেজাল্ট এই পদ্ধতিতে নাও পেতে পারেন !

মোবাইলের মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ

HSC (স্পেস) first 3 latter of your board name(স্পেস)Roll No (স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ

ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ

HSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ

Reg (স্পেস) HSC(স্পেস) first 3 latter of your Board Name(স্পেস)your Roll Number 2013

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।

>>MM<<

Level New

আমি jojo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের সাথে পদ্ধতিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ, দারুন শেয়ার। তবে কিছু কিছু কলেজের আইডিতে ডুকতে পারছি না । যেমন কমার্স কলেজ । দয়া করে এর কোন সমাধান থাকলে জানান ।

    Level New

    @ক্যাপ্টেন নিমো: নিমো ভাই ঢুকবে তো। যদি না ঢুকে তবে মনে হয় ঐ কলেজের পাসওয়াড চেঞ্জ করা আছে।

Level 0

Kaj kore na

    Level New

    @Anwar: আপনি চেষ্টা করেন ১০০% কাজ হবে।

Level 0

100% kore Bro apni mone hoi paren nai @Anwar vai

Thank you !
Jojo BRO

Level 0

vi ami EIIN Pdf download korsi comilla Victoriya college er EIIN nisi tarpor login korte gesi apnar niome tokhon [email protected]…… password EIIN Number dia bole email or password incorrect ki korbo vi ? please Help

    Level New

    @mdshishir: পাসওয়াড চেঞ্জ করা আছে। অন্য কলেজের জন্য চেষ্ট করেন।

আপনার পদ্ধতি হয়ত সঠিক…কিন্তু কাজ করছে না। বোর্ড এই পাসওয়ার্ড হয়ত ডিফল্টভাবে দিয়ে রেখেছে এবং সবাইকে চেঞ্জ করে বলে থাকতে পারে।

আপনার টিউনে দেখানো পাসওয়ার্ড দিয়ে পর্যন্ত কাজ হচ্ছে না। আপনি কি এমন কোন আইডি আর পাসওয়ার্ড টেস্ট করে দিতে পারবেন যেটা কাজ করে?

Level 0

Kaj hoyse

Thanks A Lot. :p

Level 0

Vi apnara jara sofol hoise ektu bolenna kivabe korsen ?

ভাই, আপনার টিউনটির জন্য অনেক ধন্যবাদ।
আপনার পদ্ধতি কাজ করেছে।
কিন্তু একটা প্রশ্ন এসেছে, শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মেইল আইডির কোন নিরাপত্তা/ গোপনীয়তা থাকল না।

Log in korci bt Education board result dey nai. kokhon dibe ? Janan Bhi Please. Kew result pae takle ekto janan bhi.

    Level New

    @Galib Chowdhury: আগামীকাল সকাল ১০.৩০ এর পর থেকে রেজাল্ট পাবেন।

EIN নাম্বার দিয়ে লগিন করে রেজাল্ট দেখার নিয়মটা জটিল দিছেন। ধন্যবাদ। আমার সাইট থেকেও এইচএসসি রেজাল্ট দেখা যাবে। চেষ্টা করে দেখতে পারেন। http://www.firoz.me/p/jsc-ssc-hsc-and-all-diploma-results.html

ssc xm ar somoy k jani tune korsilo..tar web a agei deka jeto, iat.bd/sscresult2013.arokom web silo…sei vai ta koi??

রেজাল্টের জন্যে এই লিঙ্ক চেক করতে পারেন। এখানে রেজাল্টের একাধিক সাইট লিঙ্ক ও মোবাইলে রেজাল্ট পাবার সিস্টেম উল্লেখ করা আছে।
লিঙ্কঃ https://www.facebook.com/Eto.lul.paina.kul
অথবা https://www.facebook.com/photo.php?fbid=160387007483834&set=a.159773604211841.1073741829.144284822427386&type=1

এখান থেকে জানতে পারবেন http://www.bookbd.net/2013/07/hsc-result-2013-will-be-on-1st-august.html

সুন্দর ও কার্যকরী পোষ্ট (শুধুমাত্র অসতর্ক প্রতিষ্ঠানের জন্য)। ধন্যবাদ।

পাসওয়ার্ড দিয়ে কলেজের ই-মেইললে লগিন করা যাচ্ছে। কিন্তু একই পাসওয়ার্ড রেজাল্ট পাওয়ার জন্য দিলে ২০১২ সালের রেজাল্ট দেখায়। প্লিজ সাহায্য করুন ভাই………. কেউ কি রেজাল্ট পাইছেন ? প্লিজ জানান।

    Level New

    @Galib Chowdhury: আগামীকাল সকাল ১০.৩০ এর পর থেকে ২০১৩ সালের রেজাল্ট পাবেন।

      @jojo: ভাই কই রেজাল্ট ত পাইলাম না ১০.৩০ এ

Level 0

ভাই মেইল এড্রেস এর ব্যাপার তা বুজলাম না । কোন শিক্ষা প্রতিষ্ঠান এর মেইল এড্রেস কিভাবে পাব একটু বুঝিয়ে বলবেন ?

    Level New

    @Repon13: প্রথমে আপনি http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php এখান থেকে আপনার জেলার সব প্রতিষ্ঠানের আইডি ও পাসওয়াড download করেন তার পর আপনার কলেজের EIIN নম্বর টা দেখে নেন। এবার http://mail.educationboard.gov.bd/web/ এখানে প্রবেশ করেন তার পর Email Address এর ঘরে লেখেন তারপর Password এর ঘরে আনার কলেজের EIIN লেখেন তারপর Login এ ক্লিক করেন।

      Level 0

      @jojo: ভাই প্রতিষ্ঠানের ইমেইল ও তার পাসওয়ার্ড বের করার পদ্ধতি বলে ঠিক করেন নাই। প্রাইভেসি বলে একটা শব্দ আছে।
      তবে অধিকাংশ প্রতিষ্ঠানের পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে।

এইটা হল মেইল এড্রেস [email protected] । সংশ্লিষ্ট বোর্ড আর কলেজের EIIN নাম্বার মিলে এই মেইল এড্রেস হয়। ভাই আপনি কি রেজাল্ট পাইছেন। জানান প্লিজ।

আমি রেজাল্ট পেয়েছি। শুধুমাত্র পয়েন্ট পাওয়া যাচ্ছে। ফুল মার্কসিটসহ রেজাল্ট পাওয়ার কোন পদ্ধতি থাকলে কেউ জানান প্লিজ।

মাদ্রাসা বোর্ডের ১২৯৩৩৬ ইন নাম্বারটা দিয়ে ট্রাই করলাম, কাজ হয়না।

Level 0

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, DHAKA
RESULT OF H.S.C. EXAMINATION, 2012

এই লেখাটা আসতেছে । এর নিচে Print Result লেখা । প্রিন্ট দিলাম কিন্তু শুধু উপরের ইংরেজি লেখাটাই প্রিন্ট হল । আর কিছু না । কিছু কি করা যাবে ?

Level 0

আপনি কিভাবে দেকছেন……।
@এডিটর মাসুদ

Level 0

kokhon pawa jay ei link diye?

দুঃখিত, আমি লক্ষ্য করি নাই। ওইটা ২০১২ সালের রেজাল্ট ছিল।

দুঃখিত, আমি লক্ষ্য করি নাই। ওইটা ২০১২ সালের রেজাল্ট ছিল। … এস.এস.সি রেজাল্টের সময় iatbd.com/result2013/ তে ফুল মার্কসিটসহ দেখছিলাম। এখন কাজ হচ্ছেনা। এরকম ওয়েবসাইট থাকলে কেউ জানান প্লিজ।

Level New

ধন্যবাদ।

Level 0

kaj korse.but result pay ni.kew payle janaben plz.

vie apnake onak ধন্যবাদ

Level 0

id and password incoorect dekhay..er ki upay???????

Level 0

Site a dhukse na

Level 0

same problem.site a dhuke na

Level 0

successfully entered but result?

vaiya Tangail er Mahmudul Hasan Clg er EIIN number ta ber kre den, ami ber krte partesi na …

    @VhorerShishir: 1. MAJOR GENERAL MAHAMUDUL HASAN COLLEGE(ANUHALA) ==== এর EIIN No. 114748, 2. MAJOR GENERAL MAHMUDUL HASAN ADRSHA COLLEGE ( ADALAT ROAD) ==== এর EIIN No. 114107.

http://mail.educationboard.gov.bd/web/

vai ami dokta parche na please help koran

http://mail.educationboard.gov.bd/web/

vai ami dokta parche na please help koran

Server not found

Firefox can’t find the server at mail.educationboard.gov.bd.

Check the address for typing errors such as
ww.example.com instead of
http://www.example.com
If you are unable to load any pages, check your computer’s network
connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.

Level 0

আর আমি তো প্রবেশ ই করতে পারছি না…. http://mail.educationboard.gov.bd/ এটাতে প্রবেশ করলে server not found লেখা আসতেছে। একটু হেল্প করেন প্লিজ

Level 0

use google crome bro@sadi

Level 0

ste a to asi but result to pay na.kew pele janaben plz

    @Rohossotex: এটা লেখা আসে Result will be published at 2:00 PM… রেজাল্ট ২ টার আগে প্রকাশ করা হবে না ।

Level 0

@jojo: ভাই কই রেজাল্ট ত পাইলাম না ১০.৩০ এ

Result will be published at 2:00 PM ডুকেছি শুধু এটা আসে……

Result will be published at 2:00 PM

ভাই রেজাল্ট দিবে HSC but প্রতিষ্ঠানের কোড তো আসছে স্কুলের!
কলেজ কোড কোথায় পাব?

Level 0

valo kore check koren.peye jaben

Level 0

vai comilla board er eiin ar password ta bolte parben?

Level 0

brother google a search den peye jaben

ধন্যবাদ ভাই, পেরেছি

Ekhon toh kaj hoy na

ডিপ্লোমা রেজাল্ট এখানে পাবেন। bteb result 2019 see here