আজ ফেনীতে আমার বন্ধু তারেকের সাথে গেলাম টাকা রিচার্জ করতে,গিয়ে শুনি অবাক কান্ড, ৯৯টাকা রিচার্জ করলে ১০৪ টাকার ইফতার। আমার বন্ধুতো মহা খুশি,একলাফে রিচার্জ কইরা অপেক্ষা করতে লাগলো SMS এর জন্য, ২০মিনিটের মধ্যেই চলে এলো ইফতারের কাংক্ষিত SMS। নাচতে নাচতে গাড়িতে উঠল সে, আর আমাকেও টেনে নিয়ে যেতে লাগলো । ৫০টাকা ভাড়া দিয়ে গেলাম রবি কাস্টকেয়ার এ। গিয়ে দেখি বিশাল লাইন। লাইন ঠেলে ভিতরে দেখি মহাঝামেলা। কেউ কেউ মারতে বলে,কেউ গাড়ি ভাড়া দিতে বলে, আর কাস্টকেয়ারের কমকর্তাদের কান্নাকাটির অবস্থা। শেষ পর্যন্ত নাম্বার লিখে রেখে রবিবার আসতে বললো তারা আর ক্ষমা চাইলো। কিন্তু এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার কোন কারন খুজে পেলাম না।রবিবার যে দিবে তাও SURE না। আর আমার বন্ধুর বাড়ি দূরে হওয়ায় ওর আর যাওয়াও সম্ভব না। এক প্রকার প্রতারিত হলাম আমরা। চাইনা আর কেউ প্রতারিত হোক। চাইনা কোন ঈমানদার রোজাদার মুসলমান ভাই কষ্ট পাক। মোবাইল দিয়ে অনেক কষ্ট করে লিখলাম,ভুল হলে ক্ষমা করবেন। অভি
আমি অভি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।