বাংলালিংক কল সেন্টার প্রতারনা থেকে সাবধান

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সাম্প্রতিক মোবাইলএ প্রতারনার সংখ্যা খুবই বেড়ে গেছে এবং এর শিকার হচ্ছে দেশের খুব সরলমনা মানুষ এবং গ্রামের লোকজন। অনেক সময়ই শিক্ষিত বাক্তিরা বাদ যাচ্ছে না। আর এই সব প্রতারণা করা হচ্ছে অধিকাংশ সময়ই বাংলালিক দিয়ে যার প্রমান আজ আমি এবং আমার পরিবার । এখন মুল ঘটনাই আসি । প্রায় সাতদিন আগে আমার ছোট চাচার মোবাইল এ ০১৯১১৫৭৪৪৮৩ নাম্বার থেকে কল আসে এবং পরিচয় দেই যে তারা বাংলালিংক পোস্টপেড হট লাইন থেকে বলছে  এবং তার অ্যাকাউন্ট এ প্রবলেম হইসে । তাই তারা জানতে চাইল তার সর্বশেষ তার ফোন কত টাকা আছে  এবং এফ এন এফ নাম্বার ঠিক আছে কি তাই তার এফ এন এফ জানতে চাইল । চাচা সরল মনে সব বলে দিল এবং তারা ১ ঘণ্টার মধ্যে সিমটি বন্ধ করে দেয়। সিমটি তারা উঠাই নেয় এবং সিমের সকল তথ্য তারা জেনে নেয়। পরে কাস্টমার কেয়ার সিমের কাগজ দেখালে তারা সিম দিতে অপারগতা জানাই।  আজ ০১৯১১৫৭৪৪৮৩ নাম্বার থেকে আমার আর এক চাচা কে ফোন দেয় আর বলে রমনা থানার ওসি বলসি আর বলে আমার ছোট চাচা হত্যা মামলার আসামি এখন ই যোগাযোগ করতে আর না যোগাযোগ করলে খবর আছে। আর সেই সাথে তারা টাকা দাবি করে। আর এই ঘটনা শোনার পর আমি ওই নাম্বার এ যোগাযোগ করি এবং তাদের মিথ্যা ধরতে পারি আর ধরার পর তারা আমাকে বিভিন্ন আশালিন ভাষাই কথা বলে এবং সাথে সাথে নাম্বার টি বন্ধ করে দেই । পরে বাংলালিংক কাস্টমার কেয়ার ফোন করি কোন সমাধান দেই না পরে আমরা পুলিশ এবং র্যাব সাথে যোগাযোগ করি।

আর এই রকম ঘটনা কিছুদিন আগে আমার এক রিলাটিভ ও হয়ে সিল এই একই বাংলালিংক কল সেন্টআর মাধ্যমে । আমার আজ এই টিউন উদ্দেশ্য হল এই সব বাংলালিংক নাম্বার থেকে ফোন আসলে আপনারা আপনাদের নিজস্ব তথ্য কাওকে দিবেন না । আর দিলে বিপদে পড়বেন আপনি নিজেই।

আপরিচিত কোন নাম্বার থেকে কল আসলে নিজের পরিচই এবং তথ্যদি গোপন রাখবেন।

সবাই ভাল থাকবেন এবং নিজের নিরাপত্তা নিজেই রক্ষা করুন ।

Level 0

আমি MD.Atikur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টা ছোট প্রতরনা । যখন আপনার নাম্বার দিয়ে আপনাকে ফোন করে টাকা চাইবে তখন কি করবেন? অনেক কিছুই শিখার এখনো বাকি আছে। আপনার সমস্য জন্য আপনি নিজে দায়ী হয়েছেন।
গত কাল আমাকে একজনে ২৫ টাকা লোড পাঠিয়ে বলে এইটা কোন যায় গা। তো আমি বল্লাম আপনি কোথায় মোবাইল করেছেন। বল্ল ২৫ টাকা চলে গেছ । ফেরত দিতে। বল্লাম আরো ৭৫ টাকা পাঠান তাহলে ফেরত দিব কারন ১০০ টাকা হলে একটা মিল পাওয়া যায়। 🙂

Level 0

R ki korte chay bangalirA :S

Level 0

এটার জন্য দরকার সচেতনতা সৃষ্টি যা কিনা মোবাইল অপারেটররাই পারে। তাঁরা যদি তাদের এড গুলোতে গ্রাহকদের সাথে তাদের যোগাযোগের নাম্বার গুলো উল্লেখ করে দেয় তাহলে এই সমস্যাটা হয় না।

আমার নাম্বার আমি বন্ধ করে এখন সিম তুলতে পারছিনা, বলে যে নাম আর নাম্বার মিলছে না,

এরকম একটা ফাপরে আমিও একবার পরেছিলাম। তখন বুদ্ধি করে বলেছিলাম “আপনি কি জানেন যে আপনি বাংলালিংক কাস্টমার কেয়ারেই ফোন করেছেন। আমি বাংলালিংক কাস্টমার মতিঝিল শাখা থেকে বলছি (আমার অফিস মতিঝিলে), আপনি কোন শাখা থেকে বলছেন?” এটা বলার পর ওপাশ থেকে জানতে চাইলো “এটা বাংলালিংক কাস্টমার কেয়ার?” আমি বললাম “জি”, এরপর ফোনটা কেটে দিল আর বন্ধ করে দিল। এরপর আমি হাজার ফোন দিয়েও ঔ বেটাকে ধরতে পারিনি।

বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে ফোন আসলে অবশ্যই ০১৯৩০০০০০০০ এই নাম্বার টি হতে হবে।