ফেসবুক গেম খেলার কারনে কাউন্সিল সদস্য বরখাস্ত!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ফেসবুকের Firmville গেম টি খেলেছেন কেউ? এ গেমে অভিজ্ঞরা ভালোভাবেই জানেন Firmville তে ফসল উৎপাদন করা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং চলাকালীন সময়ে যদি কাউকে Virtual Game খেলতে দেখেন তখন আপনি যদি বিচারক হন কি করবেন? (মন্তব্যের মাধ্যমে জানাবেন)

এমনটিই হয়েছিল গত মার্চ মাসের ২৮ তারিখে। স্থান: প্লভদিভ নগর(Plovdiv City) কাউন্সিল, বুলগেরিয়া। বেচারা কাউন্সিল সদস্য নিজেকে বাচানোর জন্য বলেন, “কাউন্সিলে এমনও অনেক সদস্য আছেন যাদের গেম লেভেল আমার থেকেও বেশী”। কিন্তু অন্যান্য সদস্যরাও মিটিং এর সময়ে খেলেন কিনা, তা জানা যায়নি।

Council member fired

জানা যায় সেই কাউন্সিল সদস্যের নাম Dimitar Kerin । কাউন্সিলের ৫১ জন সদস্যদের মধ্যে তিনি ছিলেন একজন। কাউন্সিল চেয়ারম্যান Ilko Iliev নাকি আগেও ঐ সদস্যকে সাবধান করেছিলেন। কিন্তু Addiction বলে কথা! ২০১০ সালের বাজেট আলোচনা চলাকালীন সময়ে Dimitar Kerin কে তার নিজের Virtual Firm এর গরুদেরকে খাওয়াতে দেখা গেছে। এরপর কাউন্সিলের অপর এক সদস্য Todor Hristov জনসমক্ষে একটি প্রস্তাব পেশ করেন যাতে লেখা ছিল “Dimitar Kerin needs more time for his virtual farm.” । পরবর্তীতে কাউন্সিল সদস্যদের মাঝে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২০-১৯ ভোটের ব্যবধানে  Dimitar Kerin কে অপসারন করা হয় কাউন্সিল সদস্যপদ থেকে।

যারা এখনো Farmville Game টি সম্পর্কে জানেন না, তাদের জ্ঞাতার্থে বলছি-

এই গেমটি বর্তমানে ফেসবুক ব্যাবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং ২০১০ সালের “Best Social Game” পুরষ্কারে ভূষিত করা হয়। এই গেমটির উপকরণ এমন ভাবে সাজানো হয়েছে যে, দেখতে অনেকটা সত্যিকারের মনে হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো যে, এই গেমটি নিয়মিত না খেললে ফসল/গবাদিপশু মারা যেতে পারে। তাই ব্যাবহারকারিরা তার ফার্ম বাচাতে মরিয়া হয়ে পড়ে।

Dimitar Kerin এর মতো লোকদের জন্য Gameolosophy কর্তৃক উপদেশ প্রদান করা হয়।

তথ্যসূত্র:

AOL News , SocialTimes , myfoxchattanooga , Novinite.com .

ফেসবুক ব্যবহার সম্পর্কিত কোন সমস্যা হলে Facebook Help Center – Group এ যোগ দিন এবং সমস্যাটি দেয়াল এ লিখুন।

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই জোসসসসসসস একটা গেম। কিছু দিন আগেও আমি খুব খেলতাম তবে এখন আর খেলি না।

আহারে বেচারা, এই গেম অনেক পপুলার কিন্তু সত্যি কথা বলতে আমি গামে খেলে মজা পাইনি, even আমার কলেজ এর একজন লেকচারার যিনি firmvilla খেলার জন্য রাত জাগেন

    আমি দুই দিন চেষ্টা করছি গেম টা খেলার। কিন্তু কিছুই বুঝিনাই। তারওপর বেচারা কাউন্সিল সদস্যের খবর দেইখা ডিলিট দিছি App.।

বেচারা………………………..