জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে ইন্টেল নিয়ে এলো ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

ঢাকা, বাংলাদেশ, জুলাই ৬, ২০১৩: ইন্টেল বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন উদ্ভাবিত ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর পরিবার, যা পারসোনাল কম্পিউটিংকে পূর্নভাবিত করে। ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহারকারীদের নির্দিষ্ট চাহিদাগুলোকে মাথায় রেখে দিচ্ছে নতুন সব অভিজ্ঞতা, চমকপ্রদ দীর্ঘ ব্যাটারী লাইফ, যুগান্তকারী গ্রাফিক্স সুবিধা এবং টু-ইন-ওয়ান বৈশিষ্ট্য সমৃদ্ধ সব ডিভাইস, ট্যাবলেট, রোবাস্ট এনথুজিয়াস্ট ক্লাস কম্পিউটার এবং পোর্টেবল অল-ইন-ওয়ান সিস্টেম এবং সুরক্ষিত ও নিয়ন্ত্রনযোগ্য ইন্টেল vPro বিজনেস ডিভাইস। ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর রাজধানীর রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে এ-প্রযুক্তির শুভ সূচনা করেন।

নতুন ইন্টেল কোর প্রসেসর অবিস্বাস্যভাবে সক্রিয়, নিরাপদ ও শক্তিশালি কর্মক্ষমতা যা ভোক্তাদের মোবাইল জীবনধারায় নতুনত্ব তৈরী এবং উপভোগ করতে সাহায্য করে। অভূতপূর্ব এই চিপ আল্ট্রাবুক-এর ভিত্তি হিসেবে কাজ করছে। আর ইন্টেল সেন্ট্রিনো  এবং ৪র্থ প্রজন্ম কোর প্রসেসর  একসাথে কম্পিউটার-এর কর্মক্ষমতা বিষ্ময়কর ভাবে বৃদ্ধি করে যুক্ত করেছে ট্যাবলেট মোবিলিটি, ইন্টেল টু-ইন-ওয়ান ডিভাইস প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণসব পরিবর্তন।

পাওয়ার ডিজাইন এর ক্ষেত্রে ৬ ওয়াটের মতো কম শক্তিতে ইন্টেল তৈরী করছে পাতলা, হালকা, ঠান্ডা, নীরব এবং পাখা বিহীন ডিজাইন। নতুন ইন্টেল কোর প্রসেসর নিশ্চিত করছে অল ইন ওয়ান পিসি-র দীর্ঘতম ব্যাটারি লাইফ এবং সহজে বহনযোগ্যতা। সর্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর পূর্বের প্রসেসর গুলোর থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেশি কার্যকরী ভূমিকা রাখছে।

“ইন্টেল ৪র্থ প্রজন্মের কোর প্রসেসর উল্লেখযোগ্য ব্যাটারি লাইফ প্রদান করে যা ইন্টেল-এর একটি নজিরবিহীন অর্জন”, বললেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর। “আজকের এই ঘোষণার মধ্য দিয়ে নতুন টু-ইন-ওয়ান কমপিউটিং ডিভাইসগুলো  নোটবুক পিসিগুলোর মধ্যে হয়ে উঠবে অনেক বেশি শক্তিশালি এবং ট্যাবলেটগুলোতে সংযোজিত হবে নতুন ও বিস্ময়কর বৈশিষ্ট্য। আর তাই এই বছরটি ব্যবহারকারীদের পুরনো পিসি এবং ট্যাবলেট বদলে নতুন টু-ইন-ওয়ান ডিভাইস পছন্দ করে নেয়ার উপযুক্ত সময়।”

ভোক্তা এবং বানিজ্যিক কাজের উপর লক্ষ্য রেখে তৈরী ইন্টেল ৪র্থ প্রজন্মের কোর প্রসেসর ভিত্তিক কোয়াড কোর-এর বিভিন্ন ভারসন এখন সহজলভ্য। টু-ইন-ওয়ান আল্ট্রাবুক, বহনযোগ্য অল ইন ওয়ান, প্রচলিত ডেস্কটপ ও ল্যাপটপ এবং ৪র্থ প্রজন্মের কোর ভি-প্রো  ভিত্তিক বানিজ্যিক পন্যসমূহ এ বছরের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে।

নিউজ হাইলাইটস:

  • পারসোনাল কম্পিউটার-এর প্রথম চীপ যা নতুন ফর্ম ফ্যাক্টর এবং টু-ইন-ওয়ান ডিজাইন এর মধ্যে এসেছে।
  • ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর যা ব্যাটারি লাইফকে/জীবনকে পূর্বের চাইতে ৫০ ভাগ বৃদ্ধি করেছে। কোম্পানির ইতিহাসে এটি একটি বৃহত্তম অর্জন।
  • ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর বিশিষ্ট ইন্টেল আইরিস গ্রাফিক্স পূর্বের প্রজন্মগুলোর চেয়ে দ্বিগুন গ্রাফিক্স কর্মক্ষমতা প্রদান করে।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ দারুন একটি তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য 🙂 নতুন আশা জাগলো, ৪র্থ প্রজন্মের প্রসেসর কেনার 😀

টিউনটির জন্য টিউনার কে অনেক ধন্যবাদ ।

Level 0

every gen er pc ba laptop kenar jonne 6 mash por por ready thakun.
third gen e mon moto use korte parlam na abar 4th gen, ei hashwell khaise amago.

Level 0

পড়ে ভালো লাগলো ।

Level 2

ভালই লাগল আমার লাগবে