বিসমিল্লাহীর রাহমানির রাহীম কেমন আছেন সবাই, আশা করি ভাল ।রাতের আকাশের জ্বলমলে নক্ষত্ররাজি কার না মন কাড়ে। উৎসুক মানব মন হয়তো আবার খুব কাছ থেকে এইসব আলোর দলকে দেখতেও চেয়েছে। দেখতে চেয়েছে আসলেই কি চাঁদের মা বুড়ি বসে বসে চরকি কাটছে চাঁদের মাটিতে কোনো এক কুড়েঘরে। আমাদের মনের সেই সুপ্ত বাসনাকেই বাস্তবে রূপান্তরিত করার জন্য কাজ করে যাওয়া এমনই একদল তরুনদের কথা বলব আজ । বাংলাদেশ ওপেন সাইন্স অরগানাইজেশন গ্রুপের সদস্যদের বয়স ১৬ থেকে ১৮ । অথচ বিজ্ঞানকে সকলের কাছে জনপ্রিয় করার লক্ষে কাজ করে যাচ্ছে ।
বাংলাদেশ ওপেন সাইন্স অরগানাইজেশন এর উদোগে গত ২৩-০৬-২০১৩ তারিখ ঢাকার আজিমপুরে এবং ২৪-০৬-১৩ তারিখ টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল চাদ পর্যবেক্ষন ক্যাম্প ।
News Sourc : clicking
আমি pagol_tuner। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।