হিন্দুরা যাকে কলির অবতার হিসাবে আসবে বলে অপেক্ষা করে আছেন, তিনি আর কেউ নয় তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ (সাঃ)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সম্প্রতি এক বিষ্ময়কর তথ্য তুলে ধরেছেন অধ্যাপক বেদ প্রকাশ।  হিন্দুরা যাকে কলির অবতার হিসাবে আসবে বলে অপেক্ষা করে আছেন, তিনি আর কেউ নয় তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ (সাঃ) । হিন্দু ভাষায় সম্প্রতি এই বই প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারত জুড়ে হৈ চৈ শুরু হয়ে গেছে । গ্রন্থটির লেখক যদি মুসলমান হতেন তবে তার ভাগ্যে কি জুটত বলা যায় না। তবে লেখককে জেলে যেতে হত এবং বইটি নিষিদ্ধ হত- এ ব্যপারে কোন সংশয় বা সন্দেহ ছিল না । কিন্তু গ্রন্থটির লেখক একজন পন্ডিত ব্যক্তি। ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক। উপরন্ত পন্ডিত বেদ প্রকাশ একজন উচ্চবংশীয় ব্রাহ্মন। সংস্কৃত পন্ডিত এবং গবেষক। সমস্যা এখানেই। ভারতের হাতে গোনা কয়েকজন গবেষকের মধ্যে তার স্থান। গ্রন্থটি সমগ্র ভারতে গবেষণা ক্ষেত্রে স্বনামধন্য এমন আটজন পন্ডিতকে দেয়া হয়েছিল তারা ব্যাপক গবেষণার পর “বইটি সঠিক এবং বিশ্বাসযোগ্য”- এই সিদ্ধান্তে পৌছান। ভারতের গুরুত্বপুর্ণ ধর্মীয় গ্রন্থসমূহে কলির অবতার এই সুনির্দিষ্ট নামে পথ-প্রদর্শক এবং নবী উল্লেখ করা হয়েছে যা মক্কায় জন্মগ্রহণকারী মহামানব মুহম্মদের (সঃ) উপরই আরোপিত হয়। তাই বিশ্বের যেখানে যত হিন্দু রয়েছেন, তাদের উচিত অন্য কোন অবতারের অপেক্ষা না করে ইসলাম গ্রহণ এবং আল্লাহর প্রেরিত রসুলের(সঃ) পদান্ক অনুসরণ করা। আল্লাহ স্বয়ং তার নবীকে প্রায় ১৪’শ বছর আগে এই ধরাধামে প্রেরণ করেছিলেন এবং তিনি তার মিশন পূর্ণ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। পন্ডিত বেদ প্রকাশ তার গবেষণার বিশ্বাসযোগ্যতার পেছনে হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদ থেকে ৯টি যুক্তি তুলে ধরেছেন।

(এক) বেদ-এ উল্লেখ আছে যে, সমগ্র বিশ্বকে পথ দেখানোর জন্য ভগবানের শেষ মেসেন্জার নবী হবেন- কলির অবতার। পন্ডিত প্রকাশ বলেছেন , মুহাম্মদ (সঃ)-এর ক্ষেত্রেই কেবল এটা সত্য বলে প্রমানিত হয়।

(দুই) হিন্দু ধর্মের বানী অনুযায়ী কলির অবতার জন্মগ্রহণ করবেন একটি দ্বীপদেশে এবং এটা সেই আরব ভূখন্ড যা জাজিরাতুল আরব বলে পরিচিত।

(তিন) হিন্দুদের পবিত্র গ্রন্থ কলির অবতার-এর পিতার নাম বিষ্ণু ভাগত এবং মায়ের নাম সোমানির উল্লেখ রয়েছে। সংস্কৃতিতে বিষ্ণুর অর্থ আল্লাহ এবং ভাগত-এর অর্থ দাস সুতরাং আরবী ভাষায় এর অর্থ দাঁড়ায় আল্লাহর দাস(আব্দুল্লাহ)এবং সোমানির-এর অর্থ সংস্কৃতিতে শান্তি বা সুস্থিতি। আরবীতে যার অর্থ আমেনা। এ দিক থেকে দেখা যায়, শেষ নবী মুহাম্মদ(সঃ)-এর পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমেনা।

(চার) হিন্দুদের বড় বড় গ্রন্থে উল্লেখ আছে যে, কলির অবতার জলপাই(জয়তুন ফল) ও খেজুর দিয়ে জীবন নির্বাহ করবেন এবং তিনি হবেন সত্যবাদী এবং সৎ। পন্ডিত প্রকাশ বলেছেন এটা একমাত্র মুহাম্মদ (সঃ) এর ক্ষেত্রেই সত্য বলে প্রতিষ্ঠিত।

(পাঁচ) বেদে উল্লেখ রয়েছে যে, কলির অবতার জন্মগ্রহণ করবেন তার দেশের সবচেয়ে সন্মানিত বংশে। এটাও সত্য যে মুহাম্মদ(সঃ) মক্কার অত্যন্ত সম্মানিত উচ্চবংশ কুরাইশকুলে জন্মগ্রহণ করেছিলেন।

(ছয়) কলির অবতারের ক্ষেত্রে বলা হয়েছে, ভগবান স্বয়ং তাঁর নিজ দূত মারফত পর্বত গুহায় তাকে শিক্ষাদান করবেন । এক্ষেত্রেও এটা সর্বৈব সত্য। মক্কায় মুহাম্মদই(সঃ) একমাত্র ব্যক্তি যাকে হেরা পর্বতের গুহায় আল্লাহ তার দূত জিবরাঈল মারফত শিক্ষাদান করেছেন।

(সাত) হিন্দুরা বিশ্বাস করেন , ভগবান কলির অবতারকে এমন একটি দ্রুতগামী ঘোড়া দেবেন যা দিয়ে তিনি বিশ্ব চরাচর এবং সপ্ত আসমান/ স্বর্গ ভ্রমন করে বেড়াবেন হযরত মুহাম্মদ(সঃ)-এর বোরাকে করে মেরাজ গমন কি তাই প্রমাণ করে না?

(আট) হিন্দুদের ধর্মগ্রন্থসমূহে এ কথা উল্লেখ আছে যে, কলির অবতারকে স্বয়ং ভগবান শক্তি দান করবেন এবং সাহায্য করবেন । আমরা এ কথা জানি যে, বদরের যুদ্ধে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে মুহাম্মদ(সঃ)কে সাহায্য পাঠিয়েছেন এবং শক্তি যুগিয়েছেন ।

(নয়) হিন্দুদের ধর্মগ্রন্থসমুহে এ কথা উল্লেখ রয়েছে যে , কলির অবতার ঘোড়া সওয়ার, তীর চালানো এবং তলোয়ার বাজিতে খুবই পারদর্শী হবেন । এক্ষেত্রে পন্ডিত বেদ প্রকাশের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ এবং সুবিবেচনার দাবী রাখে । তিনি লিখেছেন ঘোড়া সওয়ারী , তীরবাজি, তলোয়ারবাজির দিন অনেক আগেই শেষ হয়ে গেছে । এখন আধুনিক যুগের অস্ত্র সম্ভারে রয়েছে, ট্যাংক, ক্ষেপনাস্ত্র, কামান, বন্দুক।

সুতরাং তীর, ধনুক, তলোয়ার সজ্জিত সেই কলির অবতার -এর অপেক্ষা করা হবে বোকামি। প্রকৃত বাস্তবতার, কলির অবতার-এর কথা যে ভাবে আমাদের ধর্মগ্রন্থসমুহে উল্লেখ আছে তা পরিস্কার ভাবে মুহাম্মদ (সঃ)- এর ক্ষেত্রে প্রযোজ্য যার উপর নাজিল হয়েছিল পবিত্রগ্রন্থ আল-কোরআন।

সবার জন্যই সত্য উন্মোচন হইক। আমিন।

আমার ব্লগে ও এফবিতে স্বাগতম- http://ashekmurshed.blogspot.com/
https://www.facebook.com/ashek.murshed

Level 0

আমি suXon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস