আমাদের পূবর্ পুরুষরা একটা কথা বলে গেছেন "কয়লা ধুলে ময়লা যায় না। আর এ কথার মান রাখল শুধু এ্যাকটেল। তারা এ্যাকসিএ্যাটা কোম্পানীর একটা শাখা হিসাবে এতদিন এ্যাকটেল হিসেবে ছিল কিন্তু এ্যাকসিএটির কথা অনুযায়ী তারা তাদের নাম রাখল এখন রবি। আমি ভাবলাম যাক নতুন কিছু পাব মনেহয়, কিন্তু একি শুধু নামই পরিবতর্ন আর কিছুই না। টুইনার ভাইরা আপনারা হয়ত ভাবেন আমি কেন অনবরত বাংলাদেশের মোবাইল কোম্পানীর পেছনে লাগি? আসলে আমার খুব দুঃখ লাগে আমাদের দেশের বোকা মানুষদের কথা ভেবে। তো যাই হোক তাদের আর বদনাম করছিনা। তারাতো আর তাদের ইচ্ছা মত চলেনা তারা চলে আমাদের .........। এর পরের টুকু আপনারাই বুঝে নেন।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vhai ja dey tai nia kusi taken