এএমডি সম্প্রতি তাদের এপিইউ (Accelerated Processing Unit) লাইনআপে নতুন সংযোজন করেছে "রিচল্যান্ড" তথা ৬০০০ সিরিজের বেশ কয়েকটি নতুন প্রসেসর। এই মাসে তাইওয়ানে অনুষ্ঠিত কম্পিউটার এক্সপোতে এএমডি তাদের নতুন এই প্রসেসর সিরিজ অবমুক্ত করে। উল্লেখ্য যে, এর কয়েকদিন আগেই ইন্টেল তাদের ৪র্থ প্রজন্মের প্রসেসর “হ্যাসওয়েল” অবমুক্ত ও বাজারজাত করেছে।
শক্তিশালী বিল্টইন গ্রাফিক্স এবং উচ্চ ক্লকস্পিড সম্পন্ন ডুয়েল/কোয়াড কোর প্রসেসর, এ দুয়ের সমন্বয়ে গঠিত এএমডির এপিইউ প্রসেসর। ১ম ও ২য় প্রজন্মের এপিইউ গুলো ইতোমধ্যে বাজেট গেমিং ও মাল্টিমিডিয়া পিসির বাজারে ব্যাপক চাহিদার সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় ৩য় প্রজন্মের এপিইউ প্রসেসর গুলোকে করা হয়েছে আরো কার্যক্ষম, বলছে এএমডি।
রিচল্যান্ড প্রসেসর গুলোতে ২য় প্রজন্মের এপিইউ গুলোর তুলনায় ক্লকস্পীড কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অন্তর্গত করা হয়েছে শক্তিশালী গ্রাফিক্স এবং উচ্চ বাস এর মেমোরী সাপোর্ট। এই সিরিজের সর্বোমোট ৬টি প্রসেসর বাজারে ছাড়া হয়েছে, এর মধ্যে ৪টি কোয়াড কোর এবং ২টি ডুয়েল কোর। প্রসেসর গুলো ৩২ ন্যানোমিটার নির্মাণ প্রযুক্তিতে তৈরি। সিরিজের সর্বোচ্চ মডেলের প্রসেসর A10-6800K এর ডিফল্ট ক্লকস্পীড ৪.১ গিগাহার্টজ এবং টার্বো কোর প্রযুক্তির সুবাদে এটি ৪.৪ গিগাহার্টজ পর্যন্ত গতি ছুঁতে পারবে। কোয়াড কোর এই প্রসেসরটিতে রয়েছে ৪ মেগাবাইট এলটু ক্যাশে মেমোরি। এতে আরো রয়েছে এইট সিরিজের বিল্টইন গ্রাফিক্স HD 8670D। ১০০ ওয়াটের প্রসেসরটি ২১৩৩ মেগাহার্টজ বাস পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। সিরিজের অন্যান্য প্রসেসর গুলোতে ব্যবহার করা হয়েছে HD 8570D/ HD 8470D বিল্ট-ইন গ্রাফিক্স এবং রয়েছে ১৮৬৬ মেগাহার্টজ বাসের র্যাম সাপোর্ট। আর “K” চিহ্নিত প্রসেসর গুলোতে থাকছে ওভারক্লকের সুবিধা।
রিচল্যান্ড সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর A10-6800K এর বাজারমূল্য ধরা হয়েছে ১৫০ ডলার। সিরিজের পরের ৩টি কোয়াড কোর প্রসেসর(A10 6700/ A8 6600K/ A8 6500) দাম যথাক্রমে ১৪৯,১২০ ও ১১৯ ডলার। আর ডুয়েল কোর ২টির দাম ১০০ ডলারেরও নিচে। ২য় প্রজন্মের এপিইউ এর দামের তুলনায় এদের দাম কিছুটা বেশি হলেও প্রতিদ্বন্দ্বী ইন্টেলের তুলনায় অনেকটাই সাশ্রয়ী। তাছাড়া প্রসেসরগুলো জন্য এএমডি মাদারবোর্ড ও সকেট অপরিবর্তিত রাখায় FM2 বোর্ডেই এই প্রসেসর গুলো ব্যবহার করা যাবে।
(এই খবরটি সর্বপ্রথম প্রকাশিত হয় http://www.projukti24.com এ)
আমি ফাহীম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জেনে ভাল লাগল ভাই
১৫০ ডলার হলে বাংলাদেশে কত হতে পারে মূল্য ?