১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম ১০০ টাকার নোট ইস্যু হয়ঃ
১৯৭২ সালের ১লা সেপ্টেম্বর নোট ইস্যু হয়ঃ
১৯৭৬ সালের ১লা মার্চ "তারা মসজিদ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
১৯৭৭ সালের ১৫ই ডিসেম্বর সম্পূর্ণ নতুন ডিজাইনের ১০০ টাকার নোট ইস্যু হয়ঃ
২০০১ সালের ১৫ই মার্চ optical variable ink (ovi) ব্যবহার করে নোট ইস্যু হয়ঃ
২০০২ সালের ৫ই জুন "স্মৃতিসৌধ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
২০০৫ সালের ২৮শে জুলাই পূর্বের ১০০টাকার "100" শব্দটিকে সোনালী রঙে পরিবর্তন করা হয়ঃ
এরপর ২০১১ সালের ৯ই আগস্ট এই নোটটি ইস্যু হয়ঃ
আরও দেখতে :-
আসুন জেনে নেই দুই টাকার ইতিহাস
আসুন জেনে নেই পাঁচ টাকার ইতিহাস
আসুন জেনে নেই বিশ টাকার ইতিহাস
আসুন জেনে নেই পঞ্চাশ টাকার ইতিহাস
আসুন জেনে নেই একশ টাকার ইতিহাস
আসুন জেনে নেই পাঁচশত টাকার ইতিহাস
আসুন জেনে নেই এক হাজার টাকার ইতিহাস
চাইলে ঘুরে আসতে পারেন --- এথানে
আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ১০ পয়সা ৫ পয়সা থাকলেও দিয়েন।ভাই আপনার পা ধইরা মাপ চাই এই রকম আর কত পোস্ট দিয়ে আমাদের কস্টের পোস্ট গুলা নিছে পালাইদিবনে।আমরা দুই তিন দিন পর একটা পোস্ট দিই তাও আবার অনকে কস্ট করে।আপনি পোস্ট করেন ভাল কথা ইতিহাস জানাও দরকার তাই বলে হোম পেজে আপনার ৪/৫ টা পোস্ট থাকবে।আর আপনি ইচ্ছা করলে ১ টাকা ২ টাকা ৫ টাকা যাই দেন ৩/৪ টা তো মিলাই দিতে পারেন।
ধন্যবাদ ভাল থাকবেন।