অপটিক্যাল ফাইবারের জন্য ৪৯৯ কোটি টাকা অনুমোদন দিলো সরকার ,বাংলাদেশের ইন্টারনেট এ কিছুটা হলেও পরিবর্তন হবে বলে আশা করা যায় !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণে ৪৯৯ কোটি টাকা ব্যয়সম্বলিত উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প অনুমোদন করা হয়।

মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, সচিবগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'বৈঠকে ৮৮৬ কোটি টাকা ব্যয়সম্বলিত ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের পুরো ব্যয় সরকারি কোষাগার থেকে সরবরাহ করা হবে।'

সচিব বলেন, অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপজেলা ও গ্রাম পর্যায়ে সম্প্রসারিত হবে।

শফিকুল জানান, দেশের ২৯০টি উপজেলা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্পের আওতায় আসবে। অবশিষ্ট ১৭৯টি উপজেলা ইতোমধ্যে বিটিসিএল এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় এসেছে।

এছাড়া উপকূলীয় উপজেলা সন্দীপ, হাতিয়া, মহেশখালী ও কুতুবদিয়া, নদী তীরবর্তী উপজেলা ভোলা সদর, বাঘাইছড়ি, লংদু, জুড়াইছড়ি, বিলাইছড়ি ও রাঙ্গামাটির বরকল এবং বরিশালের মুলাদি, মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় ভৌগোলিক সমস্যার কারণে এ প্রকল্পের আওতায় আনা হবে না।

প্রকল্পের ওপর গুরুত্বারোপ করে পরিকল্পনা কমিশন প্রকল্পটিকে একটি বৃহত্তম প্রকল্প এবং এ প্রকল্পে বিদেশি অর্থায়নের জন্য অব্যাহত প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।

একনেকের একই বৈঠকে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫৯ কোটি টাকা।

জুলাই ২০১৩ থেকে জুন ২০১৫ সালের মেয়াদে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা সচিব বলেন, ভূমিকম্পসহ দুর্যোগ মোকাবেলায় উদ্ধার অভিযান আরো গতিশীল করতে প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।

প্রকল্পের আওতায় ৭ হাজার ৮৩০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করা হবে। একই সঙ্গে নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট এলাকায় টার্মিনাল নির্মাণের সরঞ্জাম, জেনারেটর প্রভৃতি কেনা হবে।

প্রকল্পটিতে ২০১২-১৩ অর্থবছরে ৬১ কোটি, ২০১৩-১৪ অর্থবছরে ২২৫ কোটি, ২০১৪-১৫ অর্থবছরে ১৯৬ কোটি এবং ২০১৫-১৬ অর্থবছরে ১৫ কোটি টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশের সব জনগণকে এর আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি জীবনমান উন্নত হবে এবং নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসার লাভ করবে।

বতমানে ৭২০ কোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে ই-সেবা সম্প্রসারণে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি উপজেলায় প্রকল্পটির আওতায় সেবা দেয়া শুরু হয়েছে। তবে এখনও অনেক এলাকা বাকি রয়েছে। কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন না হওয়ায় প্রকল্পটি সংশোধন করা হতে পারে।

এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী কমন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)।

এর ফলে এনটিটিএন অপারেটররা সারাদেশে পিজিসিবি বিদ্যমান ৩ হাজার ৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারবে।

এর মধ্যে ফাইবার এট হোম লিমিটেড ১ হাজার ৯০০ কিলোমিটার এবং বাকি ১ হাজার ৭০০ কিলোমিটার সামিট কমিউনিকেশন পেয়েছে।

Level 0

আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am littel boy but cute and wise


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস