তুষারযুগের বিশাল প্রাণী ম্যামথের দেহাবশেষ প্রাপ্তি সাইবেরিয়াতে – দেহাবশেষ থেকে প্রাপ্ত রক্ত দিয়ে ম্যামথের পূণর্জন্ম?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

তুন্দ্রা অঞ্চলে মহিলা ম্যামথের দেহাবশেষ পাওয়া গিয়েছে, যার রক্ত দিয়ে ডিএনএ ক্লোনিং করা সম্ভব।

রাশিয়ান বিজ্ঞানীরা সাইবেরিয়ার বরফাঞ্চলে প্রাপ্তবয়স্ক মহিলা ম্যামথের দেহাবশেষের সন্ধান পেয়েছে, যার রক্ত ও মাংসপেশীর টিস্যু সংরক্ষিত ছিল। এই দেহাবশেষের সন্ধান এমন এক সময়ে পাওয়া গিয়েছে, যখন বিলুপ্ত প্রজাতিগুলোকে ডিএনএ ক্লোনিং এর মাধ্যমে পূনর্জন্ম দেয়া হবে কি না, সে বিষয়ে বিতর্ক চলছে।

উত্তর-পূর্ব রাশিয়ার আর্কটিক সাগরে নিউ সাইবেরিয়ান দ্বীপপুঞ্জের লিয়াখবস্কি দ্বীপে প্রাপ্তবয়স্ক মহিলা ম্যামথের দেহাবশেষ খননের সময় বিজ্ঞানীরা ম্যামথের রক্তের সন্ধান পেয়েছেন। এই রক্ত বরফের নিচে প্রাণীটির পেটে আটকে ছিল। বরফগহ্বর থেকে রক্ত চুইয়ে পড়ছিল, যা গবেষকদের অবাক করেছিল, কেননা সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।

AFP - Getty Images

"এটা আন্দাজ করা যেতে পারে যে ম্যামথের রক্তে কিছু প্রতিরক্ষামূলক বৈশিষ্ঠ্য ছিল" বলেছেন সেমিওন গ্রিগরিভ, যিনি ম্যামথ মিউজিয়ামের প্রধান। প্রাণীটির মাংসপেশীর টিস্যুও যথেষ্ট ভালভাবে সংরক্ষিত ছিল এবং লালচে রঙের ছিল। প্রাণীটির দেহাবশেষ এরকম সংরক্ষিত থাকার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন, প্রাণীটির দেহের নিচের অংশ বরফের নিচে আটকে ছিল।

The carcass of the baby mammoth, named Lyuba

গবেষকেরা মহিলা ম্যামথটির মৃত্যুকালীন বয়স ৫০ থেকে ৬০ বছর বলে সনাক্ত করেছেন। গ্রিগরিভ এর মতে, এই আবিষ্কারটি আন্তর্জাতিকভাবে সাড়া ফেলতে পারে। তিনি বলেন, 'আমরাই প্রথম প্রাপ্তবয়স্ক মহিলা ম্যামথের মৃতদেহের সন্ধান পেয়েছি। তার ওজন হাড্ডি ও বরফসহ ১ টন। আমাদের ধারণা, বেঁচে থাকার সময় তার ওজন ছিল ৩ টনের মত।' জুলাইয়ে সারা বিশ্বের বিশেষজ্ঞদের জন্য দেহাবশেষটি উন্মুক্ত করে দেয়া হবে বলে বিভিন্ন সুত্র জানিয়েছে।

জীবাশ্মবিজ্ঞানের ইতিহাসে এই দেহাবশেষ সহ মাত্র ৩ টি প্রাপ্তবয়স্ক ম্যামথের দেহাবশেষের সন্ধান পাওয়া গিয়েছে, যদিও এর আগের সন্ধানগুলোতে ক্লোন করার মত যথেষ্ট জীবিত কোষ পাওয়া যায়নি। গ্রিগরিভ এর মতে, ডিএনএ সংস্কার করা খুবই জটিল একটি কাজ, যেটা সম্পন্ন করতে বছরের পর বছর লেগে যেতে পারে। তবে এই সাম্প্রতিক আবিষ্কার ভবিষ্যতে ম্যামথসমূহের পূণর্জন্মের জন্য আশাবাদ জোগাচ্ছে, যদিও ক্লোনিং নিয়ে অনেক বিতর্ক এখনো রয়ে গেছে।

(এই খবরটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল http://www.projukti24.com এ)

Level 0

আমি ফাহীম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ।