জুকারবার্গ এনগেজড! বিস্তারিত জেনে নি

টিউন বিভাগ খবর
প্রকাশিত
PD*17087469
সোশ্যাল নেটওয়ার্কিং মুঘল মার্ক জুকারবার্গ বিষয়ে অনেক গোপন তথ্যই নাকি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের জানা আছে! এমনকি জুকারবার্গ-এর ব্যক্তিগত সম্পর্ক কার সঙ্গে কোন পর্যায়ে সেটিও জানেন বিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুকারবার্গ বিষয়ে হাটে হাঁড়ি ভেঙ্গেছেন তিনি। গেটস জানিয়েছেন, জুকারবার্গ তার দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যান-এর সঙ্গেই ‘এনগেজড’। খবর হাফিংটন পোস্ট-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, জনকল্যাণমূলক কাজে দান করার জন্য বিশ্বের সেরা ধনী হিসেবে গেটস বিখ্যাত। তার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি জনকল্যাণমূলক কাজে সম্পদ ব্যয় করেন।
 jukarberg
সম্প্রতি জানা গেছে, কম বয়সী বিলিওনেয়ার হিসেবে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও জনকল্যাণমূলক কাজে লাগতে চান।সাক্ষাৎকারে গেটস-এর সঙ্গে জুকারবার্গকে তুলনা করা হলে গেটস জবাবে বলেন, ‘জুক হয়তো প্রিসিলা চ্যান-এর সঙ্গে এনগেজড’।এ প্রসঙ্গে গেটস আরো জানিয়েছেন, ‘আমি তো বলিনি তোমার সব সম্পদ (দান করার জন্য) আমার হাতে তুলে দাও। সে আগেই পরিকল্পনা করেছে আর আমার কাছে এ বিষয়ে পরামর্শের জন্যই এসেছিলো। আমি যেখানে চল্লিশ বছর বয়সে জনকল্যাণমূলক কাজ শুরু করেছিলাম সে আরো আগেই তা পারছে। এক্ষেত্রে জুকারবার্গ অন্য কারো দ্বারাও প্রভাবিত হতে পারে।উল্লেখ্য, জুকারবার্গ এবং তার কলেজ বান্ধবী প্রিসিলা চ্যান ৭০ লাখ ডলারে কেনা একটি বাড়িতে থাকছেন। তারা বিস্ট নামের একটি কুকুর পোষেন। বিষ্টের আবার ফেসবুক পেজও খুলে দিয়েছেন জুকারবার্গ। কিন্তু প্রিসিলা চ্যান এবং জুকারবার্গের ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাসে লেলা রয়েছে ‘ইন অ্যা রিলেশনশিপ’। সেখানে ‘এনগেজড’ কথাটি নেই।তবে, বিল গেটস গোপন তথ্যটি জেনেই মন্তব্য করেছেন নাকি তিনি ভুল করে বলেছেন এটি এখনও নির্দিষ্ট করা সম্ভব হয়নি। এদিকে এ বিষয়ে জুকারবার্গও কোনো মন্তব্য করেননি।

পোষ্টটি সর্ব প্রথম ক্যাসপার উইন্ডোতে প্রকাশিত।

Level 0

আমি Aehtasham007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরা তো কবেই ম্যারিড