নিয়ে নিন ৩৫০GB+ টিউটোরিয়াল সম্পূর্ণ ফ্রিতে!! TutShare BD মিটআপ, চট্টগ্রাম।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আপনি কি একজন গ্রাফিক্স ডিজাইনার হবার স্বপ্ন দেখছেন? অথবা একজন ওয়েব ডিজাইনার , কিংবা বিশ্বমানের একজন ডেভলপার ?। কিন্তু অর্থের অভাবে বা গাইড লাইন এর অভাবে  অপূর্ণ থেকে যাচ্ছে আপনার সেই স্বপ্নগুলো? আপনাদের সেই স্বপ্ন পূরণকে সামনে রেখে আপনাকে একধাপ এগিয়ে দিতেই আমরা টিউট শেয়ার বিডি । ফ্রীল্যান্স নিয়ে স্বপ্ন কে না দেখছি, অনেকে প্রতারিত হচ্ছি, অনেকে চেষ্টা করে যাচ্ছি, অনেকে সফল হচ্ছি । আর বেশির ভাগই বিফল হচ্ছি । কারন আমাদের মত গরীব দেশের পক্ষে ইচ্ছা থাকলেও অর্থ, গাইড লাইন এর যথেষ্ট অভাব। এছাড়া যারা অনলাইন এর ভিডিও টিউটরিয়াল দেখে শিখতে চায় , তারাও পেরে ওঠেনা । কারন প্রিমিয়াম টিউটরিয়াল গুলো অনেক অর্থ ব্যয় করে শিখতে হয়, যা আমাদের বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয় না।
তাই ঢাকায় আমাদের মিট আপের পর এবার আমরা এসেছি চট্টগ্রামে সম্পূর্ণ ৩৫০GB+ টিউটোরিয়াল নিয়ে।

টিউট শেয়ার বিডিঃ টিউট শেয়ার বিডি মূলত একটি গ্রুপ যেখানে সেসব টিউটরিয়াল গুলো বিনামূল্যে শেয়ার করা হয় , যেগুলো হয়ত আপনাদের অনেক অর্থ ব্যয় করে কিনতে হত।

কি কি পাবেন, কবে পাবেনঃ আমারা দুই/এক মাসে একবার করে মিটাপ এর ব্যাবস্থা করে থাকি । এবার আমরা আয়জন করেছি চট্টগ্রামে আমাদের প্রথম মিটআপ।

তারিখঃ ১৯-০৬-২০১৩ (বুধবার)

স্থানঃ ডিসি হিল, চট্টগ্রাম।

সময়ঃ ঠিক সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত । অবশ্যই ১০ টার মধ্যে আসতে হবে এবং ৩ টার পর টিউটোরিয়াল দেয়া যাবে না ।

= ভিডিও টিউটোরিয়াল (সাইজ ৩৫০ গিগা +)

= ই-বই(৪ গিগা +)

মূলত ভিডিও টিউটোরিয়াল ই বেশি পাবেন। ভিডিও টিউটোরিয়াল এর মধ্যে আছেঃ

Lynda.com এর উপর ১৫০+ টি কোর্স আছে যেগুলো দেওয়া হবে একদম ফ্রি তে । এছারাও আছে  TutsPlus , Net plus,RRFoundation,BdGeeks,Bangla Tutorial,PHP academy...... আরো অসংখ্য সব টিউটোরিয়াল ।

টিউটোরিয়াল পেতে করনীয়ঃ

  • দয়া করে অবশ্যই ল্যাপটপ , সাথে চার্জার নিয়ে আসার চেষ্টা করবেন। কারন ল্যাপটপ নিয়ে আসলে টিউটোরিয়াল পেতে অসুবিধা হবে না ।
  • যদি ল্যাপটপ নিয়ে আসতে না পারেন, তাহলে পোর্টেবল (Portable) হার্ড-ডিস্ক নিয়ে আসবেন।
  • যাদের উপরোক্ত কিছুই নেই, তারা পেনড্রাইভ নিয়ে আসতে পারেন।
  • হার্ডডিস্ক, পেন্ড্রাইভ অবশ্যই খালি করে নিয়ে আসবেন।
  •  সঠিক সময়ের একটু আগে আশার চেষ্টা করবেন ।
  • সময় এর দিকটা আমরা কখনই কম বেশি করবো না । সে দিক টা খেয়াল করবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ

  • সকল টিউটোরিয়াল সময়ের অভাবে একসাথে কাউকে দেওয়া  যাবে না । তাই টিউটোরিয়াল নেওয়ার আগে আপনাকে আপনার পছন্দের বিষয়টি নির্বাচন করে আসতে হবে।
  • মিট -আপ শেষে যারা সবগুলো টিউটোরিয়াল পেতে চান , তাহলে আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন । গ্রুপে যোগ দিতে পারেন এখানে
  • তাছাড়া  দুই/এক মাস পর পর  আমাদের মিটাপ হবে । এতএব, আপনার পছন্দের কোন টিউটোরিয়াল বাদ পরে গেলে টেনশন এর কিছু নেই ।
এছাড়াও বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানে,
আব্দুল্লাহ-আল-ইমরান- 01673780365
ম্মোহাম্মদ জুনায়েদ- 01832748383
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/tutsharebd/

Level 0

আমি Abdullah Al Imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

H! I am Abdullah-Al-Imran. I am a college student and at present I am in Dhaka College. I live at Demra in Dhaka. I really love technology and computing.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই রাজশাহীর শাহরিয়ার ইসলাম ভাই কি ডাটা গুলো পেয়েছেন?

Level 0

ভাই রাজশাহীর শাহরিয়ার ইসলাম শোভন ভাই কি ডাটা গুলো পেয়েছেন? যদি পেয়ে না থাকেন তবে কবে নাগাত পেতে পারেন জানালে উপকৃত হবো।।।

Level 0

ASP.Net, Iphone app development, andoird app development ai types er tutorial gulo ki ache apnader kache???????????

Level 0

এমন উদ্যোগের জন্য আমি “টিউট শেয়ার বিডি”-র সকল সদস্যদের অভিনন্দন জানাই। আমিও এমন সুযোগ গ্রহন করতে ইচ্ছুক, কিন্তু আমার অবস্থান চট্রগ্রাম হতে অনেক দুরে। তাই জানতে ইচ্ছা করছে, এমন মিট আপ পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় করা হবে কিনা? অথবা টিউটোরিয়াল গুলো কোন সার্ভারে শেয়ার করার ব্যাবস্থা করা যাবে কিনা? একটু ভেবে দেখলে আমরাও চট্রগ্রামবাসীর মত উপকার পেতাম।

আপনাদের সাথে অন্তত শুভেচ্ছা বিনিময় করার জন্য আসার ইচ্ছা ছিল। কিন্তু আপনারা যে সময় নির্ধারণ করেছেন এটা অফিস আওয়ার। তারপরও অফিস ম্যানেজ করতে পারলে আসব। আর টিউটোরিয়ালগুলো পরবর্তীতে নেয়ার চেষ্টা করব। কি দেবেন তো ?

Level 0

vai ami dhaka thaki….apnader free tutorial kivae pete pari????????

vai ami o dhaka thaki but ki kore tutorial gulo pete pari.