আপনি কি একজন গ্রাফিক্স ডিজাইনার হবার স্বপ্ন দেখছেন? অথবা একজন ওয়েব ডিজাইনার , কিংবা বিশ্বমানের একজন ডেভলপার ?। কিন্তু অর্থের অভাবে বা গাইড লাইন এর অভাবে অপূর্ণ থেকে যাচ্ছে আপনার সেই স্বপ্নগুলো? আপনাদের সেই স্বপ্ন পূরণকে সামনে রেখে আপনাকে একধাপ এগিয়ে দিতেই আমরা টিউট শেয়ার বিডি । ফ্রীল্যান্স নিয়ে স্বপ্ন কে না দেখছি, অনেকে প্রতারিত হচ্ছি, অনেকে চেষ্টা করে যাচ্ছি, অনেকে সফল হচ্ছি । আর বেশির ভাগই বিফল হচ্ছি । কারন আমাদের মত গরীব দেশের পক্ষে ইচ্ছা থাকলেও অর্থ, গাইড লাইন এর যথেষ্ট অভাব। এছাড়া যারা অনলাইন এর ভিডিও টিউটরিয়াল দেখে শিখতে চায় , তারাও পেরে ওঠেনা । কারন প্রিমিয়াম টিউটরিয়াল গুলো অনেক অর্থ ব্যয় করে শিখতে হয়, যা আমাদের বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয় না।
তাই ঢাকায় আমাদের মিট আপের পর এবার আমরা এসেছি চট্টগ্রামে সম্পূর্ণ ৩৫০GB+ টিউটোরিয়াল নিয়ে।
টিউট শেয়ার বিডিঃ টিউট শেয়ার বিডি মূলত একটি গ্রুপ যেখানে সেসব টিউটরিয়াল গুলো বিনামূল্যে শেয়ার করা হয় , যেগুলো হয়ত আপনাদের অনেক অর্থ ব্যয় করে কিনতে হত।
কি কি পাবেন, কবে পাবেনঃ আমারা দুই/এক মাসে একবার করে মিটাপ এর ব্যাবস্থা করে থাকি । এবার আমরা আয়জন করেছি চট্টগ্রামে আমাদের প্রথম মিটআপ।
তারিখঃ ১৯-০৬-২০১৩ (বুধবার)
স্থানঃ ডিসি হিল, চট্টগ্রাম।
সময়ঃ ঠিক সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত । অবশ্যই ১০ টার মধ্যে আসতে হবে এবং ৩ টার পর টিউটোরিয়াল দেয়া যাবে না ।
= ভিডিও টিউটোরিয়াল (সাইজ ৩৫০ গিগা +)
= ই-বই(৪ গিগা +)
মূলত ভিডিও টিউটোরিয়াল ই বেশি পাবেন। ভিডিও টিউটোরিয়াল এর মধ্যে আছেঃ
Lynda.com এর উপর ১৫০+ টি কোর্স আছে যেগুলো দেওয়া হবে একদম ফ্রি তে । এছারাও আছে TutsPlus , Net plus,RRFoundation,BdGeeks,Bangla Tutorial,PHP academy...... আরো অসংখ্য সব টিউটোরিয়াল ।
টিউটোরিয়াল পেতে করনীয়ঃ
বিশেষ দ্রষ্টব্যঃ
আমি Abdullah Al Imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
H! I am Abdullah-Al-Imran. I am a college student and at present I am in Dhaka College. I live at Demra in Dhaka. I really love technology and computing.
ভাই রাজশাহীর শাহরিয়ার ইসলাম ভাই কি ডাটা গুলো পেয়েছেন?