গতকিছুদিন আগে একটা একটা ডিজিটাল ক্যামেরা পেলাম। sony cyber short DSC-WX9। চমতকার একটি ক্যামেরা। 16.2 megapixel ক্যামেরাটিতে রযেছে Exmor R backside-illuminated CMOS sensor যা iphone 4 এ রয়েছে। এই sensor টি আল্প আলোতেও চমতকার ও দ্রুত ছবি তুলতে পারে।ক্যামেরাটি সম্পূর্ণ HD movie ক্যাপচার করতে পারে।এটির আছে আটো ফোকাছ, এডযাষ্ঠ করার যামেলা নেই। এছাড়া আরো আছে নানান ধরনের ফিচার। এর ভিডিও গুলো ও চমতকার।
তবে হ্যা এর একটি সমস্যা আছে, এর বাটন গুলো ছোট ছোট যা ব্যবহারের একটু সমস্যা হয় তা ছাড়া এককথায় দারুন একটি ক্যামেরা । কেউ যদি ক্যামেরা কেনেন তবে এটি একবার দেখতে পারেন।
আমার তুলা কিছু ছবি শেয়ার করছি: রাতে তুলা
পরন্ত বিকালে:
আরো কিছু চমতকার ছবি ছিল। ছবিরসাইজ খুবই বড় তাই আপলোড করতে পারলাম না। এই ছবিগুলো ফটোশপে ছোট করে আপলোড করলাম। কিছু ভুল হলে ক্ষমা করবেন। ধণ্যবাদ।
আমি masudqm। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
What is the price?