চীনে অবশেষে ইন্টারনেট ফিল্টার বন্ধ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। চীন সরকারের কড়া নিষেধাজ্ঞা সত্বেও ইন্টারনেট ফিল্টার বন্ধ করলো প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, চীনা গুগল ব্যাবহারকারীরা স্বয়ংক্রীয়ভাবে হংকংয়ের আন-সেন্সরড গুগল ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। ফলে এখন থেকে চীনা ইন্টারনেট ব্যাবহারকারীরা গুগলের মাধ্যমে যেকোন ধরনের তথ্য খুঁজতে পারবেন।
চীন সরকারের একজন মুখপাত্র বলেন, ‘ ইন্টারনেট ফিল্টার বন্ধ করার মাধ্যমে গুগল চীনের সাথে তাদের লিখিত প্রতিশ্র“তি ভঙ্গ করেছে। এটা অত্যন্ত দু:খজনক। আমরা গুগলের কাছে এমনটি প্রত্যাশা করিনি।’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র মাইক হ্যামর বলেন, ‘এতদিনের মধ্যে গুগল এবং চীন একটি নির্দিষ্ট সমঝোতায় পৌছাতে পারেনি এটা খুবই হতাশাজনক। উভয়ের উচিৎ ছিল চীনে যাতে গুগল তাদের কার্যক্রম চালাতে পারে তার একটা সমাধান বের করা।’
গুগলের প্রধান আইন কর্মকর্তা ডেভিড ড্রামন্ড বলেন, ‘ গুগলের চীনা ভাষার সংস্করন ব্যাবহারকারীরা গুগলের হংকং সংস্করন গুগল ডটকম ডটএইচকে ঠিকানায় রিডাউরেক্ট হবে। গুগলের হংকং সংস্করনটি আইনগতভাবে আন সেন্সরড সাইট। আমরা গভীরভাবে বিশ্বাস করি চীন সরকার আমাদের সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে দেখবে। ’
গুগলের চীনা সংস্করন ব্যাবহারকারীদের জন্য হংকং সংস্করনের হোমপেজে নতুন ফিচারের সকল আপডেট পাওয়া যাবে। আর পুরাতন ফিচারের কি কি নতুন এ সংস্করনে থাকছেনা তা ও জানা যাবে বলে জানিয়েছে গুগল।
ইন্টারনেটে কঠোর বাধ্যবাধকতা, ফিল্টারিংয়ের নির্দেশ, সাইবার আক্রমন এবং জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় গত জানুয়ারিতে প্রথম চীনে সার্চ ইঞ্জিন বন্ধ ও চীনে গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্ট ফিল্টারিং এবং চীনে এর সকল কার্যক্রম বন্ধের হুমকি দেয় গুগল।
আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।
valO