৩১ মার্চ শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো….. আপনার মতামত প্রত্যাশা করি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে আগামী ৩১ মার্চ ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো-২০১০। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন প্রযুক্তি, কর্মপদ্ধতি, প্রযুক্তিপণ্য ও সেবা এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক এ প্রদর্শনী শেরাটন হোটেলে ৩ এপ্রিল পর্যন্ত চলবে।
সম্প্রতি অমর একুশে বইমেলায় বাংলাদেশ কম্পিউটার সমিতির স্টলে ডিজিটাল ডেটাবেইস তৈরি কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে র‌্যাফল ড্র-তে বিজয়ীদের পুরস্কার প্রদানে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, 'ডিজিটাল বাংলাদেশ ধারণাকে এগিয়ে নেওয়ার জন্য সরকারি সহায়তায় আমরা গত বছর প্রথমবারের মতো বিসিএস ডিজিটাল এক্সপো-২০০৯-এর আয়োজন করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা সুন্দর করে এবারের বিসিএস ডিজিটাল এক্সপো-২০১০ আয়োজন করতে যাচ্ছি।'
দেশের আউটসোর্সিংয়ে অর্থ পাওয়ার প্রতিবন্ধকতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আমরা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছি। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি।' এবারের প্রদর্শনীতে থাকবে কম্পিউটার ও এক্সেসরিজ, ল্যাপটপ, নোটবুক, পামটপ, আইপড, মোবাইল পিডিএ ও স্মার্টফোন, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল স্টিল ও ভিডিও ক্যামেরা, এলসিডি মনিটর ও টেলিভিশন, ডিজিটাল ফটোফ্রেম, পোর্টেবল অডিও ডিভাইস, ওয়্যারলেস কি-বোর্ড, নেটওয়ার্ক ও ইন্টারনেট, ওয়াইম্যাক্স কানেক্টিভিটি, ওয়াইফাই এবং বিভিন্ন সফটওয়্যারসহ নানান প্রযুক্তি পণ্যের প্রদর্শনী। তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন ডিজিটাল প্রকাশনা থাকবে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। এ ছাড়া প্রদর্শনীতে প্রতিদিনই থাকবে প্রযুক্তি বিষয়ক সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা সভা, প্রযুক্তি উপস্থাপন ইত্যাদি। থাকছে বিনা মূল্যের ইন্টারনেট ও গেমিংজোন। প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। বিসিএস ডিজিটাল এক্সপো সম্পকে যেকোন তথ্য জানতে দেখতে পারেন বিসিএসডিজিটালএক্সপো ডটকম ডটবিডি ঠিকানার সাইটটি। আসন্ন এই মেলা নিয়ে কারো বিশেষ মতামত থাকলে এখানে বলতে পারেন। সময়মত তা পৌছে যাবে বিসিএস সভাপতি মোস্তাফা জব্বারের কাছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি আল-আমিন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পেশা সাংবাদিকতা, কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। বর্তমানে দৈনিক কালের কন্ঠে কাজ করছি। ব্লগিংয়েও নিয়মিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালাই চালাইয়া জাও

কিন্তু আমাগো Link টা জেন ঠিক থাকে

    আমাগো লিংক তো ঠিক থাকবোই ভাই। আপনার সাথে তো অনেকদিন দেখা নাই। আছেন কেমন?

ভাল আইডিয়া আল-আমিন কবির ভাই। মতামত আর কি দিব আমরা। দিলেও কোন কাজ হবে নাকি?

    অফিসিয়াল ওয়েব সাইটে দেন কাজ হবে।

    কেন কাজ হবেনা সুখন? অবশ্যই হবে। চাইলে জরুরী ব্যপারে বিসিএসএর সাথে সরাসরিও কথা বলতে পারো। ধন্যবাদ মন্তব্যর জন্য।

    আমরা চাই দ্রুত এগিয়ে যাক বাংলাদেশ। সরকারের উচিত ডিজিটাল বাংলাদেশ গড়তে দ্রুত পদক্ষেপ নেওয়া। এমনি তেই আমরা অনেক পিছিয়ে আছি। কাজের কাজ করতে হবে।শুধু বললেই হবে না।

    বাংলাদেশ এগিয়ে যাবেই। বিপ্লব শুরু হয়েছে। তথ্য প্রযুক্তির বিপ্লব। প্রতিবন্ধকতা কাটিয়ে উঠছে দেশ। আমরা এগিয়ে চলেছি……. ভালো থেকো।

আশা করি ভালো হবে ।

    সাধারণ মানুষ হিসাবে আমরাও তাই আশা করি। ধন্যবাদ মন্তব্যর জন্য।

ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে ভুমিকা রাখবে বিসিএস ডিজিটাল এক্সপো প্রদর্শনী। সাধারণ মানুষ হিসাবে আমরও তাই আশা।

    আমিও তাই মনে করি। আশা করি এতে জনসাধারনের আশা আকাংখার প্রতিফলন ঘটবে।

ল্যাপটপ বা নোটবুক এর দাম এ কি কোন ছাড় দেয়া হচ্ছে?
একটা কিনতাম।

    এখনো জানিনা কোনটাই কি ছাড় ঘোষনা করবে প্রতিষ্ঠানগুলো। তবে ঘোষনা হলেই তোমাদের জানাতে পারবো আশা রাখি। ভালো থেকো।