গুগল স্মার্টফোন ‘জি প্রো’ আসছে জুলাইয়ে
আলোচ্য বছরেই স্মার্টফোন নিয়ে বিশ্ব উন্মাদনায় মাঠে নামছে গুগল। তবে গুগল সরাসরি হ্যান্ডসেট তৈরি করছে না। সফটওয়্যার সলিউশন দিচ্ছে গুগল। আর হার্ডওয়্যারের কাজটি সারবে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিনির্মাতা এলজি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।
এ উদ্যোগের ধারাবাহিকতায় স্মার্টফোন এলজি গুগল নেক্সাস ৪ আর এলজি অপটিমাস জি আগেই বাজিমাত করেছে। এখন অপেক্ষা তাই জুলাই মাসে আসন্ন ‘অপটিমাস জি প্রো’ মডেল নিয়ে।
এ মডেলের বৈশিষ্ট্য ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, পর্দার রেজ্যুলেশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে ৪০০ পিক্সেল ডিসপ্লে নিশ্চিত হবে। আছে ১৬ জিবি মেমোরি। আর স্টোরেজ বাড়াতে আছে মাইক্রোএসডি স্লট।
এ ছাড়াও গতি আর মাল্টিটাস্কিং নিশ্চিতে আছে ২ জিবি (জঅগ), কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ কোয়াডকোরের ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ব্যাটারি ক্ষমতায় আছে ৩১৪০ এমএএইচ ব্যাটারি। এ ব্যাটারি চার্জ হবে তারহীন পদ্ধতিতে। একে ‘কিউআই’ স্ট্যান্ডার্ড বলে।
সম্পূর্ন বিবরণ
ধারনাকৃত মূল্য LG থেকে বলা হয়েছে
Price in BD 61,400.00 Taka
Price in USA 763.00 Dolar
ভাল লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ।
আমার ওয়েব সাইট ভাল লাগলে ঘুরে আসবেন সকল নতুন মুভির জন্য ।
আমি skdurjoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
price ki real …