আপনারা নিশ্চয়ই জানেন টেকটিউনসের টিউনারদের প্রতিটি টিউনের জন্য নিজস্ব নীতিমালা রয়েছে।
বিভিন্ন কারনে এর পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন এর দরকার হয়ে থাকে। আজকের মিটিং এ মূলত এই নীতিমালা নিয়েই আলোচনা হয়েছে।
মডারেশন নীতিমালার কিছু
- টেকটিউনস এর মডারেটরগন আসলে টিউনারদের মোটিভেটর বা টিউনারদের গাইড লাইনার এর দায়িত্ব পালন করবেন। যাতে করে নতুন টিউনাররা ভাল ও উন্নত মানের টিউন করতে আগ্রহী হয়।
- নতুন টিউনার দের টিউন ফরমেটিং, বানান সংশোধন করে দেওয়া, ছবি এবং লিঙ্ক সমুহ ঠিক করে দেওয়া ইত্যাদি কাজই মডারেটরদের কাছে প্রাধান্য পাবে।
- যে কোন ব্লগার বা টিউনার তার নিজস্ব ব্লগে প্রকাশিত লেখা টেকটিউনসে প্রকাশ করার ক্ষেত্রে কোন সূত্র না দিলেও হবে।
- কিন্তু একাধিক ব্লগে ও অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম (যেমন-সামু বা প্রথম আলো ব্লগ) এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে সূত্র দিতে হবে, টিউনার এর নাম সহ।
- কপি পেস্ট টিউন বা বাংলিশ (বাংলা এবং ইংরেজী মিশ্রিত), ইরেংজী টিউন সমুহ পেন্ডিং করে দেওয়া হবে।
- টিউনারদের যে কোন সাহায্য জন্য মডারেটরদের সাথে যোগাযোগ করতে পারবে। এজন্য টেকটিউনসের প্রত্যেক মডারেটর এর ইমেইল এ্যাড্রেস থাকছে।
- কোন প্রকারের অসমাপ্ত টিউন বা অর্ধেক টিউন প্রকাশ করা যাবে না। শুধু মাত্র লিঙ্ক দেয়ার উদ্দেশ্য কমেন্ট করা যাবে না।
- ট্যাগ ব্যাবহার এর ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক ট্যাগ ব্যাবহার করা হবে।
- বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ করা যাবে না। লিংক দেওয়া যাবে।
- কোন রকমের এডসেন্স বা এফিলিয়েট মার্কেটিং জাতীয় এ্যাড টিউনে দেয়া যাবে না।
এখানে নীতিমালার অল্প কিছু বিষয় তুলে ধরা হয়েছে। নীতিমালার পূর্নবিবরন খুব শীঘ্রই টিউনের মাধ্যমে প্রকাশ করা হবে।
উপস্থিত ছিলেন
- মেহেদি হাসান ভাই - CEO
- টিনটিন ভাই - মডারেটর
- হাসিব – সাব-মডারেটর
- শিমুল ভাই - সাব-মডারেটর
- রকিবুল হায়দার - সাব-মডারেটর
- ফাহিম রেজা বাধন - সাব-মডারেটর
- শাকিল আরেফিন- প্রোমোশন ম্যানেজার
- রলিন- গ্রাফিক্স এডিটর
- এবং সাম্য- ইভেন্ট ম্যানেজার
আর কি কি থাকতে পারে মডারেশন নীতিমালায়? এ ব্যাপারে কোন পরামর্শ থাকলে কমেন্ট এ উল্লেখ করুন।
সবাই ভালো থাকবেন, আর আশা করি টেকটিউনসের সাথেই থাকবেন।
আজ নবনির্বাচিত সাব-মডারেটর’দের অভিষেক হয়েছে কী? হয়ে থাকলে তাদের জন্য শুভকামনা।