কমদামে পূর্ণ গতির ইন্টারনেটের দাবিতে রংপুরে মানববন্ধনের ডাক

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বর্তমানে মেগাবাইট/ সেকেন্ড ব্যান্ডউইথের মুল্য ৪৮০০ টাকা। এ হিসাবে ৬০ সেকেন্ড বা ১মিনিটে অপারেটর সরকারের কাছ থেকে ব্যান্ডউইথ পায় ৬০ মেগাবাইট এবং বা ১ ঘন্টায় ৩৬০০ মেগাবাইট এবং ২৪ঘন্টায় ৮৬৪০০ মেগাবাইট। এভাবে ৩০দিনে বা ১মাসে ব্যান্ডউইথ পায় ২৫৯২০০০ মেগাবাইট বা ২৫৩১.২৫ গিগাবাইট এ হিসেবে ১গিগাবাইট ব্যান্ডউইথের মূল্য ০.৫২৭৩৪৩৭৫ পয়সা। অথচ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনসহ অন্য অপারেটরগুলো পি১ প্যাকেজে গ্রাহকের ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ নিচ্ছে ২০৯৭১.৫২ টাকা।

অন্যান্য প্যাকেজেও তারা ৩০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত নিচ্ছে।

এর প্রতিবাদে অর্থাৎ ইন্টারনেট বিল কমানোর দাবিতে আগামীকাল ৩১শে মে সকাল ১১ টায় রংপুরে প্রেস ক্লাব এর সামনে আমরা মানববন্ধন করবো।
আমাদের দাবি-

* প্রতি মেগা বাইট ০.১০ পয়সা

* প্রতি গিগা বাইট ১০.০০ টাকা

* আনলিমিটেড ২৫০ টাকা/মাস

* ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।

* ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহৃত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার সাথে সাথে যোগ করে দিতে হবে ।

* গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।

রংপুরের ইভেন্টের লিঙ্ক- http://on.fb.me/140zbhu

আপনারা সবাই ব্যানার ফেস্টুন নিয়ে চলে আসবেন। আর রংপুরের সবাইকে অনুরোধ করছি এটা শেয়ার করে বা ফ্রেন্ডদের ইনভাইট সবাইকে জানিয়ে দিতে।

বি.দ্রঃ আগামীকাল সকাল ১১ টায় ইন্টারনেট বিল কমানোর দাবিতে ঢাকায়ও এক বিশাল সমাবেশ হবে। শাহবাগে। ঢাকার বন্ধুদেরও সেখানে যোগ দিতে অনুরোধ করছি।

Level 0

আমি arghyabanik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Cycle Warrior Of Rangpur – CWR tomadar sata asa vai……………………..

https://www.facebook.com/cwr777

Level 0

আসুন আমরা সবাই মিলে এক হই।তারা বুঝেন নাই জনগনের শক্তি।দাবি না আদায় হওয়ার পর্যন্ত
আন্দোলন চলবে। সবাই মিলে ফাটিয়ে দিই এ সরকারকে এবং মোবাইল ফোন অপারেটর গুলোকে।
আমাদেরও শক্তি আছে। আমাদের দ্বারা সম্ভব ও আমরাই পারব। একদিন করব জয়।

Level 0

সবাই আসবেন কিন্ত। আশা রইলাম…………।।

Level 0

* প্রতি মেগা বাইট ০.১০ পয়সা

* প্রতি গিগা বাইট ১০.০০ টাকা

* আনলিমিটেড ২৫০ টাকা/মাস

ফাইযলামি পাইসেন না?
টিউন করতে পারেন না তাইলে করেন কেন?
টিটিতে পোস্ট করার আগে জেনে বুজে করবেন অতবা ব্যান্ড হবেন।

জেনে রাখুন…
১ জিবি নেট এর জন্য সরকার কেই ১৩.৯৮ টাকা দিতে হয়। সাথে ৭-২১% সিস্টেম লস তো আছেই। আর যোগ হয় টাওয়ার বা সংযোগ ক্ররস ও কম না।
৩৫-৫০ টাকা চাইতে পারতেন তাইলে লয়কে পাগল বলত না

Level 0

ভাই, আমি ইন্টারনেট এর দাম কমানো সম্পর্কে অনেক গুলো পোস্ট পড়লাম টেকটিউনসএ! সবার কথার মধ্যে ঘাপলা আসে! কেও গিগাবাইট ১০ টাকায় কেও ২০ টাকায় কেও আবার ৫০ টাকায় চায়! কিন্তু আসলে কেও একমত না! যার যা ইচ্ছা তাই বলতেসে! আসলে আমি মনে করি সবার একমত হওয়া উচিত তা না হলে সরকারকে দায়িত্ব দেয়া উচিত এতা নির্ধারণ করার! আর আনলিমিটেড ২৫০ টাকায় চাই মানে কি? আনলিমিটেড এর তো একটা DEFINATION থাকতে হবে! কেও এটা নির্দিষ্ট করে বলে না! আমার মনে হয় সর্বনিম্ন 1MBPS দেওয়া উচিত ব্রডব্যান্ড ইউজারদের ৫০০ টাকায়!

১জিবি ১০টাকায়?তাহলেতো কোন দাবিই মানবে না হাম্বালীগ।