আমি সকল টিউনার ভাইদের কে বলছি। আসুন আমরা ইন্টারনেটের মূল্য কমানোর জন্য অবস্থান কর্মসূচি করি।যতদিন আমাদের দাবী পূরন না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সকল টিউনার ভাইদের দৃষ্টি আকর্ষন করে বলছি। আপনারা যেভাবে ইন্টারনেটের মূল্য কমানোর জন্য টিউন করতেছেন কোন লাভ হবেনা। কারন গ্রামীন ফোনের মতো এমন হারামি কোম্পানী আরো আছে কি না আমার জানা নাই। আমি একটি কথা বলি মাইন্ট করবেন না- আমার দাদা বলতো তুমি যদি নিরিহ কারো শরীলে হাত তোল, তাহলে সে বলবে এই বিচার একদিন আমি করবো, আর যদি ক্ষমতাবান লোকের গায়ে হাত তোলেন তাহলে এই বিচার নগদ করে ফেলবে। আমি এই কথাটি দিয়ে এটাই বোঝাতে চেয়েছি আমরা এতদিন নিরিহ ছিলাম বলে, মোবাইল কোম্পানীগুলো আমাদের উপর অমানুষীক নির্যাতন করেছে। আর আমরা নিরবে সয্য করেছি, আর নিরীহ হয়ে কারো ওপর ভরসা করে বসে থাকলে চলবেনা। এখনতো আমারা আমাদের দাবীর বিষয়ে সরকারে নিরব অবস্থানের কথাও জানতে পেরেছি। এখন আর দুর্বর হয়ে বসে থাকলে চলবেনা। আসুন আমরা রাস্তায় নেমে পরি। আর তাদেরকে ছাড় দেয়া হবে না। আমাদের দাবী এখন মানতেই হবে।

প্রীয় টিউনার ভাইয়েরা আমরা কি পারিনা দেশের সকল ইন্টারনেট ব্যাবহার কারীরা মিলে একটি অবস্থান কর্মসূচি পালন করতে।
আমি এই বিষয়ে আপনাদের মতামত চাই।
যদি হয় তাহলে আমরা একটি দিন ঠিক করে আন্দোলনে নেমে যাব।
আমাদের দাবী যতক্ষন পূরণ করা না হবে ততক্ষন বাড়ীতে ফিরবনা।
ইনশাআল্লাহ।

Level 0

আমি Rafiqul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সহমত প্রকাশ করছি । ইনশাল্লাহ কিছু একটা এবার হবেই ।

সহমত।

Level 0

আমাদের বাঙ্গালীদের একটা স্বভাব, সাহস করে কোন কাজ শুরু করতে পারিনা। আপনি আগে শুরু করেন তার পর আমি আসব, এটা বলতে পারি। এগুলি করলে কি কোন সমাধান হবে? আমরা যদি ফ্লেক্সিলোডের ব্যাবসায়ীদের মতো আন্দোলন করি, তাহলে আমাদের পূরন হবে দূরের কথা, চেষ্টা করবে নেটের মূল্য আরও বৃদ্ধি করাতে। একটা কথা আছে, কোন কিছুর ঝামেলা লাগলেই সমাধান হয়, আসুন আমরা একটা ঝামেলা শুরু করে দেই, তারপর দেখবেন সবকিছু সমাধান হয়ে আসছে। নেটের মূল্য না কমিয়ে যাবে কোথায়? আপনারা মতামত দিন আমাদের প্রথম কর্মসূচি কি হতে পারে।

    @rafiqul28:এই আন্দোলনে সঠিক দিক নির্দেশনা দেবার মত কোনো নেতা নেই। 🙁

Level 0

এইটা একটা যুগান্তকারী প্রদক্ষেপ হতে পারে। আমরা সবাই মিলে সুরু করতে পারি।

Level 0

আমি দেখেছি অনন্য টিউনের চেয়ে আমার টিউনটি অনেক কম সংখ্যক লোকে পরেছে। তেমন কোন মন্তব্য ও হয়নি। এতএব খুব সহজেই বুঝা যায় যে আমার পিছনে কেও থাকবেনা। আমাকে একলা চলতে হবে।
“ যদি তোর ডাক শুনে কেও না আসে, তবে একলা চলরে” আমার মনে হয় না আমরা নেটের মূল্য ১ টাকা কমাতে পারবো না।
আমার একলা আন্দোলনে কারও কিছু হবেনা।