আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাকরি ভালোই আছেন। অনেক দিন ধরে ব্লগ নিয়ে হৈ চৈই চলছে এই কারনে দেশে অস্থিরতা বিরাজ করছে। এখন সাধারন মানুষ ব্লগারের নাম শুনলেই গালি দেয় থুতু দেয় নাস্তিক বলে সম্বোধন করে কিছু মানুষের উছৃঙ্খল লেখা লেখির কারনে আজকের এই পরিস্থিতি । আমরা যারা টেকটিউস পরিবারের সদস্য আমাদের মনের মধ্যেও অস্থিরতা বিরাজ করছে কিন্তু কেন, আমরা কি বিজ্ঞানকে আমাদের মঙ্গলের কাজে লাগাতে পারিনা? কুড়াল দিয়ে যেমন মানুষ মারা যায় তেমনি এই কুড়াল দিয়েও মানব জাতির কল্যান হয় তাই বলে সর্ব শক্তিমান আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের তৈরী বিজ্ঞানের কোন দোষ নাই। আমার দেখা সবচেয়ে ভালো একটি বাংলা সোস্যাল ব্লক সাইট হচ্ছে টেকটিউনস যেখানে তাদের নিজস্ব বিধি বিধান আছে যার মাধ্যমে টিউনারা সাবধান হতে পারে এটাই নিয়ম। উদাহরণ স্বরূপ বলতে পারি যখন আপনি নতুন কোন পোষ্ট করবেন তখন পোস্টের ঘরে নিয়ম কানুন লিখা থাকে এখন আপনি যদি এই নিয়ম ভাঙ্গেন তাহলে আপনার পাবলিশ করা পোষ্টটি তারা মুছে দিবে তাতে আপনার কি লাভ হলো অপ্রাসঙ্গিক লেখা লেখি করে। সব মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে তার জন্য আবার আছে কিছু বিধি বিধান। মত প্রকাশের অনেক বিষয় আছে তারমধ্যে প্রযুক্তি, শিক্ষা, আচার ব্যবহার, ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতি, ভাষা সহ আরো অনেক কিছু যা বলে শেষ করা যায় না তবে ধর্ম্ বিষয়ে মত প্রকাশের আগে নিজেকে অন্য ধর্মের ব্যপারে জানতে হবে। কোন কিছু না জেনে সাংঘর্ষিক কোন কিছু লিখালেখি করলে যেমন কোন উপকার হয় না তেমনি সমাজ এবং রাষ্ট্রে অস্থিরতার সৃষ্টি হয় যা সমাধান করা কষ্ট কর। সবার মন মানসিকা এক নয় কেউ এরিয়ে চলে কেউ মুখে প্রতিবাদ করে আবার কেউ ধ্বংসাত্বক কাজের মাধ্যমে প্রতিবাদ জানায় যা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। একারনেই ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগের সাইটগুলো নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে এগুলোতে যাতে আপত্তিকর কোনো বিষয় দেখা না যায় তা নিশ্চিত করতে বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান।
এদিকে ভিওআইপি বন্ধের নামে ইন্টারনেটে আপলোডের ক্ষেত্রে ৭৫ শতাংশ ব্যান্ডউইডথ বা গতি কমিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ কারণে ইন্টারনেট সেবাদানকারী ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো ব্যাপক দুর্ভোগে পড়েছে।
গতকাল তথ্যমন্ত্রী জানান, এ প্রযুক্তি চালুর পর ফেসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে। ফলে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রয়োজন হবে না। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে আপত্তিকর বিষয়গুলো আটকানোর প্রযুক্তিগত কাজ শুরু হবে। আমরা এটাকে সাধুবাদ জানাই, ঘোড়ার লাগাম অবশ্যই থাকতে হবে নইলে কন্ট্রোল করা মুশকিল। ইউটাব বন্ধের কারন সবাই জানেন মহা নবী (সাঃ) কে কটুক্তি করে ফিল্ম তৈরী করার করনে। বাংলাদেশ সরকার এই ছবি টি মুছে ফেলার আবেদন জানায় কিন্তু তারা শুনেনি তাই দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে বন্ধ করে দিয়েছে, আবারও চালু হবে তবে তদারকি থাকবে কঠোর ভাবে।
তাই আমরা যারা আছি আমাদের অবশ্যই একটি করে ফেসবুক একাউন্ট এবং নিজস্ব ব্লগ আছে সবাই চেষ্টা করব শিক্ষানীয় বিষয় নিয়ে লেখালেখি করতে যাতে বাংলাদেশের মত অজ্ঞানী জনগোষ্ঠিকে সাবলম্বি করে তোলা যায় এটাই আশা এটাই আমাদের কাম্য। সবাইকে ধন্যবাদ
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amader sobar account a ki hochche ta govt dekhbe, atato moteo valo kotha na, very bad, gonotantrik desh a arup achoron moteo kammo noy