এটা আমার প্রথম পোস্ট টেক টিউনস এ তাই ভুল হলে ক্ষমা সুন্ধার দৃষ্টিতে দেখবেন আশাকরি
Passport করাটা বর্তমানে একটি যুদ্ধ জয়ের মত ব্যপার ,এটা সবাইকেই এক বাক্যে স্বীকার করতে হবে ।কারন আপনাকে পদে পদে হয়রানির স্বীকার হতে হবে
এর জলন্ত উধারন আমি। ২দিন রায়েরবাগ গিয়া আমি যে তিক্ত অভিজ্ঞতার মুখমুখি হয়েছি তা কোন দিন ভোলার নয়।গতকাল মানে ১৫ই মে সকাল ৮টা রায়েরবাগ গেলাম একখানা Online Passport form নিয়া । জিজ্ঞাসা করলাম Bank Draft কোথায় একজন বলল Jatrabari গেলাম ১০ টায় Bank খোলে টাকা জমা দিয়া রায়েরবাগ মাজখানে অসহ্য যানজট ।রায়েরবাগ আশার পর বিসাল লাইন সবাই Passport এর জন্য আসছে।লাইনে দাঁড়ালাম সারাদিন গেল দুপুর ২.৩০ মি. ঢুকলাম তখন বলল যে আর form জমা নেয়া হবেনা কাল আসেন।তবে লাইনে দাড়িয়ে যেটা দেখলাম দালালদের দইরথ।সাধারন মানুষ তাদের কাছে জিম্মি। টাকার বিনিময় তারা কোন লাইন ছড়াই লাইন ছাড়া লোকদের ফর্ম জমা করে দিতাছে ।আর এত কষ্ট করে যারা লাইনে দাড়ায় আছে তাদের কোন দাম নাই। যাইহোক গতকাল ফিরত আসলাম বাসায় আজ সকাল ৭.৩০ মি. এ পৌঁছলাম রায়েরবাগ লাইন ছোট যিনি ফর্ম স্বাক্ষর করবেন উনি কুছুক্ষণ পরপর আসে আবার কিছু ফর্ম স্বাক্ষর করে আবার কোথায় যেন চলে যায়।
যাইহোক স্বাক্ষর হল ফর্ম দুপুর ১২.১০ মি. উপরে গেলাম আবার লাইন দাড় হলাম প্রায় ২০ জন এর পর ঢুকলাম ফর্ম দেখালাম অনলাইন ফর্ম দেখে বলল ২০৮ নং কক্ষে যেতে মনটা খারাপ হল ।কারন ওঁই রুমটা ছিল ডাটা এন্ট্রির যেহেতু আমি অনলাইনে ফর্ম পুরন করছি তাই আমার ওঁই লাইনটাতে দারণর কোন দরকার ছিলনা
কি করার কার কাছে কোন তথ্য নাই কথাও কিছু লিখাও নাই।
আবশসে ছবি উঠায় আসলাম অনেক খাটা খাটুনির পর।
তাই যারা নতুন PASSPORT করবেন তাদের জন্য আমার কিছু টিপস হয়ত কাজে লাগবে।কারন আমি চাই না আপনারও আমার মত বিপদ এ পরেন
যদি Clear Cut way চান তবে দালাল দিয়া করতে পারেন।আর যদি মনে করেন নিজে নিজে করবেন তাহলে
১.অনলাইন এ ফর্ম পূরণ করুন Click Here
২.একদিন সময় মত JATRABARI SONALI BANK BRANCH এ গিয়া টাকা জমা দিয়া আসুন এবং জমা রসিদ এ Bank থেকে একটা নাম্বার দিবে ওইটা সহ PASSPORT ফর্ম এ Bank এর নাম ও Jatrabari শাখা লিখুন অবশ্যই ENGLISH এ লিখবেন ।
৩.খুব সকাল এ যাওয়া চেষ্টা করুন মনে রাখবেন যত সকাল এ যাবেন আপনার জন্য ততই মঙ্গল।
৪.ফর্ম জমা হয়ে গেলে ফর্ম নিয়া সরাসরি ২০৬ অথবা ২০৮ নং কক্ষে চলে যান কারন আপনি যেহেতু অনলাইন এ ফর্ম পূরণ করছেন তাই আপনার ডাটা এন্ট্রি লাইন এ দারাতে হবে না।কেউ বললে বলবেন অনলাইন ফর্ম।
৫.ফিঙ্গার প্রিন্ট ও ছবি তুলে রসিদ নিয়া বাড়ি এসে Passport এর জন্য অপেক্ষা করুন।
আমি সায়িম Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai jan ,ami o apner thake veshi problem a porachilam.ami online a poron o bank draft koray joma ditay gelam,kintu joma nilona.tara bollo gupalgonj a kora lagbe karon ami parmanent address shariyatpur diyacilam.jaihok akjon dalal doray poray joma dite holo…………