এস.এস.সি -র রেজাল্ট নিয়ে শিক্ষাবোর্ড ও মোবাইল অপারেটরদের ব্যবসা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এবার এস.এস.সির রেজাল্ট নিয়ে ব্যবসায় নেমেছে আমাদের দেশের শিক্ষাবোর্ড।
যেখানে দুপুর ২ টার সময় ইন্টানেটে রেজাল্ট দেওয়ার কথা সেখানে দেওয়া হল মুল(গড়) GPA.
কিন্তু কোন বিষয়ে কি গ্রেড পাওয়াগেছে তা দেওয়া হয়নি। দেওয়া হয়েছে মোবাইল অপারেটর দের কাছে।
বিভিন্ন মোবাইল অপারেটরে SMS পাঠালে তারা সকল বিষয়ের প্রাপ্ত GPA দেখাচ্ছে,কিন্তু ইন্টারনেটে এই সুবিধা বন্ধ রেখেছে শিক্ষাবোর্ড।
এখন ৬.৩০ টা বাজে পোষ্টটি করলাম,এখনো ইন্টারনেট-এ রেজাল্ট এর একই অবস্থা।
এটাকে ব্যবসা ছারা আর কি বা বলবেন?

এমনিতেই আমাদের দেশের শিক্ষার যে অবস্থা তার উপর আবার শিক্ষানিয়ে ব্যবসা শুরু করে দেওয়া হয়েছে।
এতে আবার প্রমানিত আমরা কতটা আমরা কত তারাতারি ডিজিটাল বাংলাদেশ গড়তে সফল হব।

Level 0

আমি শাহ্‌নেওয়াজ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তাদের সাইটের যে অবস্থা । আমি বিকাল ৩ টায় ঢুকতে পেরেছি। কিন্তু কোন মার্কশীট পায়নি। শুধু মোট পয়েন্ট টা পাওয়া গেছে। আমাদের আর কিছুই করার নাই । যা পেয়েছি তাতেই সন্তুষ্ঠ থাকতে হবে। এখনো অনেকে সাইটে প্রবেশ করতে পারেনি তাদের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে প্রবেশ করে দেখতে পারেন
http://monohardinetwork.blogspot.com/

Level 0

2013 SSC Result এখনি দেখুন ফুল গ্রেড সহকারে দেখুন

ভিসিট করুন http://iatbd.com/result2013/

তবে প্রথমে submit বাটন এ মাঝে মাঝে রিসেট হয়ে redirect হয়ে অফিসিয়াল ওয়েবসাইট এ চলে যায় সে ক্ষেত্রে অবশ্যই back এ গিয়ে re-submit করুন আশা করি কাজ হবে

http://iatbd.com/result2013/

আসল কথা কইলেন ভাই

ছোট একটা বাইপাস করলে বিষয় ভিত্তিক রেজাল্টও দেখা যাই। আমি সকাল ১০ টা থেকে অনেক কেই রেজাল্ট জানিয়েছি। অথচ রেজাল্ট পাবলিশ হইসে ২ টাই।

Level 0

এখনও অনেক কিছু দেখার বাকি আছে।

স্কুলে গিয়ে স্যারেদের কাছ থেকে রেজাল্ট নেয়ার মজাই আলাদা। মিস করছি এসএসসির রেজাল্ট দেয়ার দিনটিকে।

Level 0

@শাওন :ভাই বাইপাস website আর নাম জান তে চাই । বলবেন কি ?