সালাম নিবেন,
সবাই কেমন আছেন? অনেক দিন পরে এইখানে লিখতে বসলাম, আসলে সময় একদম পাইনা । অনেক দিন ধরে টেকটিউনসের সাথে আছি কিন্তু টিউন করছি অনেক কম তার মধ্যে একটা নির্বাচিত টিউন 😀 😀 আমার সব গুলো টিউন দেখতে এইখানে যানঃ https://www.techtunes.io/tuner/farukmr
এইবার কাজের কথায় আসি
বর্তমান সময়ে নিজেদের ডাটা মেনেজমেন্টের জন্য আমরা নানা রকমের ক্লাউড স্টোরেজ ব্যবহার করে থাকি। ব্যবহারকারিদের কাছে এর উপকারিতা নতুন করে বলার কিছু নেই।
বর্তমান অনলাইন ডাটাস্টোরেজ এতটাই ক্লাউড নির্ভর হয়ে পড়েছে যে প্রযুক্তি বিশ্লেষকগণ বলে থাকেন অদূর ভবিষ্যতে হার্ডডিস্কের যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসবে। অনেকের কাছেই ক্লাউড স্টোরেজবলতে জনপ্রিয় নাম Dropbox.com কিন্তু ব্যবহারকারিদের কাছে আফসোস... ড্রপবক্স ফ্রিতে মাত্র ২ গিগাবাইট স্পেস দেয়। রেফারেল লিঙ্কের মাধ্যমে বাড়ানো গেলেও অনেকের কাছে সেটা সন্তোষজনক না। এমনি অবস্থারপ্রেক্ষিতে ক্লাউড স্টোরেজ এরিনায় যুক্ত হল নতুন একটি নাম...
Copy.com
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃhttps://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/1.jpg
অনেকেই হয়তো ইতিমধ্যে copy.com এ একাউন্ট খুলে তা ব্যবহার করাও শুরু করে দিয়েছেন 🙂
এখন সবাইকে আমার আজকেএই লেখা লেখার কারণটা জানিয়ে নেই। আপনারা সবাই আমাদের ওয়ার্ডপ্রেস গ্রুপের দিপ্ত প্রোজেক্ট ২০১২ [https://www.techtunes.io/tutorial/tune-id/165422]এর কথা জানেন। আমাদের একটিভ টিম মেম্বারদের সহযোগিতায় সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হয়েছিল ওয়ার্ডপ্রেস গ্রুপের সফল এই প্রোজেক্ট। এই প্রজেক্টের সফলতার কথা চিন্তা করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবারো শুরু হতে যাচ্ছে আমাদের নেক্সট প্রোজেক্ট ।
আপনারা অনেকেই দিপ্ত প্রোজেক্ট ২০১২ [https://www.techtunes.io/tutorial/tune-id/165422]চলাকালীন সময় থেকে বলে আসছিলেন যেন আমাদের প্রোজেক্ট কোন অনলাইন ডাটা স্টোরেজ সাইটে আপলোড করা হয়। তাই আপনারা জেনে খুশি হবেন যারা পোর্টেবল হার্ডডিস্কের অভাবে সম্পূর্ণ প্রোজেক্ট নিতে পারছেন না এবং শুধু যার যার প্রয়োজনীয় টিউটোরিয়াল গুলোই ডাউনলোড করে রাখতে চান তাদের জন্য আমাদের আগের প্রোজেক্ট এবং নেক্সট প্রোজেক্ট গুলি ক্লাউডস্টোরেজ copy.com এ আপলোড হতে যাচ্ছে। আর সকল ডাটা সুন্দরভাবে আপলোড করার জন্য আমাদের ক্লাউড স্টোরেজে প্রয়োজন প্রায় ৫০০ গিগাবাইট - ১ টেরাবাইট স্পেস।
তাই আগেই বলে নেই এজন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন।
কিভাবে করবেন সহযোগিতা?
না তেমন কোন কষ্ট করতে হবে না... শুধুমাত্র আমাদের দেয়া copy.com এর রেফারেল লিঙ্কের মাধ্যমে [আমাদের রেফারেল লিঙ্কের জন্য এইখানে ক্লিক করুন https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/CopyLink.txt ] Sign Up করবেন। মজার ব্যাপার হল এই রেফারেল লিঙ্কে Sign Up করার মাধ্যমে আপনি পাচ্ছেন ৫ গিগাবাইট স্পেস এক্সট্রা... সাথে আমরাও পাচ্ছি ৫ গিগাবাইট অতিরিক্ত স্পেস এক্সট্রা 😉
তাই আপনাদের সুবিধার জন্য আমরা দেখাবো কিভাবে আমাদের রেফারেল লিংক ব্যাবহার করে আপনারা copy.com এ Sign Up করবেন।
ধাপ-১ প্রথমেই আমাদের রেফারেল লিঙ্কে [আমাদের রেফারেল লিঙ্কের জন্য এইখানে ক্লিক করুন https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/CopyLink.txt ] ক্লিক করে Copy.com এ প্রবেশ করুন।
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/2.jpg
ছবিতে দেখানো লিঙ্কে রেফারেল লিঙ্কের মাধ্যমে Copy.comএ সাইন আপ।
ধাপ-২ রেফারেল লিঙ্কের মাধ্যমে Sign Upকরার পর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/3.jpg
এখন আপনি যে ইমেইলএড্রেস দিয়ে একাউন্ট খুলেছেন সেই ইমেইলে লগিন করে আপনার কপি.কম একাউন্ট কনফার্ম করে ভেরিফাই করুন। এবার আরও ৫ গিগাবাইট স্টোরেজ স্পেস পাওয়ার জন্য (ছবিতে গোল চিহ্নিত) তাদের ক্লায়েন্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
ধাপ-৩ এবার যদি আপনি এই রেফারেল লিংক ব্যবহার তাদের ক্লায়েন্ট সফটওয়্যার ডাউনলোড করে পিসিতে ইন্সটল করে লগিন করেন তাহলে আপনি পাচ্ছেন আরো ৫ গিগাবাইট। সফটওয়্যারটির সাইজ ২৮ মেগাবাইট। পিসিতে কপি.কমের ক্লায়েন্ট সফটওয়্যার স্বাভাবিক নিয়মেই ইন্সটল করুন। ইন্সটল সম্পন্ন হলে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/4.jpg
তারপর দেখুন... আপনারডাটা স্টোরেজ স্পেস আরও ৫ গিগাবাইট বেড়ে গেছে:D
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/5.jpg
ধাপ-৪ এছাড়াও আপনি যাতে আরও ২ গিগাবাইট অতিরিক্ত স্পেস পেতে পারেন সেজন্য Copy.com দিচ্ছে এক অনন্য সুবিধা 🙂 এই অতিরিক্ত স্পেসের জন্য শুধু আপনাকে আপনার টুইটার একাউন্টটি ব্যবহার করে নিচের ছবির মতো একটি টুইট পোস্ট করতে হবে। এই টুইট করার অপশন আপনি যদি টুইট না করে থাকেন তাহলে অটোমেটিক্যালি নিচের মতো শো করবে। আপনি শুধু টুইটটা পোস্ট করবেন।
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/6.jpg
টুইট পোস্ট করার জন্য আপনার টুইটাররের Username এবং Password দিয়ে লগিন করুন। টুইটকরার পর নিচের মতো একটি Thank You মেসেজশো করবে এবং দেখুন স্পেস আরও ২ গিগাবাইটবেড়ে গেছে 😀
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/7.jpg
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/8.jpg
খেয়াল করে দেখুনমাত্র অল্প কিছু কাজ করেই আপনি পাচ্ছেন পুরো ১২ গিগাবাইট স্পেস, আসলেই চমৎকার ব্যাপার 🙂
ধাপ-৫ এবার আসি রেফারেল লিঙ্কের কথায়...কিভাবে রেফারেল লিংক শেয়ার করে আপনাদের Copy.com ক্লাউড স্টোরেজের স্পেস আরও বাড়াবেন 😉
আপনার রেফারেল লিংক দিয়ে অন্য কেউ সাইন আপ করলে, বোনাস হিসাবে সে তো ৫ জিবি পাচ্ছেই, এই দিকে, আপনিও পাচ্ছেন ৫ জিবি অতিরিক্ত স্টোরেজ স্পেস। মানে যতো রেফারেল লিঙ্কের মাধ্যমে সাইন আপ, ততো বেশি স্পেস। মজার ব্যাপার হলো, যারা আপনার রেফারেল লিংক টি ব্যবহার করছে, তারাও পাঁচ জিবি এক্সট্রা স্টোরেজ স্পেস পাচ্ছেন।
সো আপনারা বেশি বেশি করে আমাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে এ সাইন আপ করুন এবং আমাদের প্রোজেক্ট গুলো ক্লাউড স্টোরেজ এ আপলোড করতে সহযোগিতা করুন।
এবার দেখা যাক কিভাবে রেফারেল লিংক পাবেন। রেফারেল লিংক পাওয়ার জন্য অবশ্যই Copy.com এরএকাউন্ট খোলার পর যে কনফার্মেশন মেইলটি আসে তা ভেরিফাই করা থাকতে হবে। রেফারেল লিংকের জন্য ছবিতে দেখানো Invite Someone to Copy লিঙ্কে ক্লিক করুন
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/9.jpg
নতুন একটি পেজ ওপেন হলে নিচে দেখতে পাবেন (গোল চিহ্নিত স্থানে) রেফারেল লিংক। এভাবে আপনারা রেফারেল লিঙ্কের মাধ্যমে [আমাদের রেফারেল লিঙ্কের জন্য এইখানে ক্লিক করুন https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/CopyLink.txt ]আপনার Copy.com এর স্টোরেজ স্পেস বাড়াতে পারেন 🙂
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/10.jpg
আমাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে [আমাদের রেফারেল লিঙ্কের জন্য এইখানে ক্লিক করুন https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/CopyLink.txt ] যারা যারা Sign Up করছে আমরা তা দেখতে পারবো , আপনিও চাইলে আপনার রেফারেল লিঙ্কে কে কে Sign Up করছে এইটা দেখতে পারেন সেই জন্যই আপনাকে See Bonus/ Referral এ ক্লিক করতে হবে। নিছের ছবিটি দেখুন ।
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/11.jpg
নোটঃ এইখানে আমরা দেখতে পারবো আমাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে [আমাদের রেফারেল লিঙ্কের জন্য এইখানে ক্লিক করুন https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/CopyLink.txt ]যারা যারা Sign Up করেছে। শুধু Sign Up করলে কিন্তু কাজ শেষ হবে না , Sign Up সম্পূর্ণ হলে নিছের ছবিতে ১নং দেখবেন।
Sign Up এর পরে অবশ্যই email verification করতে হবে । email verification না করলে Waiting for email verification এইটা দেখাবে নিছের ছবিতে ২নং দেখবেন। email verification এর পরে অবশ্যই কপি সফটওয়্যার ডাউনলোড করে পিসিতে ইন্সটল করে লগিন করতে হবে সফটওয়্যারটি ইন্সটল না করলে Waiting for install এইটা দেখাবে নিছের ছবিতে ৩নং দেখবেন।
এই ছবিটি বড় করে দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/12.png
ব্যক্তিগতভাবে আমাদের কাছে Dropbox এর চেয়ে Copy.com কেই ভালো লেগেছে। এছাড়াও Copy.com এ আপনারা Dropbox এর প্রায় সব ফিচারই পাবেন।
শেষকথা
আমরা প্রোজেক্টর ডাটা মেনেজমেন্ট টিম আশা করি আপনারা সকলে আমাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে [আমাদের রেফারেল লিঙ্কের জন্য এইখানে ক্লিক করুন https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/CopyLink.txt ] Copy.com এ সাইন আপ করে আমাদের সকল প্রোজেক্টকে ক্লাউড স্টোরেজে আপলোড করতে সহযোগিতা করে এবারের প্রোজেক্টে অবদান রাখবেন। আপনাদের সবার সহযোগি তাই পারে এবারের প্রোজেক্টের সকল ডাটা সবার কাছে সুন্দরভাবে পৌঁছে যাবে।
আমাদের নেক্সট প্রোজেক্টর বিবরণঃ
=========================
Droid mint 2013 : Be smart Be designer
=========================
স্মাট ফোন র্স্মাট মানুষ আর এবার ও র্স্মাট বাংলাদেশ গড়তে আমরা আবারো নিয়ে আসতেছি দীপ্ত প্রযেক্ট এর আরো আধুনিক প্রযেক্ট “ড্রয়েড মিন্ট ২০১৩ “ বি র্স্মাট বি ডিজাইনার “
এই প্রযেক্ট এর ডাটা গুলোর সব গুলোন ই এন্ড্রয়েড এর র্স্মাট প্রযেক্ট দিয়ে আমরা সাজিয়েছি....
“ড্রয়েড মিন্ট ২০১৩ “ বি র্স্মাট বি ডিজাইনার “ এ যা যা থাকবে
====================================
১. এন্ড্রয়েড ডেভলপমেন্ট ভিডিও
২. এন্ড্রয়েড ডেভলপমেন্ট ইবুক
৩. এন্ড্রয়েড ডেভলপমেন্ট বাংলা সাইট এর তথ্য...
৪. এন্ড্রয়েড এর ৫০ হাজার এ্যাপস+গেমস এর ( Apk aps ) [ ফ্রী + প্রিমিয়াম ]
৫. এন্ড্রয়েড টোটাল কোডিং সিস্টেম ফ্রম গুগল...
৬. আরো আছে যা ডাউনলোড চলতেছে...
এ চাড়াও আপনাদের কাছে যদি এন্ড্রয়েড উপরে কিছু থাকে আপনারা চাইলে আমাদের “ড্রয়েড মিন্ট ২০১৩ “ বি র্স্মাট বি ডিজাইনার “ এ এড করতে পারেন । এই ব্যাপারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
এই ডাটা গুল অনলাইন ও অফলাইন এ দুই সিস্টেম এ আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রীতে ....
আমরা অল্প কয়েকদিনের মধ্যে অনলাইনে আপলোড করা শুরু করবো ইনশাল্লাহ ।
অনলাইনে আপলোড শেষ হলেই আপনারা অনলাইনের লিঙ্ক এবং অফলাইনে যাদের কাছে ডাটা গুলো পাবেন তাদের লিস্ট সহ পাবেন ।
আপনারা বেশি বেশি করে আমাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে এ সাইন আপ করুন এবং আমাদের প্রোজেক্ট গুলো ক্লাউড স্টোরেজ এ আপলোড করতে সহযোগিতা করুন।
নোটঃ সবাই যদি আমাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে [আমাদের রেফারেল লিঙ্কের জন্য এইখানে ক্লিক করুন https://dl.dropboxusercontent.com/u/13530414/Copy.com/CopyLink.txt ] Copy.comএ সাইন আপ করেন এবং আমাদের একাউন্টে যাইগা যদি বেশি হয় তাহলে আমরা আপনাদের সুবিদার জন্য আমাদের আগের প্রোজেক্ট * দিপ্ত প্রোজেক্ট ২০১২ * ও অনলাইনে আপলোড করে দিব ইনশাল্লাহ।
প্লীজ সবাই শেয়ার করুন।
পোস্টি আমাদের ওয়ার্ডপ্রেস গ্রুপের পেজে নোটে থেকে নেয়া হয়েছে ।
ফেসবুকে পোস্টি পাবেন এইখানেঃ https://www.facebook.com/notes/wordpress-bangladesh/আমাদের-নেক্সট-প্রোজেক্ট-ক্লাউড-স্টোরেজ-copycom-এ-আপলোড-হতে-যাচ্ছে-ক্লাউড-স্টোরেজ/363836157061501
ওনি আপনাকে কমেন্ট করেই যেতে বলতেছেন সো কমেন্ট করে তারপর যাবেন। 😛 😛
ভালো থাকুন সবাই।
সবার জন্য শুভকামনা.....
পোস্টি অনেক সুন্দর করার চেষ্টা করেছি , জানিনা কত টুকু সুন্দর করতে পারলাম।
- ফারুক
ফেসবুকে আমি আছি এই ঠিকানায় http://www.facebook.com/farukmrbd
- A project Of WordPress Group Bangladesh : Project that can make me Freedom
Group : https://www.facebook.com/groups/Wordpress2Smashing/
Page : https://www.facebook.com/Wordpress2Smashing
আমি মোঃ ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলার সোশ্যাল নেটওয়ার্কে আপনাকে স্বাগতম - https://mymeetbook.com/
Dropbox এর মত এখানে অতিরিক্ত ট্রাফিক চাপে একাউন্ট বন্ধ হয়ে যাবে না তো?