মটর সাইকেল, বাই সাইকেল এসব চালকদের জন্য হেলমেট অতিব জরুরী। এবার টর্চ সম্বলিত হেলমেট এলো এসব বাই সাইকেল চালকদের জন্য।
এই টর্চটি যেকোন এঙ্গেল থেকে দেখা যাবে। রাস্তার অন্যান্য পথচারী এবং যান চালকদেরকে দূর থেকে দেখতে পাবেন এই লাইটগুলো। কেলিফোর্নিয়ার পাসাডোনা শহরের আর্ট সেন্টার কলেজের নাথান উইলস নামের একজন ছাত্র এটি ডিজাইন করেন। সম্প্রতি James Dyson Award নামে চালু করা এওয়ার্ডটি পেতে যাচ্ছেন তিনি । শিক্ষার্থীদেরকে স্বীকৃত স্বরুপ ইউনিভার্সিটিটি এই ইন্টারন্যাশনাল ডিজাইন এওয়ার্ড চালু করেন। প্রোডাক্ট ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে ৳১৫০,০০০ মূল্যের এই এওয়ার্ড দেয়া হবে।
১০টি LED লাইট এবং সামনে, পিছে ২টি শাটারপ্রুফ পলিকার্বনেট লেন্স রয়েছে। এই লাইতগুলো ৩৬০°এর যে কোন এঙ্গেল থেকে দেখা যাবে। এটার ভিতরে ২টি চার্জেবল ব্যাটারী রয়েছে। USB 2.0 ক্যাবল দিয়ে ব্যাটারী রিচার্জ করা যাবে।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
ছবি গুলো আনেক সুন্দর