২০১৪ এর নতুন চমকঃ ইন্টারনেট সমৃদ্ধ গাড়ি!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমাদের লাইফস্টাইল এখন আর ৫ বছর আগের লাইফস্টাইলের মত নেই। এখন অনেকে কম্পিউটারে ইন্টারেনেট সংযোগ না থাকলে কম্পিউটার ব্যবহার করে না। এই প্রভাবটি স্মার্টফোনেও দেখা দিচ্ছে। এখন সবার কাছে একটি প্রশ্ন করা যায়, ইন্টারনেট আগে না কম্পিউটার আগে? ঠিক ডিম আগে না মুরগি আগের মত।

বর্তমান বিশ্বে সচেতন নাগরিকরা সর্বদা প্রযুক্তির সাথে থাকতে পছন্দ করে। তাই তাদের চাহিদা হচ্ছে ইন্টারনেট সমৃদ্ধ গাড়ি। এই প্রযুক্তিটি আগে ছিল, কিন্তু ব্যবহারকারীদের অভিযোগ হচ্ছে এই সফটওয়্যারগুলো আপডেট করা অনেক কষ্টসাধ্য। মানুষ হঠাৎ করে গাড়ির মাধ্যমে একটি জায়গায় যেতেই পারে, যদি সেই জায়গাটি তার পূর্বপরিচিত না হয়, তাহলে তাকে অনেক কষ্ট করতে হবে জায়গাটিতে পৌছাতে। অথছ গাড়িটিতে যদি জিপিএস সিস্টেম চালু থাকে তাহলে গাড়ির চালকের কোন কষ্টই হবে না।

তবে আশার সংবাদ হচ্ছে আমরা ২০১৫ সালের মধ্যে হয়তবা ইন্টারনেট সমৃদ্ধ গাড়ি পেতে যাচ্ছি। জিএম এর পক্ষ থেকে জানা গেছে,২০১৪ এর মাঝামাঝি আমেরিকার গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারনেট সমৃদ্ধ গাড়ি বাজারে ছাড়তে পারে। এই গাড়িগুলো আপনার মোবাইলের সাথেও সিঙ্ক করা যাবে বলেও আশা করা যাচ্ছে।

এই দশকের শেষের দিকে আশা করা যাচ্ছে ৪০ শতাংশ গাড়ি ইন্টারনেট সমৃদ্ধ হবে বলে আশা করা যাচ্ছে।

বিশ্বের নামকরা সব গাড়ির প্রতিষ্ঠানগুলো ফোর জি সমৃদ্ধ মোবাইল ব্রডব্যান্ডের সাথে সংযুক্তির মাধ্যমে ইন্টারেনেট সমৃদ্ধ গাড়ি বের করবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া

 

Level 0

আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am littel boy but cute and wise


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂

গাড়ির ড্যাসবোর্ডে ইন্টারনেট কেন পুরো পিসিটাই তো লাগনো যায় ইচ্ছে হলে। গুগলের স্বয়ংক্রিয় অটোমেটিক গাড়ি অলরেডি লাইসেন্স পেয়েছে, ওটা দেখতে পারেন।