BMW কার নয়, BMW গেমিং মাউস!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাজারে এলো BMW গেমিং মাউস ! BMW এর ডিজাইন কনসালটেন্সি DesignworksUSA টিম Tt eSPORTS এর সাথে কাজ করছে গত বছর থেকে। তাদের লক্ষ্য হচ্ছে হাই-টেক গেমিং মাউস বানানো। সে লক্ষ্যে তারা লেভেল ১০এম মাউস তৈরি করেন। এই মাউসটি যেন একটি সুপারকার।  এটাতে 3D ‘Steering Axis’  প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। লাইটিং এ ৭টি কালার ব্যবহার করা হয়েছে  ফলে কিছুক্ষণ পর পর তা পরিবর্তন হয়। তাছাড়া হাতের তালুর ঘর্মাক্ততা থেকে মুক্তি দেবে এই BMW গেমিং মাউস।

p90088885

গেমিং মাউস্টির ৫টি প্রোগ্রামেবল কী রয়েছে এবং প্রয়োজনে সেটিং কাস্টোমাইজ করার জন্য। এটার ২টি অংশ রয়েছে।  মাঝে কিছু খাদ রাখা হয়েছে। ওজনে হাল্কা এবং ক্ষয় প্রভাব মুক্ত করে বানানো হয়েছে এই মাউসটি । প্রস্থ  উচ্চতার সাথে সামঞ্জস্যপুর্ন এবং ইচ্ছা মত ঝাঁকানো যাবে।

2012-03-08-image-3
বায়ু চলাচলের একটি উপায় হিসেবে ‘Air-Through Ventilation System’ ব্যবহার করা হয়েছে যাতে বাতাস এবং তাপমাত্রা সুষ্টুভাবে এক্সচেঞ্জ হয়।

mouse2
উপরের ছিদ্র গুলো রাখা হয়েছে যেন এটির উপর ভারী ব্যবহার এবং ঘর্মাক্ত হাতের পাতার চাপ ইত্যাদি সমস্যাগুলি কমানোর জন্য।  লেভেল ১০এম মাউসটি পৃথিবীর সব জায়গার পাওয়াযাচ্ছে। যে কেউ চাইলে কালো, সাদা, সবুজ, লাল ইত্যাদি পছন্দ মত কালার বেছে নিতে পারবে।

mouse

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান আমাদের দেশে এগুলির দাম কত পড়তে পারে বা কোথায় পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলতে পারেন?

দাম কত ভাই?জানি আমার মত মধ্যবিত্তদের কেনা সম্ভব না,তবু ভদ্রতার খাতিরে এই আর কি! 😉

Level 0

Laptop bikri kore 3/4 ta mouse kinbo

Level 0

ভাই এটা কী কেব্‌ল না ব্লুটুথ .আর এটা কোথাই পাওয়া যাবে

Level 0

এটা কয়েকদিন আগেই দেখছিলাম।1 year warranty সহ মূল্য এখন ৮৫০০ টাকা →http://goo.gl/F8X6h