আমরা অনেকেই ব্লগিং করি এবং অনেকেই জানতে চায় যে ব্লগিং করে কি পরিমান ইঙ্কাম করা যায় । আমি বলবো এটা সম্পূর্ণ আপনার স্কিলের উপর । আমি এই পোস্টের সাহায্যে বিশ্বের সেরা সেরা সব ব্লগারদের ইঙ্কাম শেয়ার করছি । এক পোস্টে সব গুলো শেয়ার করা সম্ভব নয় তাই পর্ব আকারে টিউন করবো আশা করছি সবাই সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি।
Smartpassiveincome.com এই সাইট থেকে গত মার্চ মাসের ইঙ্কাম হল $54,747.28 !
কি খুব কম তাই না ?
এই সাইটের মালিক হল প্যাট ফ্লাইন । প্যাট তার ব্লগের প্রতি মাসে ৫-১০ টি করে পোস্ট লিখে এবং তার লেখা গুলো বিভিন্ন প্রোডাক্ট এবং অন্যান্য ব্লগারদের ইন্টারভিউ নিয়ে করা ।
Pinchofyum.com ব্লগ সাইটটি বিভিন্ন ধরনের খাবার নিয়ে করা একটি সাইট।
এই সাইটের মালিক হল এক জোড়া দম্পতি লিন্ডসে এবং বিজরক। এই ব্লগ থেকে গত মার্চ মাসে ইঙ্কাম হয়েছে $$6,914.71 ।
আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আরেক দিন !!!
এস.ই.ও, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ব্লগিং অ্যান্ড অ্যাফিলিয়েট সহ যে কোন সমস্যা বা জিজ্ঞাসার জন্য আমাদের মাইসিস ইন্সটিটিউট অফ আইটির অফিশিয়াল পেইজে কানেক্টেড থাকতে পারেন
আমি Misys Institute Of IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
We know what you need and we hide nothing that you need.
ভাই কিছু মনে নিয়েন না । এর চেয়ে অনেন অনেক বেশী আয় করে এমন ব্লগার অনেক আছে । দুঃখিত সময়ের অভাবে শেয়ার করতে পারছিনা ।