জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০১৩ এর প্রস্তুতি হিসেবে ১-৩ মে চট্টগ্রামে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী উদ্যোক্তা উৎসব এর আজকে দ্বিতীয়দিন চলছে। আজকে অনুষ্ঠানসূচী সম্পর্কে জানতে এই লিংকএ ভিজিট করুন। আগামীকাল খুবেই গুরুত্বপুর্ণ একটি সেশন আছে যেটির নাম স্টার্টআপ ডে। উদ্যোক্তা উৎসবের এই আয়োজনটি একটি ৮ ঘন্টাব্যাপী কর্মশালা যেখানে প্রোগ্রামার, আইডিয়াবাজ, ডিজাইনার, বিজনেস এক্সপার্ট এবং কারিগরি দক্ষতা সম্পন্ন লোকজন একসাথে একজায়গায় জড়ো হবেন। তারপর আইডিয়াবাজরা তাদের আইডিয়াটা বলবে, সংক্ষেপে। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে বাছাই করা সেরা ১০ টি আইডিয়া নিয়ে গ্রুপে ভাগ হয়ে সবাই কাজ করবে। প্রতিটা টিমে থাকতে পারে অন্তত একজন করে ডিজাইনার, প্রোগ্রামার এবং বিজনেস এক্সপার্ট। কাজটা হলো সেই আইডিয়াকে রাস্তায় নামাতে হলে কী কী করতে হবে তার একটি চিন্তা দাঁড় করানো, কাজগে কলমে। যেমন – যে সার্ভিস বা পণ্য ভাবা হয়েছে সেটি আসলে কোন সমস্যাকে সমাধান করার চেষ্টা করবে, সেটি কি নতুন কোন আইডিয়া না প্রচলিত কোন সমস্যার নতুন সমাধান, নাকি প্রচলিত সমাধানই কিন্তু ভিন্ন আঙ্গিকে। এরপর ভাবতে হয় কারা এটার ক্লায়েন্ট। তারপর হবে রসদ মানে কারিগরি, লোকবল আর টাকার হিসাব। ধারণা করতে হবে রেভেনিউ কেমন হবে। টিমের সবাই সম্মিলিতভাবে একটা স্টার্টআপ দাড় করানোর চেষ্টা করবে।
এসব ভেবেচিন্তে শেষে একটি প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন যে সফটওয়্যারে করতে হয় তা নয়, কাগজেও করা যাবে। ৮ ঘন্টা শেষে উপাস্থাপিত আইডিয়াগুলো থেকে নির্বাচিত সেরা আইডিয়াকে পুরষ্কৃত করা হয়।
উন্নত দেশগুলোতে উদ্যোক্তা তৈরির চমৎকার উপায় হিসেবে অনেক আগে থেকেই ‘স্ট্যাটার্প ডে’ ধারণা চালু থাকলেও বাংলাদেশের প্রেক্ষিতে এটি একটি নতুন ধারণা। গত ১০-১২ জানুয়ারি ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সফলভাবে একটি স্টার্টআপ উইকএন্ড হয়েছে। এই ধরণের প্রোগ্রাম থেকে নতুনরা কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন এই ব্যাপারে হাতে কলমে ধারণা পেয়ে থাকেন। ‘স্টার্টআপ ডে’ তে নিন্মোক্ত কার্যক্রমগুলো হয়ে থাকেঃ
বিজনেস আইডিয়া সাবমিশন
বিজনেস আইডিয়াটা নিয়ে কাজ করতে আগ্রহী এমন ৩-৫ জনকে নিয়ে টিম গঠন
টিমকে নিয়ে আইডিয়াটার এক্সিকিউশন এর ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া যায় সেটি নিয়ে বিস্তারিত কাজ/আলোচনা করা
বিজনেস প্ল্যান রেডি করা
প্রেজেন্টেশন তৈরি করা এবং সবশেষে সবার সামনে তা উপস্থাপন করা
‘স্টার্টআপ ডে’ কাদের জন্য?
আপনার একটি বিজনেস আইডিয়া আছে কিন্তু ভেবে পাচ্ছেন নাহ কিভাবে শুরু করবেন কিংবা বিজনেসটি শুরু করতে হলে আপনার টিমে আরো সাপোর্টিং লোক লাগবে, তাহলে " স্টার্টআপ ডে " প্রোগ্রামটি আপনারই জন্য। কারণ, এখানে আপনি পাবেন অভিজ্ঞ মেনটরদের যারা সার্বক্ষণীক আপনার আইডিয়া বাস্তবায়নের প্ল্যানিং এ সহায়তা করবেন। সেই সাথে এখান হতে আপনি সহজেই পেয়ে যাবেন প্রোগ্রামার, ডিজাইনার বা কারিগরি দক্ষতা সম্পন্ন লোক, যাদেরকে নিয়ে একটা টিম গঠন করে আইডিয়া বাস্তবায়নে এগিয়ে যেতে পারবেন।
আবার আপনার হয়তো নিজের তেমন কোন আইডিয়া নেই কিন্তু শিখতে চান কিভাবে একটি বিজনেস উদ্যোগ শুরু করতে হয় এবং ধাপে ধাপে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে " স্টার্টআপ ডে " ই হলো সবচেয়ে ভাল সুযোগ। আপনি হয়তো একটি চমৎকার উদ্যোগের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এবং সেই সাথে সুযোগ পাবেন আরো কিছু আইডিয়াবাজের সাথে পরিচিত হবার, যা আপনার চিন্তা-ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে আরো একধাপ।
সময়সুচী:
১ মে ২০১৩ - সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০
সময় - ৮:৩০: অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন শুরু
সময় - ৯:০০: পিচিং বা বিজনেস আইডিয়া উপস্থাপন
সময় - ৯:৩০: নির্বাচিত আইডিয়া নিয়ে টিম গঠন
সময় - ১০:০০: স্টার্টআপ টিমের কাজ শুরু
সময় - ১১:৩০: "বিজনেস প্ল্যান ডেভেলপিং এন্ড এক্সিকিউশন" শীর্ষক আলোচনা
সময় - ১২:০০: পুনরায় টিমের কাজ শুরু
সময় - ১:৩০: দুপুরের খাবার পরিবেশন এবং বিরতি
সময় - ২:০০: পুনরায় টিমের কাজ শুরু
সময় - ৩:৩০: প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি
সময় - ৪:০০: ফাইনাল প্রেজেন্টেশন
সময় - ৪:৩০: বিজয়ী ঘোষনা এবং পুরষ্কার বিতরণ
রেজিষ্ট্রেশানের জন্য চলে আসুন মেলার স্টল নাম্বার ১৩ তে।
উদ্যোক্তা উৎসবে তোলা বেশ কিছু ছবি। যারা এখনো মেলায় আসেন নি তারা সময় করে চলে আসুন। আমরা আছি ৭ নম্বর স্টলে।
এছাড়া আরো কিছু ছবি পাবেন এই লিংক এ।
আমি Misys Institute Of IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
We know what you need and we hide nothing that you need.