আরেক দফা কমল ব্যান্ডউইথের দাম

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আরেক দফা কমল ব্যান্ডউইথের দাম

আরেক দফা কমল ইন্টারনেট ব্যান্ডউইথের দাম। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ (আইএসপি) অন্যান্য উচ্চ ব্যান্ডউইথ গ্রাহকদের জন্য প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম চার হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে। ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। ব্যান্ডউইথের দাম কমার পাশাপাশি উচ্চহারে ব্যবহারের পরিমাণের ওপর শতকরা ১৫ ভাগ থেকে ৩৫ শতাংশ হারে ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস ও এম কলিম উল্লাহ প্রথম আলো জানান, ‘ব্যান্ডউইথের এ দাম কমানোর ক্ষেত্রে মূল মাসিক খরচ চার হাজার ৮০০ টাকার ওপর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৫ শতাংশ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্র, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫ শতাংশ এবং সরকারি অফিস এবং আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে ৫ শতাংশ হারে ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পাশাপাশি বিটিসিএলের অন্যান্য লিজড লাইন ও ইন্টারনেট সংযোগ খরচও পুনর্নির্ধারণ হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের মূল্য ছিল আট হাজার টাকা। এ নিয়ে এই সরকারের আমলে পাঁচবার ব্যান্ডউইথের মূল্য কমানো হলো। এর আগে ২০১২ সালের আগস্ট মাসে ১০ হাজার টাকা প্রতি এমবিপিএসের মূল্য নির্ধারিত হয় আট হাজার টাকা। এ ছাড়া ২০১১ সালের আগস্টে ১২ হাজার টাকা থেকে মূল্য ১০ হাজার টাকায় নির্ধারিত হয়। একই বছরের জানুয়ারি মাসে ১৮ হাজার টাকার ব্যান্ডউইথের খুচরা মূল্য নির্ধারিত হয় ১২ হাজার টাকা। ২০০৯ সালের জুলাইয়ে ব্যান্ডউইথের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকা নির্ধারিত হয়।
দফায় দফায় ব্যান্ডউইথের খুচরা মূল্য কমলেও গ্রাহক পর্যায়ে এর তেমন কোনো প্রভাই পড়ছে না। গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে না। এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের লক্ষ্য ভালো সেবা দেওয়া। যত বেশি ভালো সেবা দেওয়া সম্ভব, সেটাই আমরা চাই। তা ছাড়া সদস্যদের মধ্যে একধরনের প্রতিযোগিতাও আছে। ব্যান্ডউইথের পাশাপাশি ভ্যাটটাও কমাতে হবে।’ তিনি যোগ করেন, ‘শুধু ব্যান্ডউইথের দাম কমানোর বিষয়টিই মূল নয়, পাশাপাশি অন্য বিষয়গুলো মাথায় রাখলে গ্রাহকদের উন্নত সেবা দিতে আমাদের সমস্যা থাকার কথা নয়।’।
জানা গেছে, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলোর (আইআইজি) জন্য প্রতি এমবিপিএস তিন হাজার ৮০০ টাকা এবং এসপিএসপিদের জন্য পাইকারি মূল্য প্রতি এমবিপিএস চার হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। —নুরুন্নবী চৌধুরী

তথ্যঃ দৈনিক প্রথম আলো।

বাংলাদেশী দৈনিক সংবাদ পত্রের একটা নিঊজ ডাইরেক্টরী আছে, আশা করি প্রতিদিন সংবাদ পত্র পড়ার জন্য দেখবেন। http://www.alldailynewspaper.com

Level 0

আমি shamkabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dam komle amader r ki lav shob to grameen r er moto boro boro companyr pete jai
http://financepostbd.blogspot.com/

Level New

govt khali bandwidth er price komaiya e khalas but isp gula ze amader package er price komaitese na sheita dekhar dayitto ki govt er na?

এটা নিয়ে একবার টিউন হয়েছে :/

Level 0

বাংলাদেশ সরকার এর মাথাই মাল নাই!!!!জদি থাকতো তাহলে শুধু ব্যান্ড উইথ এর দাম ই না সেই সাথে ইন্টারনেট দাতা দেরও আদেশ করা হত প্যাক এর দাম কমাতে!!জানিনা কখন এই দুক্ষের দিন থেকে রক্ষা পাব আল্লাহ হেল্প উস!!!!!

    @djjmahbub: sorkar kokhon bollo je tara , amar apnar moto grahoker subidhar jonno bandwidth rate komaiche ? in fact ,, ora eta komaiche ISP gular lav baraite ,, so bill komanor kotha chinta koiren na ,,, amar apnar din aivabe e jaibo ,,,

Level 2

আমরা মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতিবাদে নামছি । আমদের সাহায্য করুন ।
এই গ্রুপ টাতে জয়েন করুন
এবং এই পেজে লাইক দিন <a href="http://www.facebook.com/JegeOthoBanaliPratirodhaGaro&quot; target="_blank"

Level 2

আমরা মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতিবাদে নামছি । আমদের সাহায্য করুন ।
এই গ্রুপ টাতে জয়েন করুন http://www.facebook.com/groups/100610490143871/
এবং এই পেজে লাইক দিন http://www.facebook.com/JegeOthoBanaliPratirodhaGaro

প্রতিবাদ করেন সাথে আছি কিন্তু প্রতিবাদ সফল করে ছাড়তে হবে… দরকার হলে রাস্তায় নামবো… সবকিছুর একটা সীমা আছে… আর কতো সহ্য করা যাই… বাংলাদেশে আমার আপনার মত সাধারন মানুষ থেকে শুরু করে Hacker, Designer, Freelancher এছাড়াও আরও আমরা যারা নুতুন প্রজন্ম একটা নতুন সূর্য দেখার স্বপ্ন দেখি তাদের সবাইকে এগিয়ে আস্তে হবে… এ অত্যাচার আমরা আর সহ্য করব না…

আপনাদেরতো কোন দাবিই দেখতে পেলাম না… ফান পেজে ৮ টা লাইক… সবথেকে বড় কথা কভার ফটো চে গুয়েভারার ছবি…
এইটা কোন কথা হইল… উনি কি ইন্টারনেট এর বিল এর দাম কমানোর জন্য আন্দোলন করসে… কিছু হলেয় এরে নিয়ে এতো তানাতানি কান… ভাই একটা ভালো কথা কই… আগে যথেষ্ট পরিমাণ মানুষ কে আগে এর ব্যাপারে জানান… সেটা হোক আপনার পরিচিত মানুষ গুলোই দিয়েই । দাবি গুলো স্পষ্ট করুন । আর তা না হলে এভাবে গুটি গুটি আন্দলনের নামে লাফালাফি করে আসল কাজের উপরি মানুষের আন্দলনের ইচ্ছাটা নষ্ট করে দিয়েন না । আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমারি পরিচিত দুইটি দল এ কাজে লেগেছিল কিন্তু তারা আড্ডা আর ফেসবুকে তারা কুব লাফালাফি করে কিন্তু কামের বেলায় পেট ফুলিয়ে ঘুমায় । আমি বলছি না আপনারা পারবেন না… কিন্তু স্পষ্ট দাবি নিয়ে এগন । দরকারে একটা জরিপের মাধ্যমে সবার পরামর্শ নিন । আর যদি গ্রুপ আর ফেসবুক ফান পেজ খুলেয় মনে করেন অনেক করে ফেলসেন তাইলে বলি আপনি যদি এই আন্দোলনটা সফল দেখতে চান তাহলে চুপ করে গিয়ে অন্য আরেক জনকে জাইগা করে দিন । যারা কি করতে যাচ্ছে তা তারা ভালো করেই জানে আর তা সফল করেই ফিরবে । কথা গুলো একটু কঠিন করেয় বলে ফেললাম, আসলে এখন কঠিন কথা বলার সময় চলে এসেছে । কথা গুলো গুটি কয়েক মানুষকে বললাম না তাদের কেই বললাম যারা আন্দোলনটা নিয়া খুব লাফালাফি করতেসে কিন্তু কাজ কিছুই করচ্ছে না । এই আন্দোলনটা সফল হওয়া যেমন আমার দরকার তেমনি আপনারও । আমাদের সবাইকে আসলে আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ।

    @এন.আর. সাব্বির:সুপার কমেন্ট 😀
    আসলে ফেসবুকে একত্র হয়ে কোনো লাভ নেই,শাহবাগী আন্দোলন যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবে একত্র হতে হবে। 😉