প্রতিবেদন : ভার্চুয়াল গেমিং জগতে আসক্তি বাড়ছে শিশুদের

টিউন বিভাগ খবর
প্রকাশিত

খেলাধুলার মাঠের অভাবে শিশুরা প্রবেশ করছে ভার্চুয়াল গেমিং জগতে। কম্পিউটার গেমিং জগতে ঢুকে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়ছে।

সচেতন অভিভাবকরা মনে করেন, ভার্চুয়াল গেমিং জগতে প্রতি আসক্তি শিশুদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কম্পিউটার গেম সম্পর্কে বলেন, “যেসব শিশু-কিশোর কিংবা বয়স্ক লোক কম্পিউটার গেমে আসক্ত তাদের ঘুমের ব্যাঘাত ঘটে থাকে। যার প্রভাব লেখাপড়া ও সারাদিনের কাজকর্মের উপর পড়ে।”

রংপুর ক্যাডেট কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল শাফি (১০) বলেন, “বাড়ির আশপাশে জায়গা না থাকায় খেলতে পারি না। তাই কম্পিউটারে গেম খেলি। কম্পিউটারে গেম খেলতে আমার খুব ভালো লাগে।”

শিশু বিশেষজ্ঞদের মতে, মাত্রাতিরিক্ত গেম সবার জন্যই ক্ষতিকর। গেমের প্রতি আসক্ত শিশুরা শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়।

শিশুরা তাদের শৈশবে খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। কিন্তু দিনদিন আকাশছোঁয়া দালানের নিচে চাপা পড়ছে খেলাধুলার জায়গা। শিশুরা হারিয়ে ফেলছে তাদের খেলার মাঠ। পর্যাপ্ত জায়গার অভাবে শিশুরা এখন আর খোলা মাঠে স্বাধীনভাবে খেলাধুলা করতে পারছে না।
[বিদ্র ঃ আমার লেখা এই প্রতিবেদনটি পূর্বে bdnews24 এ প্রকাশিত হয়েছিল। ]

----------------------------------------------------------------------
বাংলাদেশের সকল মিডিয়া এখন আপনার হাতে http://www.bdmediadesk.com
----------------------------------------------------------------------

Level 0

আমি Abdullah Al Maruf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার বয়স ১৮ এবং আমি এমনি খেলাধুলার চাইতে কম্পিউটারে খেলাধুলা করতে ভালবাশি তাই আমারও কি ক্ষতি হবে?

    @সবুজ হাসান:মোটেও তেমন ক্ষতি নেই,বরং ৭টা স্থাস্থ্যগত উপকারিতা আছে!তবে একটানা অনেকক্ষণ খেলবেন না।

এসব কোনো কথা না।খেলার জায়গা না থাকলে বাচ্চারা কি খেলবে? :/
তাদের জন্য পর্যাপ্ত খেলাধুলোর জায়গা বরাদ্দ রাখা হলে এমনটা হত না।আপনি এদের খেলায় বাঁধা দিতে পারেন না।এখনই সময় এদের সঠিক ও সুস্থ বৃদ্ধির জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধের ব্যবস্থা করা।
এমনি এমনিই তো ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে অবাসযোগ্য শহর হয়নি,আমাদের উদাসীনতার কারণে এই অবস্থা। :/

ঢাকাতে শিশুদের খেলার জায়গা এতই কম যে ভার্চুয়াল ছাড়া উপায়ও নেই।

Level New

ki kora jabe?? free te stadium gula khelar jayga kore dik.shobai khelii.:P

ভার্জুয়াল গেম খেলার উপকারিতা(আমার পোষ্ট না):
http://www.pchelplinebd.com/archives/54527