নতুন যারা ব্যবসায়ী, উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা উদ্যোক্তা উৎসব ২০১৩ তে আসছেন তো??

টিউন বিভাগ খবর
প্রকাশিত

জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০১৩ এর প্রস্তুতি হিসেবে আগামী ১-৩ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী উদ্যোক্তা উৎসব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও “চাকরি খুঁজব না চাকরি দেব” গ্রুপের চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামের শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই উৎসবে থাকছে নানামুখী আয়োজন । চট্টগ্রামে নতুন উদ্দোক্তাদের জন্য দারুন সুযোগ এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকবেন বৃহত্তর চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রামের ফ্রিল্যান্সার ও অনলাইন মার্কেটার , আইটি ব্যক্তিত্বগন।

 
উৎসবে প্রদর্শনীর পাশাপাশি রয়েছে উদ্দোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মশালা এবং সেমিনার । এছাড়া উৎসব উপলক্ষে চট্টগ্রামের নতুন উদ্যোক্তাদের চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক, মোবাইল অ্যাপস ও ইন্টারনেট সিকিউরিটি নিয়ে কর্মশালা,এবং নারী উদ্যোক্তাদের জন্য ইন্টারনেট মার্কেটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

 

misys-institute-it

প্রোগ্রাম সময়সূচী

  • প্রোগ্রাম সময়সূচী জানতে এই লিংক এ ক্লিক করুন।

কর্মশালাসমূহ

স্টার্ট-আপ ডে

উদ্যোক্তা উৎসবের এই আয়োজনটি একটি ৮ ঘন্টাব্যাপী কর্মশালা যেখানে প্রোগ্রামার, আইডিয়াবাজ, ডিজাইনার, বিজনেস এক্সপার্ট এবং কারিগরি দক্ষতা সম্পন্ন লোকজন একসাথে একজায়গায় জড়ো হবেন। তারপর আইডিয়াবাজরা তাদের আইডিয়াটা বলবে, সংক্ষেপে। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে বাছাই করা সেরা ১০ টি আইডিয়া নিয়ে গ্রুপে ভাগ হয়ে সবাই কাজ করবে। প্রতিটা টিমে থাকতে পারে অন্তত একজন করে ডিজাইনার, প্রোগ্রামার এবং বিজনেস এক্সপার্ট। কাজটা হলো সেই আইডিয়াকে রাস্তায় নামাতে হলে কী কী করতে হবে তার একটি চিন্তা দাঁড় করানো, কাজগে কলমে। যেমন – যে সার্ভিস বা পণ্য ভাবা হয়েছে সেটি আসলে কোন সমস্যাকে সমাধান করার চেষ্টা করবে, সেটি কি নতুন কোন আইডিয়া না প্রচলিত কোন সমস্যার নতুন সমাধান, নাকি প্রচলিত সমাধানই কিন্তু ভিন্ন আঙ্গিকে। এরপর ভাবতে হয় কারা এটার ক্লায়েন্ট। তারপর হবে রসদ মানে কারিগরি, লোকবল আর টাকার হিসাব। ধারণা করতে হবে রেভেনিউ কেমন হবে। টিমের সবাই সম্মিলিতভাবে একটা স্টার্টআপ দাড় করানোর চেষ্টা করবে।

এসব ভেবেচিন্তে শেষে একটি প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন যে সফটওয়্যারে করতে হয় তা নয়, কাগজেও করা যাবে। ৮ ঘন্টা শেষে উপাস্থাপিত আইডিয়াগুলো থেকে নির্বাচিত সেরা আইডিয়াকে পুরষ্কৃত করা হয়।

স্টার্ট-আপ ডে সম্পর্কে আরো জানতে এবং রেজিস্ট্রেশান করতে এই লিংক এ ক্লিক করুন।

উদ্যোক্তা উৎসবের ২০১৩ ওয়েবসাইটঃ uddoktautsab.com

অনলাইনে ক্যারিয়ার গড়তে পরামর্শ নিন চট্টগ্রামের ফ্রিল্যান্সার এবং  অনলাইন মার্কেটারদের থেকে

উদ্যোক্তা উৎসব এ উপস্থিত হবেন চট্টগ্রামের অনেক ফ্রিল্যান্সার, অনলাইন মার্কেটার এবং আইটি ব্যক্তিত্ব।  অনেকেই ইতিমধ্যে টেকটিউনস এর স্পন্সরড টিউনে  জানতে পেরেছেন উক্ত উদ্যোক্তা উৎসবে মাইসিস ইনিস্টিটিউট অব আইটির একটি স্টলও থাকছে উদ্যোক্তা উৎসবে যেখানে উপস্থিত থাকবেন এবারের চট্টগ্রাম জেলা থেকে বেসিস ফ্রিল্যান্সার পুরুষ্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সার কামরুল ইসলাম সহ চট্টগ্রামের নামকরা অনেক ফ্রিল্যান্সার ও অনলাইন মার্কেটিং। তাই অনলাইনে ক্যারিয়ার কাউন্সেলিং কিংবা পরামর্শ-দিক নির্দেশনা নিতে সময় নিয়ে চলে আসুন উদ্যোক্তা উৎসবে আমাদের স্টলে এবং অংশগ্রহন করুন উদ্যোক্তা উৎসব আয়োজিত সেমিনারসমুহে।

Level 0

আমি Misys Institute Of IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

We know what you need and we hide nothing that you need.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস