আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। ডট কম কিংবা ডট অর্গ নয়, ওয়েব ঠিকানা হতে হবে ডট গ্রিন (.green)। এ ধরনের ওয়েব ঠিকানার ডট গ্রিন নামক একটি প্রতিষ্ঠান তৎপরতা চালিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, ডট গ্রিন কমিউনিটি ইনকর্পোরেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে, ‘ইন্টারনেট কর্পোরেশন ফর এ্যাসাইনড নেমস এন্ড নাম্বারস (আইসিএএনএন)’ নামক আন্তর্জাতিক সংস্থা ডট গ্রিন (.green)নিয়ে ‘টপ-লেভেল ডোমেইন (টিডিএল)’ এপ্লিকেশনের আওতায় প্রারম্ভিক কার্যক্রম সমাপ্ত করেছে। আইসিএএনএন এর প্রারম্ভিক কার্যক্রম সম্পন্ন হওয়াটা অনলাইনে ডট গ্রিন (.green) ওয়েব ঠিকানা নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।
পরিবেশবাদী এই অলাভজনক প্রতিষ্ঠানটি যেমন সচেতন পরিবেশ নিয়ে তেমনি অনলাইনে একটি ভাল ওয়েব ঠিকানা পাওয়া নিয়ে যথেষ্ট সচেতন এবং প্রতিজ্ঞাবদ্ধ ছিল। গ্লোবাল ইন্টারনেটের যুগে আইসিএএনএন এর নতুন টিডিএল টাইমলাইন পাওয়ার মাধ্যমে আশা করা যাচ্ছে আগামী ২০১৪ এর প্রথম কোয়ার্টারে ডট গ্রিন (.green) ওয়েব ঠিকানা পাওয়া যাবে।
তথ্য সুত্র (প্রিয় টেক )
আমি vampierboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am littel boy but cute and wise
valo khobor….
http://www.networkfun.net