প্লাস্টিক চামচের দিন শেষ। চলে এলো পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর চামচ "এডিবল স্পুন"
এডিবল স্পুন পরিবেশ বান্ধব চামচটি ভুট্টা দিয়ে তৈরি। এই চামচটি ১০০% জীবানুমুক্ত, ১০০% বিষমুক্ত, ১০০% ভোজ্য, ১০০% ভালো মানুষের স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য।
Triangle Tree নামের এক কোম্পানী এবার পরিবেশবান্ধব এবং স্বুসাদু চামচ ডিজাইন এবং তৈরি করেছেন ।
এটি সম্পুর্ন ভোজ্য পদার্থ দিয়ে বানানো হয়েছে যা স্বাস্থ্যসম্মত। এটার প্রধান উপাদান ভুট্টা, সাথে কর্ন ফ্লাওয়ার, বেকিং পাউডার, গমের আটা, ডিম, লবন, চিনি, তেল , ধনেপাতা এবং মশলা ইত্যাদি দেওয়া হয়েছে।
.
তিন ধরণের ফ্লেভারে এই চামচ বানানো হচ্ছে একটি সাধারণ ফ্লেভার, অন্য দুটির একটি মিষ্টি ফ্লেভার এবং অপরটি মশলাযুক্ত ফ্লেভার। চামচের স্বাদে এরূপ ভিন্নতা আনার কারন হল সবার খাদ্যাভ্যাস এক রকম নয়, তাছাড়া সকল বেলায় একই রকম খাবার তালিকায় রাখা হয়না। তাই এই ভিন্নতা।
সাধারন চামচটি ব্যবহারের জন্য যেকোন বেলার খাদ্য তালিকায় রাখা যাবে। মিষ্টি চামচ মিষ্টি জাতীয় খাবারের সাথে ভালো লাগবে। আর মশলা চামচ মশলা জাতীয় খাবারের সাথে বেশি ভালো লাগবে তবে এটি মিষ্টি ছাড়া অন্য সব খাবারের সাথে ব্যবহার করা যাবে।
এগুলো খুব সহজে ক্ষয়ও হবে না। তবে খাবারের সাথে খেয়েও ফেলা যাবে।
পরিবেশ বান্ধব এই চামচ প্লাস্টিক সামগ্রীর সাথে রাখা উচিত হবে না। প্যাকেটের গায়েই লেখা আছে- ‘Eat your spoon with your meal.’।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
খাওয়ার পড়ে শুধু চামচটাই খেয়ে ফেলব? সাথে বাটিতে খাবার রাখা হয়েছিল সেটা খাওয়া যাবে না, আর হাড়ি পাতিল……