বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ২০ এপ্রিল ২০১৩, শনিবার, বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট (আইডিইবি) মিলনায়তনে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ শীর্ষক অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান।
তথ্য প্রযুক্তির বিভিন্ন শাখায় অনলাইন আউটসোর্সিং-এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় এবং এ কাজে দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিদানের লক্ষ্যে বেসিস-এর এ উদ্যোগ। অনুষ্ঠানে ৪টি পৃথক ক্যাটাগরিতে ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৫টি সেরা আউটসোর্সিং কোম্পানী, ১৮টি ব্যক্তি পর্যায়ে, ৬৪টি জেলার ৬৪ জনকে জেলাভিত্তিক সেরা আউটসোর্সিং অ্যাওয়ার্ড এবং সেরা আউটসোর্সিং এর জন্য ৩ জন মহিলাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড বিজয়ীদের অনুপ্রাণিত করতে এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আরো অধিকহারে ব্যক্তি পর্যায়ে অথবা আইটি উদ্যোক্তা হিসেবে পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে বেসিস-এর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে বেসিস সভাপতি উল্লেখ করেন।
এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ ও লিডসফ্ট বাংলাদেশ লিমিটেডের সিআইও পাপিয়াস হাওলাদার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিস-এর মহাসচিব রাসেল টি আহমেদ। এছাড়াও অন্যান্যের মধ্যে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম, বেসিস-এর প্রাক্তন সভাপতি এ তৌহিদ, মাহবুব জামান, হাবিুল্লাহ এন করিম, রফিকুল ইসলাম রাউলি, জুরি বোর্ড সদস্যবৃন্দ ও বেসিস নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে অ্যাওয়ার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন।
অ্যাওয়ার্ড জয়ীদের পূর্ণ তালিকা পাওয়া যাবে এখানে http://outsourcingaward.basis.org.bd/result.php
উল্লেখ্য, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩ আয়োজনে স্পন্সর ছিলো অগ্রণী ব্যাংক লিমিটেড, লিডসফ্ট বাংলাদেশ লিমিটেড ও বিডিজবস ডট কম লিমিটেড।
(হাশিম আহম্মদ)
সচিব, বেসিস
আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।